মূর্তি তৈরির কাজ চলছে 

Durga Puja 2024: টয়ট্রেনে বিসর্জন, নাটমন্দির এখন অতীত! শিলিগুড়ির মিত্র সম্মিলনীর পুজোয় এবার থিমের ছোঁয়া!

শিলিগুড়ি: টয়ট্রেনে প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে পুজোর দিনগুলোতে নাট মন্দিরে নাটকের আসর—বহু গল্প-গাথার সাক্ষী শিলিগুড়ির অন্যতম প্রাচীন পুজো মিত্র সম্মিলনী। বর্তমান সময়ে এই পুজোয় কোনও আড়ম্বর না থাকলেও তার সাবেকিয়ানা আজও মানুষের মন কাড়ে। তবে এবার এই পুজো আর পাঁচটা বারোয়ারী পুজোর সঙ্গে টেক্কা দিতে নামতে চলেছে থিমের লড়াইয়ে। কালীঘাটের পট শিল্পের আদলে সেজে উঠতে চলেছে মন্ডপ।

আরও পড়ুন- আমাদের জাতীয় মিষ্টি কী বলুন তো? রসগোল্লা নয় কিন্তু…

২০২৬ সালে মিত্র সম্মিলনীর পুজো ১০০তে পা দেবে। পুজোর শুরুটা হয়েছিল শহরের গুটিকয়েক নাটক পাগল মানুষের হাত ধরে। একটা একটা করে বছর গাড়িয়ে সেই পুজো আজ ৯৮-এ পা দিয়েছে। মিত্র সম্মিলনীর সদস্যরা জানান, প্রতি বছরই নিয়ম মেনে রথের দিন কাঠামো পুজো হয়।

এর পর নাট মন্দিরেই প্রতিমা গড়ার কাজে মন দেন শিল্পীরা। শুরুর দিনের নিয়ম মেনেই আজও হয় উমার আরাধনা। প্রতিমায় রয়েছে সেই সাবেকিয়ানার ছোঁয়া। তবে, এই প্রথম মিত্র সম্মিলনীর পুজোয় ছোঁয়া লাগতে চলেছে আধুনিকতার। নাট মন্দিরের ভেতরেই তৈরি হচ্ছে প্যান্ডেল৷ আর পাঁচটা বিগ বাজেটের পুজোর সঙ্গে টেক্কা দিতে এবার থিমের পুজো হবে মিত্র সম্মিলনীতে। মন্ডপ সজ্জায় থিমের ছোঁয়া থাকলেও প্রতিমায় থাকবে সেই সাবেকিয়ানার ছোঁয়াই।

আরও পড়ুন- ‘পুজোয় শপিং ফেস্টিভ্যাল করুন’ রাজ্যের অর্থনীতিকে সচল রাখার বার্তা মমতার!

পুজো উদ্যোক্তাদের কথায়, দেবীর বোধন থেকে শুরু করে সিঁদুর খেলা সবতেই মিত্র সম্মিলনী এগিয়ে। তবে হারিয়ে গিয়েছে, অতীতের সেই রাতভর নাটকের আয়োজন। বর্তমান সময়ে অবশ্য বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে নাটকের আয়োজন হয়ে থাকে।

শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বিগ বাজেটের পুজোর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এর মাঝে মিত্র সম্মেলনের দুর্গাপুজো এক আলাদা ঐতিহ্য বহন করে। পুজোর কয়েকটা দিন দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এ বছর মন্ডপ সজ্জায় চমক রয়েছে। উদ্যোক্তারা আশাবাদী যে এ বছর আরও ভিড় বাড়বে তাঁদের পুজোয়।

অনির্বাণ রায়