Tag Archives: WhatsApp Chat

হাসি হোক বা কান্না, WhatsApp-এ রিপ্লাই করা এবার হবে আরও মজাদার! কী আসছে নতুন ফিচার?

WhatsApp শীঘ্রই একটি নতুন বৈশিষ্ট্য চালু করবে, যা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা ছবি এবং ভিডিওগুলিতে প্রতিক্রিয়া জানাতে দেবে। এই নতুন বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে।
WhatsApp শীঘ্রই একটি নতুন বৈশিষ্ট্য চালু করবে, যা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা ছবি এবং ভিডিওগুলিতে প্রতিক্রিয়া জানাতে দেবে। এই নতুন বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে।
এই মুহুর্তে, কথোপকথনের সময় একটি ইমেজ বা ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর একমাত্র উপায় হল এটিকে ডানদিকে সোয়াইপ করা বা এটিতে দীর্ঘক্ষণ ক্লিক করা এবং প্রতিক্রিয়া বেছে নেওয়া। এখন, নতুন বৈশিষ্ট্যের সঙ্গে কথোপকথনের সময় কোনও মিডিয়া ফাইল দেখার সময় একটি ‘Reply’ অপশন উপস্থিত হবে এবং ব্যবহারকারীরা সহজেই ফাইল থেকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারবেন।
এই মুহুর্তে, কথোপকথনের সময় একটি ইমেজ বা ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর একমাত্র উপায় হল এটিকে ডানদিকে সোয়াইপ করা বা এটিতে দীর্ঘক্ষণ ক্লিক করা এবং প্রতিক্রিয়া বেছে নেওয়া। এখন, নতুন বৈশিষ্ট্যের সঙ্গে কথোপকথনের সময় কোনও মিডিয়া ফাইল দেখার সময় একটি ‘Reply’ অপশন উপস্থিত হবে এবং ব্যবহারকারীরা সহজেই ফাইল থেকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারবেন।
WaBetaInfo অনুসারে, এই বৈশিষ্ট্যটি বর্তমানে বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ যাঁরা Android ২.২৩.২০.২০-এর জন্য সাম্প্রতিকতম WhatsApp বিটা সংস্করণ ডাউনলোড করেছেন।
WaBetaInfo অনুসারে, এই বৈশিষ্ট্যটি বর্তমানে বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ যাঁরা Android ২.২৩.২০.২০-এর জন্য সাম্প্রতিকতম WhatsApp বিটা সংস্করণ ডাউনলোড করেছেন।
আসন্ন ফিচারের তিনটি প্রধান সুবিধা হল -১) এটি ব্যবহারকারীদের বর্তমান স্ক্রিন না রেখেই ছবি বা ভিডিওতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে দেয়।
আসন্ন ফিচারের তিনটি প্রধান সুবিধা হল –
১) এটি ব্যবহারকারীদের বর্তমান স্ক্রিন না রেখেই ছবি বা ভিডিওতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে দেয়।
২) কথোপকথন চালিয়ে যাওয়া এবং শেয়ার করা কনটেন্টের বিষয়বস্তু যেন হারিয়ে না যায় সুনিশ্চিত করে।৩) এটি একটি মিডিয়া ফাইল দেখার সময় অপ্রয়োজনীয় বাধা দূর করবে।
২) কথোপকথন চালিয়ে যাওয়া এবং শেয়ার করা কনটেন্টের বিষয়বস্তু যেন হারিয়ে না যায় সুনিশ্চিত করে।
৩) এটি একটি মিডিয়া ফাইল দেখার সময় অপ্রয়োজনীয় বাধা দূর করবে।
আসন্ন বৈশিষ্ট্যের WaBetaInfo দ্বারা শেয়ার করা একটি স্ক্রিনশট অনুসারে, কথোপকথনের সময়, একটি ছবি দেখার সময় সরাসরি মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য একটি নতুন ‘Reply’ অপশন প্রদর্শিত হবে।
আসন্ন বৈশিষ্ট্যের WaBetaInfo দ্বারা শেয়ার করা একটি স্ক্রিনশট অনুসারে, কথোপকথনের সময়, একটি ছবি দেখার সময় সরাসরি মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য একটি নতুন ‘Reply’ অপশন প্রদর্শিত হবে।
যদি ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ইমোজির সঙ্গে প্রতিক্রিয়া জানাতে চান তাহলে তাঁরা কেবল ‘Reply’ বারের ডান পাশে থাকা বৃত্তাকার ইমোটিকন আইকনে ক্লিক করতে পারেন এবং নিজেদের পছন্দের ইমোটিকনটি বেছে নিতে পারেন।
যদি ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ইমোজির সঙ্গে প্রতিক্রিয়া জানাতে চান তাহলে তাঁরা কেবল ‘Reply’ বারের ডান পাশে থাকা বৃত্তাকার ইমোটিকন আইকনে ক্লিক করতে পারেন এবং নিজেদের পছন্দের ইমোটিকনটি বেছে নিতে পারেন।
WhatsApp-এর নতুন আপডেট -WhatsApp ডেভেলপাররা সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাপে অনেক নতুন ফিচার যোগ করেছেন। এর মধ্যে রয়েছে প্রতি চ্যাটে ৩টি পর্যন্ত বার্তা পিন করার বিকল্প, iPhone ব্যবহারকারীদের জন্য পাসকি সমর্থন এবং কথোপকথনে গুরুত্বপূর্ণ বার্তাগুলি খোঁজার জন্য চ্যাট ফিল্টার।
WhatsApp-এর নতুন আপডেট –
WhatsApp ডেভেলপাররা সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাপে অনেক নতুন ফিচার যোগ করেছেন। এর মধ্যে রয়েছে প্রতি চ্যাটে ৩টি পর্যন্ত বার্তা পিন করার বিকল্প, iPhone ব্যবহারকারীদের জন্য পাসকি সমর্থন এবং কথোপকথনে গুরুত্বপূর্ণ বার্তাগুলি খোঁজার জন্য চ্যাট ফিল্টার।
এই বছরের জানুয়ারির শুরুতে, WhatsApp অ্যাপল ব্যবহারকারীদের জন্য একটি নতুন থিম বৈশিষ্ট্য বিকাশে কাজ করছে বলে জানা গিয়েছে। আপডেটটি সমস্ত ব্যবহারকারীকে সবুজ, সাদা, নীল, কোরাল এবং বেগুনি-সহ পাঁচটি ভিন্ন রঙের মধ্যে থেকে অ্যাপের জন্য তাঁদের পছন্দের একটি ডিফল্ট থিম রঙ সিলেক্ট করতে দেয়।
এই বছরের জানুয়ারির শুরুতে, WhatsApp অ্যাপল ব্যবহারকারীদের জন্য একটি নতুন থিম বৈশিষ্ট্য বিকাশে কাজ করছে বলে জানা গিয়েছে। আপডেটটি সমস্ত ব্যবহারকারীকে সবুজ, সাদা, নীল, কোরাল এবং বেগুনি-সহ পাঁচটি ভিন্ন রঙের মধ্যে থেকে অ্যাপের জন্য তাঁদের পছন্দের একটি ডিফল্ট থিম রঙ সিলেক্ট করতে দেয়।

