WhatsApp Update: চ্যাটিংয়ের মজা হবে দ্বিগুণ! দুর্দান্ত কিছু ফিচার আনছে WhatsApp

প্রায় প্রতিদিন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ আসতে থাকে নতুন নতুন ফিচার। যার ফলে এটি ব্যবহার করার মজাও বাড়তে থাকে। বর্তমানে সংস্থার তরফে আকও একটি আপডেট আনা হয়েছে। যার ফলে ব্যবহারকারীদের হাতে চলে আসবে নয়া এক ক্ষমতা।
প্রায় প্রতিদিন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এ আসতে থাকে নতুন নতুন ফিচার। যার ফলে এটি ব্যবহার করার মজাও বাড়তে থাকে। বর্তমানে সংস্থার তরফে আকও একটি আপডেট আনা হয়েছে। যার ফলে ব্যবহারকারীদের হাতে চলে আসবে নয়া এক ক্ষমতা।
আসলে খুব শীঘ্রই একটি ফিচার আনতে চলেছে WhatsApp। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের জন্য আলাদা আলাদা থিমের ডিজাইন সিলেক্ট করতে পারবেন। এই বিষয়ে তথ্য শেয়ার করা হয়েছে WABetaInfo-তে। বলা হয়েছে যে, বর্তমানে নির্মাণের পর্যায়ে রয়েছে এই ফিচারটি। এমনকী বিটা টেস্টারদের জন্যও তা প্রস্তুত হয়নি। যদিও খুব শীঘ্রই আসন্ন আপডেটে তা চালু করা হবে।
আসলে খুব শীঘ্রই একটি ফিচার আনতে চলেছে WhatsApp। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের জন্য আলাদা আলাদা থিমের ডিজাইন সিলেক্ট করতে পারবেন। এই বিষয়ে তথ্য শেয়ার করা হয়েছে WABetaInfo-তে। বলা হয়েছে যে, বর্তমানে নির্মাণের পর্যায়ে রয়েছে এই ফিচারটি। এমনকী বিটা টেস্টারদের জন্যও তা প্রস্তুত হয়নি। যদিও খুব শীঘ্রই আসন্ন আপডেটে তা চালু করা হবে।
কিন্তু কী সুবিধা পাওয়া যাবে এই ফিচারের মাধ্যমে? আসলে এর মাধ্যমে থিম অপশনে থাকা চ্যাট বাবল এবং ওয়ালপেপারের জন্য ব্যবহারকারীরা নিজেদের প্রিয় রঙ বেছে নিয়ে নিজেদের চ্যাট ইন্টারফেস কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা।
কিন্তু কী সুবিধা পাওয়া যাবে এই ফিচারের মাধ্যমে? আসলে এর মাধ্যমে থিম অপশনে থাকা চ্যাট বাবল এবং ওয়ালপেপারের জন্য ব্যবহারকারীরা নিজেদের প্রিয় রঙ বেছে নিয়ে নিজেদের চ্যাট ইন্টারফেস কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা।
যদিও এই নতুন কাস্টমাইজেশন টুল আপাতত তৈরির পর্যায়েই রয়েছে। অফিসিয়াল রিলিজের আগে এই ফিচার উন্নত করার কাজ করতে চাইছে WhatsApp। যাতে ব্যবহারকারীরা ইন্টারফেস থেকে নিজেদের পছন্দসই থিম বেছে নিতে পারবেন। যার ফলে চ্যাটিংয়ের মজাও দ্বিগুণ হয়ে যাবে।
যদিও এই নতুন কাস্টমাইজেশন টুল আপাতত তৈরির পর্যায়েই রয়েছে। অফিসিয়াল রিলিজের আগে এই ফিচার উন্নত করার কাজ করতে চাইছে WhatsApp। যাতে ব্যবহারকারীরা ইন্টারফেস থেকে নিজেদের পছন্দসই থিম বেছে নিতে পারবেন। যার ফলে চ্যাটিংয়ের মজাও দ্বিগুণ হয়ে যাবে।
এই থিম ঠিক কেমন হবে, তা সঠিক ভাবে ব্যাখ্যা করার জন্য WB একটি স্ক্রিনশট ভাগ করে নিয়েছে। তাতে দেখা যাচ্ছে, নতুন ফিচারের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একাধিক ডিজাইন স্টাইলের সঙ্গে নতুন থিম নিয়ে কাজ করছে WhatsApp। যা পরবর্তী আপডেটে চালু করা হবে। আর এই আপডেটে দেখা যাচ্ছে যে, মোট ১১টি ডিফল্ট চ্যাট থিম ডিজাইন করছে WhatsApp। যার ফলে কালেকশন আরও বড় হবে। আর তা ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজ করা হবে।
এই থিম ঠিক কেমন হবে, তা সঠিক ভাবে ব্যাখ্যা করার জন্য WB একটি স্ক্রিনশট ভাগ করে নিয়েছে। তাতে দেখা যাচ্ছে, নতুন ফিচারের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একাধিক ডিজাইন স্টাইলের সঙ্গে নতুন থিম নিয়ে কাজ করছে WhatsApp। যা পরবর্তী আপডেটে চালু করা হবে। আর এই আপডেটে দেখা যাচ্ছে যে, মোট ১১টি ডিফল্ট চ্যাট থিম ডিজাইন করছে WhatsApp। যার ফলে কালেকশন আরও বড় হবে। আর তা ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজ করা হবে।
ব্যবহারকারীরা যখন কোনও থিম সিলেক্ট করেন, তখন বাছাই করা স্টাইল অনুযায়ী ওয়ালপেপার এবং চ্যাট বাবলের রঙ অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। বলা হচ্ছে যে, ব্যবহারকারীদের জন্য সেটিংসে থিম কাস্টমাইজ করার জন্য একটি আলাদা বিকল্প পাবেন ব্যবহারকারীরা। যেখান থেকে ভবিষ্যতে তাঁরা এই নয়া ফিচার ব্যবহার করতে পারবেন।
ব্যবহারকারীরা যখন কোনও থিম সিলেক্ট করেন, তখন বাছাই করা স্টাইল অনুযায়ী ওয়ালপেপার এবং চ্যাট বাবলের রঙ অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। বলা হচ্ছে যে, ব্যবহারকারীদের জন্য সেটিংসে থিম কাস্টমাইজ করার জন্য একটি আলাদা বিকল্প পাবেন ব্যবহারকারীরা। যেখান থেকে ভবিষ্যতে তাঁরা এই নয়া ফিচার ব্যবহার করতে পারবেন।