দামি Iphone-ও ছড়াচ্ছে রোগ! আতঙ্ক, মুক্তির উপায় কী, উত্তর চায় গোটা বিশ্ব

স্মার্টফোনপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে Apple iPhone। এর মূল কারণ হল, Apple iPhone-এর সিকিউরিটি এবং অপারেটিং সিস্টেম। আসলে iPhone-কে একেবারে নিরাপদ বলে গণ্য করা হয়। তবে আপাতত ব্যবহারকারীরা একটা নতুন বিষয় নিয়ে খুবই চিন্তিত। আর সেটা ছিল iPhone Finger। যা সারা বিশ্ব জুড়ে iOS ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। Apple ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন iPhone Finger-এর বিষয়টি। আর এটা নিয়েই চর্চা তুঙ্গে। এই বিষয়ে সচেতন করে নেওয়া যাক এই প্রতিবেদনে। এমনকী কীভাবে এটি ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে, সেটাও দেখা নেওয়া যাক।
স্মার্টফোনপ্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে Apple iPhone। এর মূল কারণ হল, Apple iPhone-এর সিকিউরিটি এবং অপারেটিং সিস্টেম। আসলে iPhone-কে একেবারে নিরাপদ বলে গণ্য করা হয়। তবে আপাতত ব্যবহারকারীরা একটা নতুন বিষয় নিয়ে খুবই চিন্তিত। আর সেটা ছিল iPhone Finger। যা সারা বিশ্ব জুড়ে iOS ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। Apple ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন iPhone Finger-এর বিষয়টি। আর এটা নিয়েই চর্চা তুঙ্গে। এই বিষয়ে সচেতন করে নেওয়া যাক এই প্রতিবেদনে। এমনকী কীভাবে এটি ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে, সেটাও দেখা নেওয়া যাক।
iPhone Finger কী? আসলে iPhone Finger-এর যোগ রয়েছে আমাদের কনিষ্ঠ আঙুলের সঙ্গে। কনিষ্ঠ আঙুলের উপরে যে দাগ রয়েছে, তা iPhone Finger নামে পরিচিত। সাধারণত স্মার্টফোন দীর্ঘক্ষণ অবিরাম ব্যবহারের ফলে এই ধরনের দাগ তৈরি হয়।
iPhone Finger কী? আসলে iPhone Finger-এর যোগ রয়েছে আমাদের কনিষ্ঠ আঙুলের সঙ্গে। কনিষ্ঠ আঙুলের উপরে যে দাগ রয়েছে, তা iPhone Finger নামে পরিচিত। সাধারণত স্মার্টফোন দীর্ঘক্ষণ অবিরাম ব্যবহারের ফলে এই ধরনের দাগ তৈরি হয়।
iPhone Finger কী? আসলে iPhone Finger-এর যোগ রয়েছে আমাদের কনিষ্ঠ আঙুলের সঙ্গে। কনিষ্ঠ আঙুলের উপরে যে দাগ রয়েছে, তা iPhone Finger নামে পরিচিত। সাধারণত স্মার্টফোন দীর্ঘক্ষণ অবিরাম ব্যবহারের ফলে এই ধরনের দাগ তৈরি হয়।
iPhone Finger কী? আসলে iPhone Finger-এর যোগ রয়েছে আমাদের কনিষ্ঠ আঙুলের সঙ্গে। কনিষ্ঠ আঙুলের উপরে যে দাগ রয়েছে, তা iPhone Finger নামে পরিচিত। সাধারণত স্মার্টফোন দীর্ঘক্ষণ অবিরাম ব্যবহারের ফলে এই ধরনের দাগ তৈরি হয়।
আসলে iPhone ব্যবহার করার সময় বেশিরভাগ ব্যবহারকারী নিজেদের হাতের কনিষ্ঠ আঙুলটিকে ফোনের নিচের অংশে রাখেন। এমনটা দীর্ঘক্ষণ ধরে করলে আঙুলে কিছু দাগ দেখা দিতে থাকে। আর প্রতিদিন একই ভাবে কনিষ্ঠ আঙুলটি রাখার ফলে তাতে স্থায়ী দাগ তৈরি হয়। যা iPhone Finger নামে পরিচিত।
আসলে iPhone ব্যবহার করার সময় বেশিরভাগ ব্যবহারকারী নিজেদের হাতের কনিষ্ঠ আঙুলটিকে ফোনের নিচের অংশে রাখেন। এমনটা দীর্ঘক্ষণ ধরে করলে আঙুলে কিছু দাগ দেখা দিতে থাকে। আর প্রতিদিন একই ভাবে কনিষ্ঠ আঙুলটি রাখার ফলে তাতে স্থায়ী দাগ তৈরি হয়। যা iPhone Finger নামে পরিচিত।
এটা কি গুরুতর অবস্থা? যদিও সম্প্রতি iPhone Finger-এর ঘটনা দেখা গিয়েছে। ফলে ব্যবহারকারীরা জানতে চাইছেন এটা কি কোনও রোগ। না কি কোনও শারীরিক সমস্যার কারণ। iPhone ব্যবহারকারীরা এই প্রশ্নই ক্রমাগত খুঁজে বেড়াচ্ছেন গুগলে। বলা ভাল, এই বিষয়টা বেশ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে তাঁদের।বলে রাখা ভাল যে, এটা কোনও শারীরিক অবস্থা নয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, যাঁরা iPhone Finger হয়েছে বলে ভাবছেন যে, কোনও রোগ হয়েছে, তাঁরা আসলে ভাল আছেন।
এটা কি গুরুতর অবস্থা? যদিও সম্প্রতি iPhone Finger-এর ঘটনা দেখা গিয়েছে। ফলে ব্যবহারকারীরা জানতে চাইছেন এটা কি কোনও রোগ। না কি কোনও শারীরিক সমস্যার কারণ। iPhone ব্যবহারকারীরা এই প্রশ্নই ক্রমাগত খুঁজে বেড়াচ্ছেন গুগলে। বলা ভাল, এই বিষয়টা বেশ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে তাঁদের।বলে রাখা ভাল যে, এটা কোনও শারীরিক অবস্থা নয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, যাঁরা iPhone Finger হয়েছে বলে ভাবছেন যে, কোনও রোগ হয়েছে, তাঁরা আসলে ভাল আছেন।
এই দাগ থেকে মুক্তির উপায়:১. iPhone Finger-এর সমস্যা এড়ানোর জন্য ফোন ধরার কায়দায় বদল আনতে হবে। ২. iPhone ব্যবহার করার সময় ফোনের একেবারে নিচের দিকে পিঙ্কি ফিঙ্গার বা কনিষ্ঠ আঙুলটি রাখা চলবে না। ৩. যদি iPhone এভাবে ধরার অভ্যাস থাকে, তাহলে তাতেও বদল আনা আবশ্যক।
এই দাগ থেকে মুক্তির উপায়:
১. iPhone Finger-এর সমস্যা এড়ানোর জন্য ফোন ধরার কায়দায় বদল আনতে হবে।
২. iPhone ব্যবহার করার সময় ফোনের একেবারে নিচের দিকে পিঙ্কি ফিঙ্গার বা কনিষ্ঠ আঙুলটি রাখা চলবে না।
৩. যদি iPhone এভাবে ধরার অভ্যাস থাকে, তাহলে তাতেও বদল আনা আবশ্যক।