Android Users: লিঙ্কড ডিভাইসেও Whatsapp চ্যাট লক করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজাররা! আছে আরও একগুচ্ছ সুবিধা

ইউজারদের জন্য লকড চ্যাট ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে ওয়েব ভার্সনের জন্য। তবে স্মার্টফোনেও এটা ব্যবহার করা যাবে। আপাতত যে সব ইউজাররা আরেকটি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছেন অ্যান্ড্রয়েড বিটা অবতারে এই ফিচার ব্যবহার করতে পারছেন।

চ্যাট লক করার এই ফিচার আনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মেটা। খুব শীঘ্রই এই ফিচার সবাই ব্যবহার করতে পারবেন। এতে ডিভাইস বায়োমেট্রিক্সের উপর বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে। অন্য কেউ চ্যাটের অ্যাক্সেস পাবে না। নতুন অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো লিঙ্ক করা ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। মূল ডিভাইসেও সেগুলো লক করা থাকে।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ইউরিক অ‍্যাসিডের মহাশত্রু! খালি পেটে এই বীজের এক গ্লাস জল খেলেই কেল্লাফতে

লিঙ্ক করা ডিভাইসে হোয়াটসঅ্যাপ চ্যাট লক কীভাবে কাজ করে: বিটার নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ 2.24.11.9-এ এখনও পর্যন্ত নির্বাচিত ব্যবহারকারী এই ফিচার পরীক্ষা করে দেখছেন। পরীক্ষিত ফিচারের স্ক্রিনশট চলতি সপ্তাহে শেয়ার করেছে Wabetainfo। স্ক্রিনশটে খুব স্পষ্টভাবে লিঙ্কড ডিভাইসের হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপরের দিকে লকড চ্যাট ফোল্ডারটি দেখা যাচ্ছে।

নতুন এই ফিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, বর্তমান চ্যাট লক পিন লিঙ্কড ডিভাইসে কাজ করবে না। এর জন্য ইউজারকে মূল ডিভাইসের সেটিংসে গিয়ে সিক্রেট কোড তৈরি করতে হবে। টিপস্টাররা জানাচ্ছে, “সিক্রেট কোড কনফিগার করলে সুরক্ষিত কথোপকথনগুলি লিঙ্ক করা ডিভাইসের চ্যাট লিস্ট থেকে অদৃশ্য হয়ে যাবে।“

বিটা ভার্সনেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিভাইসে সেট আপ করা সিক্রেট কোড সমস্ত লিঙ্ক করা ডিভাইসে সিঙ্ক করা যেতে পারে, যাতে ইউজারকে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে সেট আপ করতে না হয়।

আরও পড়ুন: বলুন তো কোন ‘ফল’ নিয়ে প্লেনে ওঠা যায় না! ধারালো অস্ত্র নয়, তাও কেন বারণ? ৯৯% লোকজনই জানেন না

হোয়াটসঅ্যাপে লক করা চ্যাট শুধুমাত্র ইউজারের ফোনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই ইউজার যদি একটি ব্রাউজারে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করেন, তাহলে লক করা চ্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে দৃশ্যমান হত। এখন এই ফিচার এলে সেই সমস্যা আর থাকবে না। ইউজাররা তাঁদের ডিভাইস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবেন। ডেটা প্রকাশ হওয়ার ভয় থাকবে না।

WhatsApp Shutting Down In India: ভারতে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ? দিল্লি হাইকোর্টে বড় সতর্কতা দিল সংস্থা, কেন এই বিশাল সিদ্ধান্ত

