Heat Wave

Siliguri: জারি হিট ওয়েভের সতর্কবার্তা, শিক্ষামন্ত্রীর কাছে স্কুলের টাইম এগোনোর আর্জি শিলিগুড়ির বিজেপি বিধায়কের

শিলিগুড়ি: রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন‌ শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।‌ আবহাওয়া দফতরের তরফে রাজ্যের বেশ কিছু জায়গায় হিট ওয়েভ পরিস্থিতির সতর্কবার্তা দেওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গের স্কুলগুলিতে যাতে পুজোর আগে মর্নিং ক্লাসের ব্যবস্থা করা হয়, তার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানিয়েছেন শঙ্কর ঘোষ।

প্রচণ্ড গরমে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে, সেই কারণেই ব্রাত্য বসুর কাছে চিঠি লিখে স্কুলের সময় পরিবর্তন করার আর্জি জানিয়েছেন শঙ্কর ঘোষ। সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ক্লাস নেওয়ার আবেদন জানিয়েছেন। পড়ুয়াদের কথা ভেবে‌ এই বিষয়ে শিক্ষামন্ত্রী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করেন, চিঠিতে সেই আবেদন জানিয়েছেন শঙ্কর ঘোষ।

আরও পড়ুন:‘নিখোঁজ’ শরত্‍, অকাল গ্রীষ্মে দরদরিয়ে ঘামছে উত্তরের একাধিক জেলা! কবে থেকে বদল আবহাওয়ায়? জানুন আপডেট

আরও পড়ুন:টুপি-সোয়েটার উধাও… এ কী হল! দার্জিলিংয়েও ঘামছেন পর্যটকেরা, এর শেষ কবে?

উল্লেখ্য, শরৎকালে হাঁসফাঁস করা গরম পাহাড়ে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়ে। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, সিকিমেও একই পরিস্থিতি। চাহিদা বাড়ছে ফ্যান এবং বাতানুকূল যন্ত্রের। গত কয়েক দিন ধরে পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। সোমবার তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতর বলছে, ক্রমশ উষ্ণতা বাড়ছে পাহাড়ে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি— কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি তো কোথাও ৩৯ ডিগ্রি সেলসিয়াস।