স্নিফার ডগ নিয়ে চালানো হচ্ছে তল্লাশি।

West Bardhaman News: পার্সেল থেকে রেললাইন, যাত্রীবাহী ট্রেন বাদ যাচ্ছে না কিছুই! সব জায়গায় চলছে তল্লাশি

আসানসোল, পশ্চিম বর্ধমান : হঠাৎ করেই কুকুর নিয়ে যাত্রীবাহী ট্রেনে উঠে পড়ছেন রেলপুলিশের কর্মীরা। কামরার প্রত্যেকটি জায়গা দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে। স্টেশনে আসা-যাওয়া করা প্রত্যেকটি গাড়ি দেখা হচ্ছে খতিয়ে। স্টেশনে নামা বিভিন্ন পার্সেল যাচ্ছে নিরাপত্তা কর্মীদের তল্লাশির মধ্যে দিয়ে।

এমনকী বাদ নেই রেললাইনও। পুলিশ কুকুর এবং পুলিশ কর্মীরা যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন স্টেশনের বিভিন্ন জায়গায়। নিরাপত্তার এমনই ছবি উঠে এসেছে আসানসোল স্টেশন থেকে। স্টেশনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন রেল পুলিশের কর্মীরা। প্রত্যেকটি জায়গায় রয়েছে নজরদারি। নিরাপত্তার ফাঁকফোঁকড় গলিয়ে যাতে কেউ স্টেশন বা স্টেশন চত্বরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য আঁটোসাঁটো করা হয়েছে গোটা স্টেশন এলাকার নিরাপত্তা। একই সঙ্গে রেললাইনের সুরক্ষার দিকেও জোর দেওয়া হয়েছে বিশেষভাবে।

কিন্তু যাত্রীবাহী ট্রেন থেকে স্টেশনে আসা পার্সেল থেকে শুরু করে সমস্ত জায়গায় কেন এমন তল্লাশি চালানো হচ্ছে? এই প্রশ্ন উঠছে অনেক যাত্রীর মনে। রেল সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে আসানসোলের মত একটি গুরুত্বপূর্ণ স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগেভাগে করা হয়েছে পদক্ষেপ। রেলের নিরাপত্তা কর্মীদের সচেতন করা হয়েছে। যাতে স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে কেউ যাতে কোনও নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে, বা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনও কাজ করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা।

আরও পড়ুন- ও ধর্ষণের পর জুতো থেকে রক্ত ধুয়েছিল সঞ্জয়! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

উল্লেখ্য, পূর্ব রেলের অধীনস্থ আসানসোল একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন থেকে একাধিক ট্রেন বিভিন্ন জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাছাড়াও আসানসোল স্টেশনে দাঁড়ায় বিভিন্ন নামিদামি ট্রেন। বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে এই স্টেশন থেকে ট্রেনগুলি যাত্রা করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসানসোল স্টেশনে আসেন যাত্রীরা। স্বাভাবিক ভাবেই দুষ্কৃতীদের নজরে যে আসানসোল স্টেশন থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এমন এমন একটি গুরুত্বপূর্ণ স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে রেল পুলিশের কর্মীরা কোনও ফাঁক ফোঁকর রাখতে চাইছেন না।

নয়ন ঘোষ