তা হলে কি সত্যিই ভারতে পরিষেবা বন্ধ করে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ? এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিল্লি হাইকোর্টে হওয়া একটি মামলায় এই কথা জানিয়েছে এই সংস্থার মালিক সংস্থা মেটা! কিন্তু কেন এই পরিস্থিত তৈরি হতে চলেছে ভারতে?
তা হলে কি সত্যিই ভারতে পরিষেবা বন্ধ করে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ? এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিল্লি হাইকোর্টে হওয়া একটি মামলায় এই কথা জানিয়েছে এই সংস্থার মালিক সংস্থা মেটা! কিন্তু কেন এই পরিস্থিত তৈরি হতে চলেছে ভারতে?
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ কিছু বিষয় আছে৷ সেগুলির ভিত্তিতে বলা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে এই সমস্ত মেসেজিং অ্যাপের চ্যাটের তথ্যের নাগাল কখনও কখনও পেতে হয় সংস্থাকে৷ কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকায় সেটি সম্ভব হয় না৷
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ কিছু বিষয় আছে৷ সেগুলির ভিত্তিতে বলা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে এই সমস্ত মেসেজিং অ্যাপের চ্যাটের তথ্যের নাগাল কখনও কখনও পেতে হয় সংস্থাকে৷ কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকায় সেটি সম্ভব হয় না৷
আদালতে সেই কারণে এই সমস্ত মেসেজিং অ্যাপের এনক্রিপশন বাতিল করা নিয়ে কথা ওঠে৷ আদালতের তরফ থেকে সেই নিয়ে হোয়াটসঅ্যাপের মতামত জানতে চাওয়া হয়৷ মেটি সংস্থার মালিকানাধীন এই সংস্থার আইনজীবী তখন আদালতে বিস্ফোরক দাবি করেন৷
আদালতে সেই কারণে এই সমস্ত মেসেজিং অ্যাপের এনক্রিপশন বাতিল করা নিয়ে কথা ওঠে৷ আদালতের তরফ থেকে সেই নিয়ে হোয়াটসঅ্যাপের মতামত জানতে চাওয়া হয়৷ মেটি সংস্থার মালিকানাধীন এই সংস্থার আইনজীবী তখন আদালতে বিস্ফোরক দাবি করেন৷
তিনি বলেন, ভারতে যদি কোনও কারণে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করতে হয়, তা হলে ভারত থেকে তাদের পরিষেবা গুটিয়ে নিয়ে বাধ্য হবে সংস্থা৷ আর সেই কারণেই ভারত ছাড়তে হবে সংস্থাকে৷
তিনি বলেন, ভারতে যদি কোনও কারণে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করতে হয়, তা হলে ভারত থেকে তাদের পরিষেবা গুটিয়ে নিয়ে বাধ্য হবে সংস্থা৷ আর সেই কারণেই ভারত ছাড়তে হবে সংস্থাকে৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কলিং, ভিডিও কলিং ও চ্যাট দুই দিকের নিরাপত্তার বেষ্টনীতে আবধ্য৷ এ ছাড়া একটি পেমেন্ট অপশনও আনা হয়েছে৷ সেই কারণে, এখন নিরাপত্তার দিকে নজর রাখতে চায় সংস্থা৷ সেই কারণে এই নিরাপত্তার ফিচার বাদ দিতে পারবে না সংস্থা৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কলিং, ভিডিও কলিং ও চ্যাট দুই দিকের নিরাপত্তার বেষ্টনীতে আবধ্য৷ এ ছাড়া একটি পেমেন্ট অপশনও আনা হয়েছে৷ সেই কারণে, এখন নিরাপত্তার দিকে নজর রাখতে চায় সংস্থা৷ সেই কারণে এই নিরাপত্তার ফিচার বাদ দিতে পারবে না সংস্থা৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে,  পৃথিবীর অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপের নিরাপত্তার কারণেই এটিকে ব্যবহার করেন৷ ভারতে মোট ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন এই অ্যাপের৷  সারা পৃথিবীতে প্রায় ১৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছেন৷ সব কিছুতেই এই নিরাপত্তার ফিচার রাখতে চায় সংস্থা৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, পৃথিবীর অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপের নিরাপত্তার কারণেই এটিকে ব্যবহার করেন৷ ভারতে মোট ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন এই অ্যাপের৷ সারা পৃথিবীতে প্রায় ১৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছেন৷ সব কিছুতেই এই নিরাপত্তার ফিচার রাখতে চায় সংস্থা৷

WhatsApp Feature Change: পুরো ওলটপালট! চেহারা বদলে গেল WhatsApp-এর, কী ধরনের বিশেষ সুবিধা পাবেন দেখুন

