কাঠপুতুল 

Purba Bardhaman News: এত গুণী মানুষ থাকেন এখানে, প্রতি ঘরেই তৈরি হচ্ছে কাঠের পুতুল, প্রাণ পাচ্ছে নতুন সৃষ্টি

কাঠের পুতুলের দেশ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুনগ্রাম। এই গ্রাম কাঠের পুতুলের গ্রাম নামে পরিচিত। ঘরে ঘরে দিন-রাত এক করে তৈরি হয় কাঠের পুতুল।
কাঠের পুতুলের দেশ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুনগ্রাম। এই গ্রাম কাঠের পুতুলের গ্রাম নামে পরিচিত। ঘরে ঘরে দিন-রাত এক করে তৈরি হয় কাঠের পুতুল।
সামাজিক মাধ্যম এখন বিশ্বজুড়ে বাজার খুলে দিয়েছে নতুন গ্রামের শিল্পীদের সামনে। অনলাইনে পেমেন্ট মিলছে। সেই ঠিকানায় পৌঁছে যাচ্ছে নতুনগ্রামের কাঠের পুতুল। চাহিদা বাড়ায় এখন ব্যস্ততা ঘরে ঘরে।
সামাজিক মাধ্যম এখন বিশ্বজুড়ে বাজার খুলে দিয়েছে নতুন গ্রামের শিল্পীদের সামনে। অনলাইনে পেমেন্ট মিলছে। সেই ঠিকানায় পৌঁছে যাচ্ছে নতুনগ্রামের কাঠের পুতুল। চাহিদা বাড়ায় এখন ব্যস্ততা ঘরে ঘরে।
রাধাকৃষ্ণ, গৌড় নিতাই, জগন্নাথ-বলরাম-সুভদ্রা, বর-কনে তৈরি হলেও সবচেয়ে বেশি তৈরি হয় কাঠের পেঁচা। আজ থেকে নয়, কয়েকশো বছর ধরেই এই পুতুল তৈরি হয় বর্ধমানের নতুন গ্রামে।
রাধাকৃষ্ণ, গৌড় নিতাই, জগন্নাথ-বলরাম-সুভদ্রা, বর-কনে তৈরি হলেও সবচেয়ে বেশি তৈরি হয় কাঠের পেঁচা। আজ থেকে নয়, কয়েকশো বছর ধরেই এই পুতুল তৈরি হয় বর্ধমানের নতুন গ্রামে।
আজকের এই নতুনগ্রামে একসময় ছিল গভীর জঙ্গল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে এসে এখানে এই গ্রাম গড়ে তোলেন। নাম হয় নতুনগ্রাম। সেখানে থাকতে শুরু করেন সূত্রধররা। প্রথমে পাথরের মূর্তি গড়লেও পরে তাঁরা এই কাঠের শিল্পকে আপন করে নেন।রথের মেলা, রাসযাত্রা, জয়দেবের মেলা সহ সব মেলাতেই নতুনগ্রামের বিভিন্ন কাঠের পুতুলের চাহিদা বরাবরের।
আজকের এই নতুনগ্রামে একসময় ছিল গভীর জঙ্গল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে এসে এখানে এই গ্রাম গড়ে তোলেন। নাম হয় নতুনগ্রাম। সেখানে থাকতে শুরু করেন সূত্রধররা। প্রথমে পাথরের মূর্তি গড়লেও পরে তাঁরা এই কাঠের শিল্পকে আপন করে নেন।রথের মেলা, রাসযাত্রা, জয়দেবের মেলা সহ সব মেলাতেই নতুনগ্রামের বিভিন্ন কাঠের পুতুলের চাহিদা বরাবরের।
চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গা থেকে। বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে এই নতুনগ্রাম। হাওড়া কাটোয়া লাইনের ট্রেনে চেপে পাটুলি স্টেশনে নেমে সহজেই যাওয়া যাবে এই গ্রামে। গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে শিল্পীদের নিদারুণ হাতের কাজ।
চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গা থেকে। বর্ধমানের পূর্বস্থলী দু’নম্বর ব্লক এ রয়েছে এই নতুন গ্রাম। হাওড়া কাটোয়া লাইনের ট্রেনে চেপে পাটুলি স্টেশনে নেমে সহজেই যাওয়া যাবে এই গ্রামে, গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে শিল্পীদের নিদারুণ হাতের কাজ।