ভদ্রেশ্বরে প্রচার রচনার 

Lok Sabha Election 2024: নির্বাচনে জয়ের আত্মবিশ্বাসে কী ঘাটতি পড়ল! এ কী বলে বসলেন রচনা

হুগলি: দুই দিনের স্বস্তির পর আবার রোদ চড়ছে। আবারও অস্বস্তি বাড়বে গরমের। তাই ভোট প্রচারে মাথায় রোদ যাতে না লাগে হুড খোলা গাড়ির উপর ছাউনি দিয়ে ভোট প্রচার হুগলির তৃনমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে প্রচারে বেরিয়ে অন্য দিনের তুলনায় একটু কম কনফিডেন্সের সুর শোনা গেলো রচনার গলায়।

মঙ্গলবার চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার ৬, ৮, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুরুতে ভদ্রেশ্বর নাথ মন্দিরে পুজো দেন তিনি। সেখান থেকে শোভাযাত্রা সহকারে প্রচার শেষে ভদ্রেশ্বর বাবু ঘাটে সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে মিলিত হবে রচনা।

পুজো দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রচনা জানান, তিনি খুব যে আশা করে এসেছেন রাজনীতিতে এমনটা নয়। তিনি রাজনীতিতে যোগ দিতে এসেছেন শুধু মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য। তিনি আরও বলেন, যদি আমাকে মানুষ আশীর্বাদ করে তা হলে মানুষের পাশে থাকবো না করলেও পাশে থাকব দিদি নাম্বার ওয়ান এর মাধ্যমে। ভদ্রেশ্বরে প্রচারে তার এই বক্তব্য নতুন করে প্রশ্ন জাগিয়েছে রাজনৈতিক মহলে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রচনার এই মন্তব্যের মধ্যে কোথাও যেন একটু কনফিডেন্সের অভাব লক্ষ্য করা গেছে। অন্যান্য দিন নিজের জয় নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় যতটা কনফিডেন্স নিয়ে কথা বলতেন আজ কোথাও যেন তার একটু অভাব বোধ হচ্ছে। তবে উল্লেখ যোগ্য বিষয়, এই গরমের মধ্যেও দিদি নম্বর ওয়ানকে দেখার জন্য তার সঙ্গে হাত মেলানোর জন্য প্রথম দিনেও যেমন মানুষের ভিড় ছিল আজ ও সেই একই উৎসাহ রয়েছে মানুষের মনে। তবে সেই উৎসাহ কতটা ইভিএম মেশিনে প্রতিফলিত হবে সেই দিকে তাকিয়ে সমস্ত রাজনৈতিক মহল।

রাহী হালদার