WhatsApp Feature Change: *WhatsApp সম্প্রতি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির জন্য একটি নতুন আপডেট রোল আউট করেছে, যা উপরের নেভিগেশন বারটিকে পুনরায় ডিজাইন করা নিচের নেভিগেশন বারের সঙ্গে প্রতিস্থাপন করেছে।
WhatsApp Feature Change: *WhatsApp সম্প্রতি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির জন্য একটি নতুন আপডেট রোল আউট করেছে, যা উপরের নেভিগেশন বারটিকে পুনরায় ডিজাইন করা নিচের নেভিগেশন বারের সঙ্গে প্রতিস্থাপন করেছে।
WhatsApp Feature Change: *এটি অ্যাপের ইন্টারফেসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন, অ্যাপের মধ্যে ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং অ্যাক্সেসযোগ্যতা উন্নত করাই এর লক্ষ্য। মেটা-মালিকানাধীন মেসেজিং অ্যাপ ঘোষণা করেছে যে এটি স্ক্রিনের উপরে, নিচে অবস্থিত চারটি নেভিগেশন ট্যাব (গ্রুপ, চ্যাট, স্টেটাস এবং কল) প্রতিস্থাপন করেছে।
WhatsApp Feature Change: *এটি অ্যাপের ইন্টারফেসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন, অ্যাপের মধ্যে ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং অ্যাক্সেসযোগ্যতা উন্নত করাই এর লক্ষ্য। মেটা-মালিকানাধীন মেসেজিং অ্যাপ ঘোষণা করেছে যে এটি স্ক্রিনের উপরে, নিচে অবস্থিত চারটি নেভিগেশন ট্যাব (গ্রুপ, চ্যাট, স্টেটাস এবং কল) প্রতিস্থাপন করেছে।
WhatsApp Feature Change: *এই নতুন আপডেটটি বিগত কয়েক মাস ধরে অ্যাপটির বিটা সংস্করণে সক্ষম করা হয়েছিল এবং এখন, এটি সমস্ত অ্যান্ড্রয়েড WhatsApp ব্যবহারকারীদের জন্য সক্ষম করা হয়েছে। আপডেট করা ডিজাইন ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র এক হাতে স্মার্টফোন ব্যবহার করার সময় ট্যাবগুলির মধ্যে স্যুইচ করা সহজ করে তোলে।
WhatsApp Feature Change: *এই নতুন আপডেটটি বিগত কয়েক মাস ধরে অ্যাপটির বিটা সংস্করণে সক্ষম করা হয়েছিল এবং এখন, এটি সমস্ত অ্যান্ড্রয়েড WhatsApp ব্যবহারকারীদের জন্য সক্ষম করা হয়েছে। আপডেট করা ডিজাইন ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র এক হাতে স্মার্টফোন ব্যবহার করার সময় ট্যাবগুলির মধ্যে স্যুইচ করা সহজ করে তোলে।
WhatsApp Feature Change: *মূল পরিবর্তনগুলির মধ্যে একটি হল বিভাগগুলির পুনঃনামকরণ, স্টেটাসকে এখন 'আপডেট' হিসাবে পুনঃনামকরণ করা হয়েছে৷ তা ছাড়াও, চারটি বিভাগই এখন স্বতন্ত্র আইকনগুলির সঙ্গে উপস্থিত রয়েছে৷ অ্যাপটি একটি রঙ পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, যা পরিচিত সবুজ থেকে একটি মিনিমালিস্ট সাদাতে আপডেট হয়েছে, ইন্টারফেসে একটি আধুনিক এবং উন্নত চেহারা প্রদান করেছে।
WhatsApp Feature Change: *মূল পরিবর্তনগুলির মধ্যে একটি হল বিভাগগুলির পুনঃনামকরণ, স্টেটাসকে এখন ‘আপডেট’ হিসাবে পুনঃনামকরণ করা হয়েছে৷ তা ছাড়াও, চারটি বিভাগই এখন স্বতন্ত্র আইকনগুলির সঙ্গে উপস্থিত রয়েছে৷ অ্যাপটি একটি রঙ পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, যা পরিচিত সবুজ থেকে একটি মিনিমালিস্ট সাদাতে আপডেট হয়েছে, ইন্টারফেসে একটি আধুনিক এবং উন্নত চেহারা প্রদান করেছে।
WhatsApp Feature Change: *WhatsApp অ্যান্ড্রয়েডে নতুন নিচের নেভিগেশন বারের রোলআউট ঘোষণা করে এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছে। এটি ক্যাপশনে লিখেছে, "Android বন্ধুরা, আপনাদের যা প্রয়োজন তা অ্যাক্সেস করা সহজ করতে আমরা কিছু জিনিস আশেপাশে সরিয়ে নিয়েছি, এবং যখন আপনার প্রয়োজন হবে, তখন আপনারা নতুন নেভিগেশন সরঞ্জামগুলির সঙ্গে দেখা করুন- আপনার বুড়ো আঙুলের কাছাকাছি এবং চোখের উপরে যা আরও সহজ।"
WhatsApp Feature Change: *WhatsApp অ্যান্ড্রয়েডে নতুন নিচের নেভিগেশন বারের রোলআউট ঘোষণা করে এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছে। এটি ক্যাপশনে লিখেছে, “Android বন্ধুরা, আপনাদের যা প্রয়োজন তা অ্যাক্সেস করা সহজ করতে আমরা কিছু জিনিস আশেপাশে সরিয়ে নিয়েছি, এবং যখন আপনার প্রয়োজন হবে, তখন আপনারা নতুন নেভিগেশন সরঞ্জামগুলির সঙ্গে দেখা করুন- আপনার বুড়ো আঙুলের কাছাকাছি এবং চোখের উপরে যা আরও সহজ।”
WhatsApp Feature Change: *Android-এর জন্য WhatsApp-এ নিচের নেভিগেশন বারের প্রবর্তন হল সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি, যা ক্রমাগত উন্নতি এবং ব্যবহারকারী-কেন্দ্রিক ডিজাইনের প্রতি WhatsApp-এর প্রতিশ্রুতি প্রতিফলিত করে৷ নিচের নেভিগেশন ট্যাবগুলি ছাড়াও, WhatsApp আরও বেশি ফিচার ডেভেলপে ব্যস্ত যা ভবিষ্যতে আরও উপভোগ্য এবং সুবিন্যস্ত ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করতে পারে।
WhatsApp Feature Change: *Android-এর জন্য WhatsApp-এ নিচের নেভিগেশন বারের প্রবর্তন হল সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি, যা ক্রমাগত উন্নতি এবং ব্যবহারকারী-কেন্দ্রিক ডিজাইনের প্রতি WhatsApp-এর প্রতিশ্রুতি প্রতিফলিত করে৷ নিচের নেভিগেশন ট্যাবগুলি ছাড়াও, WhatsApp আরও বেশি ফিচার ডেভেলপে ব্যস্ত যা ভবিষ্যতে আরও উপভোগ্য এবং সুবিন্যস্ত ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করতে পারে।
WhatsApp Feature Change: *প্রতিবেদনে বলা হয়েছে, WhatsApp মেসেজিং পরিষেবা ভারতে NPCI-এর ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করে অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক অর্থপ্রদান করার ক্ষমতা বিকাশের জন্য কাজ করছে। এর পাশাপাশি, মেসেজিং পরিষেবাটি অ্যাপটিতে নতুন এআই-চালিত বৈশিষ্ট্য যুক্ত করার জন্যও উন্মুখ যা ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্টিকার তৈরি করার জন্য টেক্সট প্রম্পট প্রদান করতে দেবে।
WhatsApp Feature Change: *প্রতিবেদনে বলা হয়েছে, WhatsApp মেসেজিং পরিষেবা ভারতে NPCI-এর ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করে অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক অর্থপ্রদান করার ক্ষমতা বিকাশের জন্য কাজ করছে। এর পাশাপাশি, মেসেজিং পরিষেবাটি অ্যাপটিতে নতুন এআই-চালিত বৈশিষ্ট্য যুক্ত করার জন্যও উন্মুখ যা ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্টিকার তৈরি করার জন্য টেক্সট প্রম্পট প্রদান করতে দেবে।
WhatsApp Feature Change: *একইভাবে, WhatsApp সম্প্রতি এআই-চালিত ইমেজ এডিটিং টুলের পাশাপাশি একটি ফিচার তৈরি করতে দেখা গিয়েছে, যা ব্যবহারকারীদের WhatsApp-এ সার্চ বার ব্যবহার করে মেটা-এআই প্রশ্ন জিজ্ঞাসা করতে দেয়। এই বৈশিষ্ট্যগুলি যদিও এখনও WhatsApp ব্যবহারকারীদের বিটা এবং স্থিতিশীল উভয় সংস্করণে চালু করা হয়নি।
WhatsApp Feature Change: *একইভাবে, WhatsApp সম্প্রতি এআই-চালিত ইমেজ এডিটিং টুলের পাশাপাশি একটি ফিচার তৈরি করতে দেখা গিয়েছে, যা ব্যবহারকারীদের WhatsApp-এ সার্চ বার ব্যবহার করে মেটা-এআই প্রশ্ন জিজ্ঞাসা করতে দেয়। এই বৈশিষ্ট্যগুলি যদিও এখনও WhatsApp ব্যবহারকারীদের বিটা এবং স্থিতিশীল উভয় সংস্করণে চালু করা হয়নি।

