মুরগির রয়েছে অনেক চারিত্রিক গুণ, যা রপ্ত করলে আমাদেরই লাভ। কী সেগুলো, চাণক্যের নীতি শুনে নিন।

Heathy Habits to Learn from Hens: সাফল্য আপনার পায়ে চুমু খাবে! শুধু রপ্ত করুন মুরগির এই গুণগুলো, বদলে যাবে জীবন

সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। সেই তালিকায় বাদ নেই জীবজন্তুরাও। মুরগির এই গুণগুলি রপ্ত করলেই রাতারাতি সাফল্য আসবে, বলেছেন চাণক্য।
সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। সেই তালিকায় বাদ নেই জীবজন্তুরাও। মুরগির এই গুণগুলি রপ্ত করলেই রাতারাতি সাফল্য আসবে, বলেছেন চাণক্য।
মুরগি না মোরগের ডাকেই ভোর হয়। গ্রামাঞ্চলে এবং শহরে মোরগ বা মুরগির দেখা মেলেই। লক্ষ্য করুন ওদের, যদি শিখতে চান, বদলে যাবে জীবন।
মুরগি না মোরগের ডাকেই ভোর হয়। গ্রামাঞ্চলে এবং শহরে মোরগ বা মুরগির দেখা মেলেই। লক্ষ্য করুন ওদের, যদি শিখতে চান, বদলে যাবে জীবন।
মুরগির মাংস আর ডিম অনেকেরই প্রিয় খাবার। এগুলোর পুষ্টিগুণও রয়েছে।তবে মুরগির রয়েছে অনেক চারিত্রিক গুণ, যা রপ্ত করলে আমাদেরই লাভ। কী সেগুলো, চাণক্যের নীতি শুনে নিন।
মুরগির মাংস আর ডিম অনেকেরই প্রিয় খাবার। এগুলোর পুষ্টিগুণও রয়েছে। তবে মুরগির রয়েছে অনেক চারিত্রিক গুণ, যা রপ্ত করলে আমাদেরই লাভ। কী সেগুলো, চাণক্যের নীতি শুনে নিন।
মুরগিরা অনেক সকালে ঘুম থেকে ওঠে। আপনিও যদি ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করেন, তাহলে মুক্তি পাবেন বহু অসুখ থেকে। দিনে কাজের সময়ও বেশি পাবেন, তাতে আপনারই লাভ।
মুরগিরা অনেক সকালে ঘুম থেকে ওঠে। আপনিও যদি ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করেন, তাহলে মুক্তি পাবেন বহু অসুখ থেকে। দিনে কাজের সময়ও বেশি পাবেন, তাতে আপনারই লাভ।
মুরগিরা সব সময় মিলেমিশে থাকে। চাণক্যের মতে এই গুণ রপ্ত করা উচিত। এতে ঐক্য বাড়ে।
মুরগিরা সব সময় মিলেমিশে থাকে। চাণক্যের মতে এই গুণ রপ্ত করা উচিত। এতে ঐক্য বাড়ে।
মুরগিরা নিজেদের লড়াই নিজেরা লড়ে। আমরাও যদি নিজেদের লড়াই নিজেরা বুঝে মিটিয়ে নিই তবে সাফল্য আসবেই। 

মুরগিরা কারও উপর নির্ভরশীল নয়। আপনিও যদি আত্মনির্ভর হন, তবে সাফল্য আসবেই। পরমুখাপেক্ষী হলে সাফল্য আপনাকে ছোঁবে না।
মুরগিরা নিজেদের লড়াই নিজেরা লড়ে। আমরাও যদি নিজেদের লড়াই নিজেরা বুঝে মিটিয়ে নিই তবে সাফল্য আসবেই। মুরগিরা কারও উপর নির্ভরশীল নয়। আপনিও যদি আত্মনির্ভর হন, তবে সাফল্য আসবেই। পরমুখাপেক্ষী হলে সাফল্য আপনাকে ছোঁবে না।