রেডিও কাকা 

East Bardhaman News: মহালয়া এলেই কদর বাড়ে পূর্ব বর্ধমানের এই রেডিও কাকার 

পূর্ব বর্ধমান :  মহালয়া এগিয়ে এলেই কদর বাড়ে কাটোয়ার রেডিও কাকার। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে রয়েছে কাটোয়া রেডিও নামে একটি ইলেকট্রনিক্স এর দোকান। পল্লব কুমার মণ্ডল নামের এক ব্যক্তি আনুমানিক ৬০ বছর আগে এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন। আর এই দোকানেই একটানা ৪০ বছর ধরে রেডিও সারিয়ে আসছেন সুরাত আলি শেখ। সুরাত আলি রেডিওর অভিজ্ঞ ডাক্তার। সকলেই তাঁকে ‘রেডিও কাকা’ নামেই চেনেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তিনি আজও রেডিও সারান। সেরকমই মহালয়া এগিয়ে আসতেই কদর বেড়েছে রেডিও কাকার। জমা পড়েছে বেশ কিছু রেডিও। মহালয়ার আগে তড়িঘড়ি চলছে সেই রেডিও সারিয়ে তোলার কাজ। সুরাত আলি রেডিওর সেকাল একাল দেখেছেন। তাঁর কাছে জমা রয়েছে পুরানো বহু স্মৃতি।

রেডিও কাকার কথায় সেইসময় রেডিওর আলাদা কদর ছিল। এবং মহালয়ার আগে সেইসময় তাঁর কাছে জমা পড়ত শতাধিক রেডিও। এই বিষয়ে সুরাত আলি বলেন, “আগে এই দোকানে চার পাঁচজন কাজ করত। সারারাত জেগে রেডিও সারানোর কাজ চলতো। ঘুম হতনা ঠিক করে। মহালয়ার একমাস আগে থেকে রেডিও নেওয়া বন্ধ করে দিতাম। এখন আর সেই দিন নেই। তবে বেশ কিছু রেডিও এসেছে সেগুলোই সারাচ্ছি এখন।”

আরও পড়ুন : মহিলা ঢাকির দল! নাম ডাক ভিন রাজ্যেও কম নয়, দেখুন

রেডিওর জুড়ি মেলা ভার। এর প্রতি আলাদা আবেগ রয়েছে বাঙালীর, রয়েছে এক অনন্য অনুভূতি। সারাবছর ঘরের এক কোণে অযত্নে রেডিও পরে থাকলেও কদর বাড়ে মহালয়ার দিনে। বর্তমানে অনলাইন মাধ্যমে মোবাইলে মহালয়া শোনা গেলেও। রেডিওতে মহালয়া শোনার এক আলাদা অনুভূতি রয়েছে। সেরকমই ইন্টারনেটের যুগেও রেডিও কাকার কাছে জমা পড়েছে বেশ কিছু রেডিও। পুরানো দিনের রেডিও থেকে শুরু করে আধুনিক রেডিও সবই অনায়াসে সারিয়ে ফেলেন রেডিও কাকা। আজও তাঁর কাছে রেডিও সারাতে আসেন দূর দূরান্তের বহু মানুষ। পূর্বস্থলী থেকে রেডিও সারাতে এসে শুভঙ্কর হাজরা বলেন, ” আমি রেডিও শুনতে ভালোবাসি ছোট থেকেই। মহালয়া শুনবো বলে আরও এই রেডিও টা সারাতে এসেছি।”

আরও পড়ুন : সপ্তম শ্রেণীর পড়ুয়া নিজের হাতে তৈরি করল নজর কাড়া দুর্গা প্রতিমা

বয়স বেড়েছে রেডিও কাকার। কিন্তু আধুনিকতার যুগেও তাঁর পেশা বদলায়নি। দীর্ঘ ৪০ বছর ধরে যুক্ত রয়েছেন একই পেশার সঙ্গে। কাটোয়া শহরের কাটোয়া রেডিও দোকানে আজও তিনি রেডিও সারান। রেডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে রেডিও কাকার আবেগ। বছরের শুধুমাত্র এইসময় এখনও কদর বাড়ে সুরাত আলি তথা রেডিও কাকার।

বনোয়ারীলাল চৌধুরী