Viksit Bharat Messages Over WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে ‘বিকশিত ভারত’-এর মেসেজ, বন্ধের নির্দেশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সকালে উঠেই ফোনে ফুটে উঠছে মেসেজ৷ আর তাতে রয়েছে বিকশিত ভারতের প্রচার, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা৷ আর ভোটের মুখে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো এই মেসেজ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে৷ আর সেই বিতর্কের মাঝেই মেসেজটি পাঠানোর বিষয়ে বিশেষ নির্দেশনামা দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷

কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দিচ্ছে, এখনই যেন বিকশিত ভারত সম্পর্কিত মেসেজটি হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো বন্ধ করা হয়৷ এই নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছে৷ কমিশন সূত্রে খবর, বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে, সরকারি উদ্যোগে সরকারের প্রচারের জন্য এই মেসেজ সাধারণ নির্বাচন ঘোষণার পরেও পাঠানো হচ্ছে৷ নির্বাচনী আচরণ বিধিকে যা লঙ্ঘন করছে৷

১৬ মার্চ নির্বাচন ঘোষণার পরেও দেশে ও বিদেশে অবস্থিত ভারতীয়রা সপ্তাহ শেষ জুড়ে ‘বিকশিত ভারত সম্পর্ক’-নামে একটি মেসেজে পেয়েছেন৷ হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থেকে এই মেসেজ পাঠানো হচ্ছে৷ সেখানে একাধিক সরকারি প্রকল্প নিয়ে মোদির নামাঙ্কিত একটি চিঠিতে বিভিন্ন মতামত চাওয়া হয়েছে৷ সেখানে আর্টিকেল ৩৭০, তিন তালাক-সহ একাধিক ইস্যু রয়েছে৷

এই মেসেজের প্রেক্ষিতেই বিরোধী দলগুলির তরফ থেকে বলা হয়েছে, এই ধরনের মেসেজ এখন পাঠানো আদর্শ নির্বাচনী বিধির বিরোধী৷ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিল কমিশনে৷

