গঙ্গায় দেখা যাওয়া প্রাণী

What Is It: গঙ্গায় ঘুরছে ১২ ফুটের এই প্রাণী, এখন চরম আতঙ্ক, মৎস্যজীবীদের বন্ধ রুটি-রুজি

গঙ্গায় দেখা মিলেছে প্রায় ১২ ফুটের এক প্রাণীর, আর তাতেই এখন জীবিকায় টান পড়েছে মৎস্যজীবীদের। জানা যায়, আড়িয়াদহ কামারহাটি পৌরসভার ১নং ওয়ার্ড এর অন্তরগত পিটুরি ঘাট অঞ্চলে গঙ্গায় কুমির দেখতে পেয়ে ভয় পেয়ে যান মৎসজীবিরা। (Rudra Narayan Roy)
গঙ্গায় দেখা মিলেছে প্রায় ১২ ফুটের এক প্রাণীর, আর তাতেই এখন জীবিকায় টান পড়েছে মৎস্যজীবীদের। জানা যায়, আড়িয়াদহ কামারহাটি পৌরসভার ১নং ওয়ার্ড এর অন্তরগত পিটুরি ঘাট অঞ্চলে গঙ্গায় কুমির দেখতে পেয়ে ভয় পেয়ে যান মৎসজীবিরা। (Rudra Narayan Roy)
তারা জানান, গঙ্গায় জাল ফেলে অপেক্ষায় ছিলেন মাছ ধরার। সেই সময় প্রায় ১১ থেকে ১২ফুট লম্বা একটি কুমির দেখতে পান ওই মৎস্যজীবীরা। যদিও সেটি কুমির নাকি ঘড়িয়াল তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মৎস্যজীবীদের দাবি ওই প্রাণীটি রীতিমতো ধেয়ে আসে তাদের দিকে।
তারা জানান, গঙ্গায় জাল ফেলে অপেক্ষায় ছিলেন মাছ ধরার। সেই সময় প্রায় ১১ থেকে ১২ফুট লম্বা একটি কুমির দেখতে পান ওই মৎস্যজীবীরা। যদিও সেটি কুমির নাকি ঘড়িয়াল তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মৎস্যজীবীদের দাবি ওই প্রাণীটি রীতিমতো ধেয়ে আসে তাদের দিকে।
এই দৃশ্য দেখে তারা কোনও মতে জাল ছেড়ে দিয়ে নৌকা নিয়ে পাড়ে চলে আসেন। এরপর থেকেই তৈরি হয়েছে আতঙ্ক যার জেরে মৎস্যজীবীরা আর যেতে পারছেন না গঙ্গায় মাছ ধরতে। ফলে একপ্রকার রুটি রুজিতেই টান পড়েছে তাদের। চোখে মুখে আতঙ্ক নিয়েই এখন মৎস্যজীবীরা বন দফতরের কাছে আর্জি জানাচ্ছেন ওই প্রাণীটিকে অবিলম্বে গঙ্গা থেকে উদ্ধার করার।
এই দৃশ্য দেখে তারা কোনও মতে জাল ছেড়ে দিয়ে নৌকা নিয়ে পাড়ে চলে আসেন। এরপর থেকেই তৈরি হয়েছে আতঙ্ক যার জেরে মৎস্যজীবীরা আর যেতে পারছেন না গঙ্গায় মাছ ধরতে। ফলে একপ্রকার রুটি রুজিতেই টান পড়েছে তাদের। চোখে মুখে আতঙ্ক নিয়েই এখন মৎস্যজীবীরা বন দফতরের কাছে আর্জি জানাচ্ছেন ওই প্রাণীটিকে অবিলম্বে গঙ্গা থেকে উদ্ধার করার।
এই ঘটনার কথা জানাজানি হতেই গঙ্গায় নেমে স্নানের ক্ষেত্রেও তৈরি হয়েছে ভয়। মৎস্যজীবীদের দাবি, দীর্ঘ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও, গঙ্গায় এমন অভিজ্ঞতার শিকার হননি তারা। যদিও বন দফতরের তরফ থেকে জানা গিয়েছে ওই প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। (Representative Image)
এই ঘটনার কথা জানাজানি হতেই গঙ্গায় নেমে স্নানের ক্ষেত্রেও তৈরি হয়েছে ভয়। মৎস্যজীবীদের দাবি, দীর্ঘ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও, গঙ্গায় এমন অভিজ্ঞতার শিকার হননি তারা। যদিও বন দফতরের তরফ থেকে জানা গিয়েছে ওই প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। (Representative Image)
তবে প্রাণীটি ঘড়িয়াল না কুমির তা অবশ্য উদ্ধার হলেই বোঝা যাবে। এখন কত দিনে জলের এই আতঙ্ক কাটিয়ে, পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরে মৎস্যজীবীরা সহ গঙ্গাপারের মানুষজন এখন সেটাই দেখার। (Representative Image)
তবে প্রাণীটি ঘড়িয়াল না কুমির তা অবশ্য উদ্ধার হলেই বোঝা যাবে। এখন কত দিনে জলের এই আতঙ্ক কাটিয়ে, পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরে মৎস্যজীবীরা সহ গঙ্গাপারের মানুষজন এখন সেটাই দেখার। (Representative Image)