জ্বলছে চারদিক, কেন হচ্ছে না বৃষ্টি? আবহাওয়ার খামখেয়ালিপনা নাকি গ্রহ-নক্ষত্রের খেলা? জ‍্যোতিষবিদ জানালেন ভয়ঙ্কর কারণ

Weather-Astrology: জ্বলছে চারদিক, কেন হচ্ছে না বৃষ্টি? আবহাওয়ার খামখেয়ালিপনা নাকি গ্রহ-নক্ষত্রের খেলা? জ‍্যোতিষবিদ জানালেন ভয়ঙ্কর কারণ

একদিকে নিজের তেজ দেখাচ্ছেন সূর্যদেব। অন্যদিকে বরুণ দেবের দেখা নেই। মাঝে পড়ে নাজেহাল অবস্থা মানুষের। দিনরাত কখনও স্বস্তির দেখা নেই। কিন্তু কেন এত গরম?
একদিকে নিজের তেজ দেখাচ্ছেন সূর্যদেব। অন্যদিকে বরুণ দেবের দেখা নেই। মাঝে পড়ে নাজেহাল অবস্থা মানুষের। দিনরাত কখনও স্বস্তির দেখা নেই। কিন্তু কেন এত গরম?
তীব্র এই গরমের জন্য কি শুধুমাত্র আবহাওয়ার খামখেয়ালিপনা দায়ী? নাকি দায়ী মানুষের অতি আধুনিক হয়ে যাওয়া? যথেষ্ট পরিমাণে বৃক্ষনিধন কি মানুষকে বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে? না এই গরমের পিছনে রয়েছে গ্রহ-নক্ষত্রের সংযোগও?
তীব্র এই গরমের জন্য কি শুধুমাত্র আবহাওয়ার খামখেয়ালিপনা দায়ী? নাকি দায়ী মানুষের অতি আধুনিক হয়ে যাওয়া? যথেষ্ট পরিমাণে বৃক্ষনিধন কি মানুষকে বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে? না এই গরমের পিছনে রয়েছে গ্রহ-নক্ষত্রের সংযোগও?
এই বিষয়ে জ্যোতিষবিদ আচার্য অরূপ বণিক বলছেন, এই অনাবৃষ্টির জন্য দায়ী গ্রহ নক্ষত্রের সংযোগও। মূলত শনি এবং মঙ্গলের যুতির কারণে এপ্রিলে এই ভয়াবহ গরমের সৃষ্টি হয়েছে। কারণ জ্যোতিষ মতে এই দুটি হল শুষ্ক গ্রহ। ১৬ মার্চ থেকে কুম্ভ রাশিতে যুতি গঠন করেছিল শনি এবং মঙ্গল। অন্যদিকে কুম্ভ রাশির মাত্র ২৫ শতাংশ উপাদান জল। ফলে সেই রাশিতে দুই গ্রহের মিলন বৈশাখ মাসে ব্যাপক গরম বাড়িয়ে দিয়েছে।
এই বিষয়ে জ্যোতিষবিদ আচার্য অরূপ বণিক বলছেন, এই অনাবৃষ্টির জন্য দায়ী গ্রহ নক্ষত্রের সংযোগও। মূলত শনি এবং মঙ্গলের যুতির কারণেই এপ্রিলে এই ভয়াবহ গরমের সৃষ্টি হয়েছে। কারণ জ্যোতিষ মতে এই দুটি হল শুষ্ক গ্রহ। ১৬ মার্চ থেকে কুম্ভ রাশিতে যুতি গঠন করেছিল শনি এবং মঙ্গল। অন্যদিকে কুম্ভ রাশির মাত্র ২৫ শতাংশ উপাদান জল। ফলে সেই রাশিতে দুই গ্রহের মিলন বৈশাখ মাসে ব্যাপক গরম বাড়িয়ে দিয়েছে।
আচার্য অরূপ বণিক আরও বলছেন, মে মাসে বৃহস্পতি গোচর করছে মেষ রাশিতে। এই মেষ রাশি অগ্নি চিহ্নের রাশি বলে জ্যোতিষদের কাছে পরিচিত। ফলে মেষ রাশিতে বৃহস্পতির গোচর প্রকৃতিতে আগুন উপাদান বাড়িয়ে দেবে। যার ফলে সূর্যদেবের তেজ আরও খানিকটা বাড়বে বলে সাবধান করছেন তিনি।
আচার্য অরূপ বণিক আরও জানালেন, মে মাসে বৃহস্পতি গোচর করছে মেষ রাশিতে। এই মেষ রাশি অগ্নি চিহ্নের রাশি বলেই জানালেন জ‍্যোতিষবিদ। ফলে মেষ রাশিতে বৃহস্পতির গোচর প্রকৃতিতে আগুন উপাদান বাড়িয়ে দেবে। যার ফলে সূর্যদেবের তেজ আরও খানিকটা বাড়বে বলে সাবধান করছেন তিনি।
তাহলে জ্যোতিষ মতে বৃষ্টির সম্ভাবনা কবে? অরূপ বাবু জানিয়েছেন, মঙ্গল ২৪ এপ্রিল মীন রাশিতে গোচর করেছে। এই মীন রাশি জল উপাদানের রাশি। আবার আগামী ১৪ মে বৃষ রাশিতে গোচর করবে সূর্য। তখন এই দুই এর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন।
তাহলে জ্যোতিষ মতে বৃষ্টির সম্ভাবনা কবে? অরূপ বাবু জানিয়েছেন, মঙ্গল ২৪ এপ্রিল মীন রাশিতে গোচর করেছে। এই মীন রাশি জল উপাদানের রাশি। আবার আগামী ১৪ মে বৃষ রাশিতে গোচর করবে সূর্য। তখন এই দুই এর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)