লিস্ট, কোট আর কোড; WhatsApp-এ এখন চ্যাট আরও পার্সোনালাইজড, দেখে নিন কীভাবে

একটা মিম কিছু দিন আগে ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে এক ইউজারকে বলতে শোনা গিয়েছিল যে তিনি তাঁর মুদিখানার জিনিসের লিস্ট তৈরি করেন সঙ্গিনীর WhatsApp চ্যাটে। সঙ্গিনী এখন তাঁকে ব্লক করে দিয়েছেন, ফলে কী কী আনতে হবে, তার সবগুলো মনে না পড়ায় তিনি বেশ মুশকিলে পড়েছেন।
একটা মিম কিছু দিন আগে ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে এক ইউজারকে বলতে শোনা গিয়েছিল যে তিনি তাঁর মুদিখানার জিনিসের লিস্ট তৈরি করেন সঙ্গিনীর WhatsApp চ্যাটে। সঙ্গিনী এখন তাঁকে ব্লক করে দিয়েছেন, ফলে কী কী আনতে হবে, তার সবগুলো মনে না পড়ায় তিনি বেশ মুশকিলে পড়েছেন।
আদতে এটা মিম বই আর কিছু নয়। তবে Meta মালিকানাধীন WhatsApp কিন্তু এবার সত্যি সত্যিই চ্যাটের মধ্যে লিস্ট তৈরি করার অপশন দিচ্ছে তার ইউজারদের। সঙ্গে দিচ্ছে কোট আর কোডের সুবিধাও। কী ভাবে, দেখে নেওয়া যাক এক এক করে।
আদতে এটা মিম বই আর কিছু নয়। তবে Meta মালিকানাধীন WhatsApp কিন্তু এবার সত্যি সত্যিই চ্যাটের মধ্যে লিস্ট তৈরি করার অপশন দিচ্ছে তার ইউজারদের। সঙ্গে দিচ্ছে কোট আর কোডের সুবিধাও। কী ভাবে, দেখে নেওয়া যাক এক এক করে।
WhatsApp লিস্টলিস্ট মানেই তার শুরুটা হবে হয় কোনও বুলেট দিয়ে, নয় তো নম্বর দিয়ে। আমরা এখন আমাদের WhatsApp চ্যাটের মধ্যেই এরকম লিস্ট বানিয়ে ফেলতে পারি। যদি বুলেট পছন্দ হয়, তাহলে লেখার শুরুটা করতে হবে একটা ড্যাশ দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, “- টেক্সট”।
WhatsApp লিস্ট
লিস্ট মানেই তার শুরুটা হবে হয় কোনও বুলেট দিয়ে, নয় তো নম্বর দিয়ে। আমরা এখন আমাদের WhatsApp চ্যাটের মধ্যেই এরকম লিস্ট বানিয়ে ফেলতে পারি। যদি বুলেট পছন্দ হয়, তাহলে লেখার শুরুটা করতে হবে একটা ড্যাশ দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, “- টেক্সট”।
আর যদি নম্বর পছন্দ হয়, তাহলে লেখার শুরুতে সেই নম্বর বসিয়ে একটা ডট দিতে হবে, দিতে হবে একটা স্পেস, যেমন, “1. টেক্সট”। এর পর এন্টার মারলেই আপনাআপনি বুলেট বা পরের নম্বর আসতে থাকবে। কোনও কাজের বা পরিকল্পনার তালিকা বানাতে এই ফিচার বেশ কাজে আসবে সন্দেহ নেই।
আর যদি নম্বর পছন্দ হয়, তাহলে লেখার শুরুতে সেই নম্বর বসিয়ে একটা ডট দিতে হবে, দিতে হবে একটা স্পেস, যেমন, “1. টেক্সট”। এর পর এন্টার মারলেই আপনাআপনি বুলেট বা পরের নম্বর আসতে থাকবে। কোনও কাজের বা পরিকল্পনার তালিকা বানাতে এই ফিচার বেশ কাজে আসবে সন্দেহ নেই।
WhatsApp কোটলেখার মধ্যে কোনও অংশ বা লেখাটায় জোর দেওয়ার জন্য এই ফিচার কাজে লাগানো যেতে পারে। এক্ষেত্রে লেখার শুরুটা করতে হবে একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, “> টেক্সট”। এখানে লেখার শুরুতে একটা মোটা বা বলা ভাল বোল্ড দাঁড়ি চলে আসবে, যা কোটের কাজ করবে।
WhatsApp কোট
লেখার মধ্যে কোনও অংশ বা লেখাটায় জোর দেওয়ার জন্য এই ফিচার কাজে লাগানো যেতে পারে। এক্ষেত্রে লেখার শুরুটা করতে হবে একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, “> টেক্সট”। এখানে লেখার শুরুতে একটা মোটা বা বলা ভাল বোল্ড দাঁড়ি চলে আসবে, যা কোটের কাজ করবে।
WhatsApp কোডকোডারদের জন্য এই ফিচার খুবই কাজে আসবে, আসবে কোনও টেকনিক্যাল ইনফরমেশন শেয়ার করার জন্যও। এক্ষেত্রে লেখার শুরুটা করতে হবে একটা ব্যাক টিক দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, `” `টেক্সট`”। এই ফরম্যাট লেখার স্পেসিং আর অ্যালাইনমেন্ট যেমন ঠিক রাখবে, তেমনই তা কোড এডিটরের লেখার মতো দেখাবে।
WhatsApp কোড
কোডারদের জন্য এই ফিচার খুবই কাজে আসবে, আসবে কোনও টেকনিক্যাল ইনফরমেশন শেয়ার করার জন্যও। এক্ষেত্রে লেখার শুরুটা করতে হবে একটা ব্যাক টিক দিয়ে, দিতে হবে একটা স্পেস, যেমন, `” `টেক্সট`”। এই ফরম্যাট লেখার স্পেসিং আর অ্যালাইনমেন্ট যেমন ঠিক রাখবে, তেমনই তা কোড এডিটরের লেখার মতো দেখাবে।
অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ম্যাক- সব ফরম্যাটেই এই ফিচারগুলো টেস্টিংয়ের পরে এখন পাওয়া যাচ্ছে, দরকার মতো কাজে লাগালেই হল!
অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ম্যাক- সব ফরম্যাটেই এই ফিচারগুলো টেস্টিংয়ের পরে এখন পাওয়া যাচ্ছে, দরকার মতো কাজে লাগালেই হল!

