ফোন ধরেই 'হ্যালো' বলেন?

Knowledge Story: ফোন ধরেই ‘হ্যালো’ বলেন? কিন্তু সবাই এক কথা কেন বলে? ভেবে দেখেছেন কখনও! জানুন আসল কারণ

বর্তমানে, সব মানুষের হাতেই ফোন। বলা ভাল ফোন ছাড়া মানুষ এখন অচল। লকডাউনের পরে এখন আর ফোন ব্যবহারীর বয়সের কোনও বাধা নেই। অনলাইন ক্লাসের জেরে এখন সব শিশুদেরই ফোন ব‍্যবহার করতে হয়।
বর্তমানে, সব মানুষের হাতেই ফোন। বলা ভাল ফোন ছাড়া মানুষ এখন অচল। লকডাউনের পরে এখন আর ফোন ব্যবহারীর বয়সের কোনও বাধা নেই। অনলাইন ক্লাসের জেরে এখন সব শিশুদেরই ফোন ব‍্যবহার করতে হয়।
ফোন মানুষের মধ‍্যে যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম। পৃথিবীর যে প্রান্তেই যে বসে থাকুন না কেন, ফোন হাতে থাকলেই সব সমস‍্যার সমাধান হয়ে যায়। আর এখন ইন্টারনেট থাকায় যোগাযোগ আরও অনেক বেশি সহজ হয়ে গেছে।
ফোন মানুষের মধ‍্যে যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম। পৃথিবীর যে প্রান্তেই যে বসে থাকুন না কেন, ফোন হাতে থাকলেই সব সমস‍্যার সমাধান হয়ে যায়। আর এখন ইন্টারনেট থাকায় যোগাযোগ আরও অনেক বেশি সহজ হয়ে গেছে।
নিত্যপ্রয়োজনীয় ফোন নিয়ে নানা মানুষের মনে নানা প্রশ্ন আছে। যেমন আমাদের যখন মোবাইল বা ল্যান্ডলাইনে ফোন আসে তখন আমরা ফোন তুলেই 'হ্যালো' বলি।
নিত্যপ্রয়োজনীয় ফোন নিয়ে নানা মানুষের মনে নানা প্রশ্ন আছে। যেমন আমাদের যখন মোবাইল বা ল্যান্ডলাইনে ফোন আসে তখন আমরা ফোন তুলেই ‘হ্যালো’ বলি।
কিন্তু জানেন কি কেন 'হ্যালো' বলা হয়? কোথা থেকে এই 'হ্যালো' শব্দের উৎপত্তি? কে প্রথম ব্যবহার করেছিলেন? আজ সেই সব প্রশ্নের উত্তর রয়েছে এই প্রতিবেদনে।
কিন্তু জানেন কি কেন ‘হ্যালো’ বলা হয়? কোথা থেকে এই ‘হ্যালো’ শব্দের উৎপত্তি? কে প্রথম ব্যবহার করেছিলেন? আজ সেই সব প্রশ্নের উত্তর রয়েছে এই প্রতিবেদনে।
এ কোথা সকলেরই জানা টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল। প্রথমে যে ফোন গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত সেই ফোনের চেহারা, আকারে অনেক বদল হয়েছে। ধীরে ধীরে হাতে হাতে এসেছে মোবাইল। কিন্তু সম্বোধনের জন্য ব্যবহৃত শব্দ তখনও 'হ্যালো' ছিল, এখনও তাই আছে।
এ কোথা সকলেরই জানা টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল। প্রথমে যে ফোন গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত সেই ফোনের চেহারা, আকারে অনেক বদল হয়েছে। ধীরে ধীরে হাতে হাতে এসেছে মোবাইল। কিন্তু সম্বোধনের জন্য ব্যবহৃত শব্দ তখনও ‘হ্যালো’ ছিল, এখনও তাই আছে।
কিন্তু কেন? কোথা থেকে এল 'হ্যালো' শব্দটি? জানা গিয়েছে, গ্রাহাম বেলের বান্ধবীর নাম ছিল মার্গারেট হালো (Margaret Halo)। গ্রাহাম বেল তাঁর বন্ধবীকে ভালবেসে 'হালো' বলেই ডাকতেন। সেই 'হেলো' থেকে তা হয় 'হ্যালো'। সেই থেকেই শুরু হয় 'হ্যালো' শব্দের ব‍্যবহার।
কিন্তু কেন? কোথা থেকে এল ‘হ্যালো’ শব্দটি? জানা গিয়েছে, গ্রাহাম বেলের বান্ধবীর নাম ছিল মার্গারেট হালো (Margaret Halo)। গ্রাহাম বেল তাঁর বন্ধবীকে ভালবেসে ‘হালো’ বলেই ডাকতেন। সেই ‘হেলো’ থেকে তা হয় ‘হ্যালো’। সেই থেকেই শুরু হয় ‘হ্যালো’ শব্দের ব‍্যবহার।