কী বলল সিবিআই?

RG Kar Case: সন্দীপ-অভিজিতের ফোনে সন্দেহজনক নম্বর? কেন দু’জনকে জেরা প্রয়োজন, জানাল সিবিআই

কলকাতা: সন্দীপ এবং অভিজিৎকে কেন আবার সিবিআই হেফাজতে রাখার প্রয়োজন তা নিয়ে আদালতে যুক্তি দিল সিবিআই। আরজি করের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে এবং সেগুলো সিবিআই বিশ্লেষণ করেছে। তা থেকে পাওয়া তথ্য ধরে ঘটনা ঘটার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কালে ঘটনাস্থলে বিভিন্ন লোকেদের যাতায়াত সম্পর্কিত যেসব ফুটেজ পাওয়া গিয়েছে সেগুলো সম্পর্কে অভিযুক্তদের জেরা করার কাজ চলছে।

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ-খুনে জড়িত নয় সন্দীপ- অভিজিৎ? আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

সিবিআইয়ের দাবি, দুই অভিযুক্তের কল রেকর্ড থেকে পাওয়া প্রত্যেকটি ফোন নম্বর ধরে ধরে ধৃতদের জেরা করে তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা আছে এবং বিভিন্ন সাক্ষীদের বয়ান এর সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে। এখান থেকেই অভিযুক্তরা কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কি না সেই বিষয়টা নির্দিষ্টভাবে জানা যাবে। সিবিআই জানিয়েছে, জেরায় দু’জনের থেকে সন্দেহজনক বেশ কিছু মোবাইল নম্বর মিলেছে এবং যা কল লিস্টে রয়েছে, এই নিয়েই দুজনকে মুখোমুখি জেরার প্রয়োজন।

আরও পড়ুন: বিসর্জনের সময় বিপত্তি! গঙ্গায় তলিয়ে গেলেন ৪ জন, রইল ভয়ঙ্কর ভিডিও

সিবিআইয়ের দাবি ফের জেরার প্রয়োজন কারণ টালা থানার সিসিটিভি এবং মোবাইল নম্বর নিয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন, সেখান থেকে নতুন কিছু তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি সিবিআই আদালতে এও জানায়, দুই অভিযুক্ত সিবিআইকে সহযোগিতা করছে না আরজি কর কাণ্ড নিয়ে।