WhatsApp Web-এও এবার চ্যাট লক করার সুবিধা, ইউজারদের বড়সড় স্বস্তি

সত্যি বলতে কী, এই সুবিধা যে WhatsApp-এ ছিল না, এমনটা কিন্তু নয়। আর থাকাটা অত্যন্ত দরকারও বটে। ফোন কারও হাতে পড়লে সে চ্যাটের অ্যাক্সেস পাবে, এটা আণরা কেউই মেনে নিতে পারি না, সে তেমন গোপনীয় কিছু সেখানে থাকুক আর না-ই থাকুক।
সত্যি বলতে কী, এই সুবিধা যে WhatsApp-এ ছিল না, এমনটা কিন্তু নয়। আর থাকাটা অত্যন্ত দরকারও বটে। ফোন কারও হাতে পড়লে সে চ্যাটের অ্যাক্সেস পাবে, এটা আণরা কেউই মেনে নিতে পারি না, সে তেমন গোপনীয় কিছু সেখানে থাকুক আর না-ই থাকুক।
WhatsApp বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, সে যে তার ইউজারদের এটুকু স্বস্তি দেবে, এ তো প্রত্যাশিত!
WhatsApp বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, সে যে তার ইউজারদের এটুকু স্বস্তি দেবে, এ তো প্রত্যাশিত!
তবে, প্রত্যাশার মাত্রা যে পুরোটাও পূর্ণ হয়নি, সে কথাও স্বীকার না করে নিলেই নয়। গণ্ডগোলটা হয়েছে আসলে ফোনের WhatsApp আর ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহারের WhatsApp Web-এর সীমারেখা নিয়ে।
তবে, প্রত্যাশার মাত্রা যে পুরোটাও পূর্ণ হয়নি, সে কথাও স্বীকার না করে নিলেই নয়। গণ্ডগোলটা হয়েছে আসলে ফোনের WhatsApp আর ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহারের WhatsApp Web-এর সীমারেখা নিয়ে।
ফোনে চ্যাট লকের সুবিধা থাকলেও তা WhatsApp Web-এ ছিল না। তবে, এবার সেই ফিচার নিয়েও সংস্থা কাজ করছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, WhatsApp Web ইউজারদের ক্ষোভ আর থাকবে না।
ফোনে চ্যাট লকের সুবিধা থাকলেও তা WhatsApp Web-এ ছিল না। তবে, এবার সেই ফিচার নিয়েও সংস্থা কাজ করছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, WhatsApp Web ইউজারদের ক্ষোভ আর থাকবে না।
WhatsApp Web আমরা অনেকেই ব্যবহার করি, বিশেষ করে অফিসের কাজে। যাঁরা অফিসে বসে কাজ করেন, তাঁদের হাতে চ্যাট লক করার ক্ষমতা থাকা অত্যত্ত প্রয়োজনীয়। যাই হোক, ট্র্যাকার গোষ্ঠী WaBetaInfo জানিয়েছে যে WhatsApp Web-এ এবার চ্যাট লক ফিচার যুক্ত হতে চলেছে।
WhatsApp Web আমরা অনেকেই ব্যবহার করি, বিশেষ করে অফিসের কাজে। যাঁরা অফিসে বসে কাজ করেন, তাঁদের হাতে চ্যাট লক করার ক্ষমতা থাকা অত্যত্ত প্রয়োজনীয়। যাই হোক, ট্র্যাকার গোষ্ঠী WaBetaInfo জানিয়েছে যে WhatsApp Web-এ এবার চ্যাট লক ফিচার যুক্ত হতে চলেছে।
এই ফিচার নিয়ে কাজ চলছে, এটি এখনও সম্পূর্ণরূপেই রয়েছে ডেভেলপমেন্টের পর্যায়ে। ফলে, কবে নাগাদ WhatsApp Web ইউজাররা এটি অ্যাক্সেস করতে পারবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
এই ফিচার নিয়ে কাজ চলছে, এটি এখনও সম্পূর্ণরূপেই রয়েছে ডেভেলপমেন্টের পর্যায়ে। ফলে, কবে নাগাদ WhatsApp Web ইউজাররা এটি অ্যাক্সেস করতে পারবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
প্রসঙ্গত, WABetaInfo-এর একটি রিপোর্ট অনুসারে, WhatsApp (Beta) সংস্করণ 2.2403.3.0-এর নতুন আপডেট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্টিকার কনভার্টার টুল নামের নতুন এক ফিচার চালু করেছে। নতুন ফিচার ব্যবহারকারীদের সহজেই ছবিগুলিকে স্টিকারে রূপান্তরিত করতে দেয়।
প্রসঙ্গত, WABetaInfo-এর একটি রিপোর্ট অনুসারে, WhatsApp (Beta) সংস্করণ 2.2403.3.0-এর নতুন আপডেট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্টিকার কনভার্টার টুল নামের নতুন এক ফিচার চালু করেছে। নতুন ফিচার ব্যবহারকারীদের সহজেই ছবিগুলিকে স্টিকারে রূপান্তরিত করতে দেয়।
ফিচারটি কিছু বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ যাঁরা মাইক্রোসফ্ট স্টোরে প্রকাশিত Windows আপডেটের জন্য সর্বশেষ WhatsApp ইনস্টল করেছেন। বাকি ব্যবহারকারীর জন্য, আপডেটটি আগামী দিনে Microsoft স্টোরে চালু করা হবে। বলাই বাহুল্য, এই ফিচার সরাসরি Windows অ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করে ইউজারের সময় এবং শ্রম বাঁচাতে সাহায্য করবে।
ফিচারটি কিছু বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ যাঁরা মাইক্রোসফ্ট স্টোরে প্রকাশিত Windows আপডেটের জন্য সর্বশেষ WhatsApp ইনস্টল করেছেন। বাকি ব্যবহারকারীর জন্য, আপডেটটি আগামী দিনে Microsoft স্টোরে চালু করা হবে। বলাই বাহুল্য, এই ফিচার সরাসরি Windows অ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করে ইউজারের সময় এবং শ্রম বাঁচাতে সাহায্য করবে।

Google Drive-এ চ্যাট ব্যাক আপ করা শুরু করেছে WhatsApp, জেনে নিন এখনই আপনার কী করা উচিত

জানিয়ে দিয়েছিল WhatsApp আগের বছরেই। এবার কাজ শুরু হল আর কী। যে কারণে অনেকেই লক্ষ্য করে থাকতে পারেন যে তাঁদের ফোনের WhatsApp অ্যাকাউন্টে আচমকাই ব্যাক আপ নেওয়া শুরু হয়েছে। আসলে, এই ব্যাক আপ স্থানান্তরিত হচ্ছে Google Drive-এ। বছরের মাঝামাঝি কাজ মিটিয়ে ফেলতে চায় সংস্থা, শুরুটা তাই এখন থেকেই হয়ে গিয়েছে।
জানিয়ে দিয়েছিল WhatsApp আগের বছরেই। এবার কাজ শুরু হল আর কী। যে কারণে অনেকেই লক্ষ্য করে থাকতে পারেন যে তাঁদের ফোনের WhatsApp অ্যাকাউন্টে আচমকাই ব্যাক আপ নেওয়া শুরু হয়েছে। আসলে, এই ব্যাক আপ স্থানান্তরিত হচ্ছে Google Drive-এ। বছরের মাঝামাঝি কাজ মিটিয়ে ফেলতে চায় সংস্থা, শুরুটা তাই এখন থেকেই হয়ে গিয়েছে।
WhatsApp ব্যাকআপ - যার মধ্যে চ্যাট হিস্টরি, ছবি এবং ভিডিও রয়েছে তা এখন সেই ব্যবহারকারীদের জিড্রাইভ স্টোরেজের সঙ্গেই গণনা করা হবে। এতে বিনামূল্যের WhatsApp ব্যবহারকারীরাও যেমন থাকবেন, তেমনই পেইড অ্যাপটি যাঁরা ব্যবহার করেন তাঁরাও রয়েছেন।
WhatsApp ব্যাকআপ – যার মধ্যে চ্যাট হিস্টরি, ছবি এবং ভিডিও রয়েছে তা এখন সেই ব্যবহারকারীদের জিড্রাইভ স্টোরেজের সঙ্গেই গণনা করা হবে। এতে বিনামূল্যের WhatsApp ব্যবহারকারীরাও যেমন থাকবেন, তেমনই পেইড অ্যাপটি যাঁরা ব্যবহার করেন তাঁরাও রয়েছেন।
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে যে, এই স্টোরেজ পরিবর্তনের বিষয়টি ২০২৪ সালের প্রথমার্ধে অ্যান্ড্রয়েডে সমস্ত WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। কোম্পানি জানিয়েছে যে, তারা অন্তত ৩০ দিন আগে থেকে এই বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করে দেবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অ্যাপের 'চ্যাট' সেটিংস বিভাগে 'চ্যাট ব্যাকআপ'-এ এই বিষয়ে একটি ব্যানার দেওয়া থাকবে।
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে যে, এই স্টোরেজ পরিবর্তনের বিষয়টি ২০২৪ সালের প্রথমার্ধে অ্যান্ড্রয়েডে সমস্ত WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। কোম্পানি জানিয়েছে যে, তারা অন্তত ৩০ দিন আগে থেকে এই বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করে দেবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অ্যাপের ‘চ্যাট’ সেটিংস বিভাগে ‘চ্যাট ব্যাকআপ’-এ এই বিষয়ে একটি ব্যানার দেওয়া থাকবে।
যাঁরা জিড্রাইভে তাঁদের WhatsApp চ্যাট ব্যাকআপ নিতে চান না বা যাঁরা তাঁদের সমস্ত অ্যাপ-সম্পর্কিত ডেটাগুলি কোনও নতুন ডিভাইসে সরাতে চান তখন ব্যবহারকারীদের কাছে ইনবিল্ড WhatsApp চ্যাট ব্যাকআপ ট্রান্সফার টুল ব্যবহার করার অপশন থাকবে। যদিও এই টুলটির জন্য উভয় ফোন একই ওয়াই-ফাই কানেকশনে থাকা প্রয়োজন, যাতে এটি একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে পারে৷
যাঁরা জিড্রাইভে তাঁদের WhatsApp চ্যাট ব্যাকআপ নিতে চান না বা যাঁরা তাঁদের সমস্ত অ্যাপ-সম্পর্কিত ডেটাগুলি কোনও নতুন ডিভাইসে সরাতে চান তখন ব্যবহারকারীদের কাছে ইনবিল্ড WhatsApp চ্যাট ব্যাকআপ ট্রান্সফার টুল ব্যবহার করার অপশন থাকবে। যদিও এই টুলটির জন্য উভয় ফোন একই ওয়াই-ফাই কানেকশনে থাকা প্রয়োজন, যাতে এটি একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে পারে৷
ব্যবহারকারীরা যাঁরা তাঁদের WhatsApp চ্যাট ব্যাকআপ করার জন্য জিড্রাইভের ব্যবহার চালিয়ে যেতে চান, তাঁদের অ্যাপটিতে একটি অপশন রয়েছে যা ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও ছাড়া শুধুমাত্র টেক্সট মেসেজ ব্যাক আপ করার অপশন দেবে। এটি ব্যবহারকারীদের জিড্রাইভে অনেকটা স্পেস বাঁচাতে সাহায্য করবে।
ব্যবহারকারীরা যাঁরা তাঁদের WhatsApp চ্যাট ব্যাকআপ করার জন্য জিড্রাইভের ব্যবহার চালিয়ে যেতে চান, তাঁদের অ্যাপটিতে একটি অপশন রয়েছে যা ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও ছাড়া শুধুমাত্র টেক্সট মেসেজ ব্যাক আপ করার অপশন দেবে। এটি ব্যবহারকারীদের জিড্রাইভে অনেকটা স্পেস বাঁচাতে সাহায্য করবে।
এছাড়া আরও একটা পথ অবশ্য রয়েছে। ব্যাক আপে ছবি আর ভিডিও রাখতে চাইলে কিঞ্চিৎ খরচ করে জিড্রাইভের স্পেস কেনাও যেতে পারে, তাতে পুরোটাই সেখানে রাখা যাবে।
এছাড়া আরও একটা পথ অবশ্য রয়েছে। ব্যাক আপে ছবি আর ভিডিও রাখতে চাইলে কিঞ্চিৎ খরচ করে জিড্রাইভের স্পেস কেনাও যেতে পারে, তাতে পুরোটাই সেখানে রাখা যাবে।