স্কাইট্র্যাক্স-এর (Skytrax) ২০২৪ ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস-এ ভারতীয় বিমান সংস্থাগুলিরই জয়জয়কার। মোট ৮টি পুরস্কার জিতে সবার উপরে জ্বলজ্বল করছে ভিস্তারার নাম। জয়ীর তালিকায় রয়েছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়াও। ইন্ডিগো জিতেছে ২টি পুরস্কার আর এয়ার ইন্ডিয়ার ঝুলিতে এসেছে ১টি পুরস্কার।

World Best Airlines: বিশ্বের সেরা কুড়ির তালিকায় উড়ান ভিস্তারার, পিছিয়ে নেই এয়ার ইন্ডিয়াও; দেখে নিন বিশ্বের সেরা এয়ারলাইন্সের তালিকা

স্কাইট্র্যাক্স-এর (Skytrax) ২০২৪ ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস-এ ভারতীয় বিমান সংস্থাগুলিরই জয়জয়কার। মোট ৮টি পুরস্কার জিতে সবার উপরে জ্বলজ্বল করছে ভিস্তারার নাম। জয়ীর তালিকায় রয়েছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়াও। ইন্ডিগো জিতেছে ২টি পুরস্কার আর এয়ার ইন্ডিয়ার ঝুলিতে এসেছে ১টি পুরস্কার।
স্কাইট্র্যাক্স-এর (Skytrax) ২০২৪ ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস-এ ভারতীয় বিমান সংস্থাগুলিরই জয়জয়কার। মোট ৮টি পুরস্কার জিতে সবার উপরে জ্বলজ্বল করছে ভিস্তারার নাম। জয়ীর তালিকায় রয়েছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়াও। ইন্ডিগো জিতেছে ২টি পুরস্কার আর এয়ার ইন্ডিয়ার ঝুলিতে এসেছে ১টি পুরস্কার।
টাটা সন্স অধিকৃত প্রিমিয়াম ফুল সার্ভিস ক্যারিয়ার ভিস্তারা সেরা কুড়ির তালিকায় নিজেদের জায়গা বজায় রাখতে সক্ষম হয়েছে। টানা ২ বছর ধরে এই বিমান সংস্থা গোটা বিশ্বে ১৬-তম সেরা এয়ারলাইনের তকমা ধরে রেখেছে। আবার ২০২৪ সালে এশিয়ায় অষ্টম সেরা বিমান সংস্থার পুরস্কার লাভ করেছে ভিস্তারা। এখানেই শেষ নয়, টানা চার বার ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন বলেও নির্বাচিত হয়েছে ওই বিমান সংস্থা।
টাটা সন্স অধিকৃত প্রিমিয়াম ফুল সার্ভিস ক্যারিয়ার ভিস্তারা সেরা কুড়ির তালিকায় নিজেদের জায়গা বজায় রাখতে সক্ষম হয়েছে। টানা ২ বছর ধরে এই বিমান সংস্থা গোটা বিশ্বে ১৬-তম সেরা এয়ারলাইনের তকমা ধরে রেখেছে। আবার ২০২৪ সালে এশিয়ায় অষ্টম সেরা বিমান সংস্থার পুরস্কার লাভ করেছে ভিস্তারা। এখানেই শেষ নয়, টানা চার বার ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন বলেও নির্বাচিত হয়েছে ওই বিমান সংস্থা।
সব মিলিয়ে ভিস্তারার ঝুলিতে এসেছে ৮টি পুরস্কার। আবার টানা তিন বার ধরে ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন হিসেবেও নির্বাচিত হয়েছে ভিস্তারা। এর পাশাপাশি এই বিমান সংস্থা আরও যে পুরস্কার পেয়েছে, সেগুলি হল - ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা ইকোনমি ক্লাস, ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিজনেস ক্লাস অনবোর্ড ক্যাটারিং, ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং এবং ভারত ও দক্ষিণ এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন এয়ারলাইন।
সব মিলিয়ে ভিস্তারার ঝুলিতে এসেছে ৮টি পুরস্কার। আবার টানা তিন বার ধরে ভারত এবং দক্ষিণ এশিয়ার সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন হিসেবেও নির্বাচিত হয়েছে ভিস্তারা। এর পাশাপাশি এই বিমান সংস্থা আরও যে পুরস্কার পেয়েছে, সেগুলি হল – ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা ইকোনমি ক্লাস, ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিজনেস ক্লাস অনবোর্ড ক্যাটারিং, ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং এবং ভারত ও দক্ষিণ এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন এয়ারলাইন।
এদিকে টাটা গ্রুপের অন্য ফুল-সার্ভিস ক্যারিয়ার এয়ার ইন্ডিয়ার ঝুলিতে এসেছে মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন ইন এশিয়া-র পুরস্কার। শুধু তা-ই নয়, ১০৩-তম থেকে তা উঠে এসেছে ৯০-তম স্থানে। অর্থাৎ বর্তমানে সেরা একশোর তালিকায় স্থান করে নিয়েছে এয়ার ইন্ডিয়া। আর হস্তান্তর হওয়ার পর থেকেই সারা বিশ্ব জুড়ে নিজের উপস্থিতি প্রদর্শন করতে সক্ষম হয়েছে এই বিমান সংস্থা। পুরনো রুটে তো উড়ান চালু হয়েছেই, সেই সঙ্গে নতুন রুটেও চালু হয়েছে উড়ান।
এদিকে টাটা গ্রুপের অন্য ফুল-সার্ভিস ক্যারিয়ার এয়ার ইন্ডিয়ার ঝুলিতে এসেছে মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন ইন এশিয়া-র পুরস্কার। শুধু তা-ই নয়, ১০৩-তম থেকে তা উঠে এসেছে ৯০-তম স্থানে। অর্থাৎ বর্তমানে সেরা একশোর তালিকায় স্থান করে নিয়েছে এয়ার ইন্ডিয়া। আর হস্তান্তর হওয়ার পর থেকেই সারা বিশ্ব জুড়ে নিজের উপস্থিতি প্রদর্শন করতে সক্ষম হয়েছে এই বিমান সংস্থা। পুরনো রুটে তো উড়ান চালু হয়েছেই, সেই সঙ্গে নতুন রুটেও চালু হয়েছে উড়ান।
এয়ার ইন্ডিয়ার তরফে গত বছরই দ্বিতীয় বৃহত্তম বরাত দেওয়া হয়েছিল। অন্যদিকে আবার মার্কেট শেয়ার এবং বহরের আকারের নিরিখে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো ৪৩-তম স্থান থেকে ৫২-তম স্থানে চলে গিয়েছে। ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা কম দামি এয়ারলাইন এবং ভারতের সেরা কমদামি এয়ার লাইনের পুরস্কার লাভ করেছে ইন্ডিগো।
এয়ার ইন্ডিয়ার তরফে গত বছরই দ্বিতীয় বৃহত্তম বরাত দেওয়া হয়েছিল। অন্যদিকে আবার মার্কেট শেয়ার এবং বহরের আকারের নিরিখে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো ৪৩-তম স্থান থেকে ৫২-তম স্থানে চলে গিয়েছে। ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা কম দামি এয়ারলাইন এবং ভারতের সেরা কমদামি এয়ার লাইনের পুরস্কার লাভ করেছে ইন্ডিগো।
প্রসঙ্গত ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস-কে এয়ারলাইন ইন্ডাস্ট্রির অস্কার হিসেবেই বিবেচনা করা হয়। সেই ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। মূলত যাত্রীদের সন্তুষ্টির উপর সমীক্ষা করেই এই পুরস্কার নির্ধারণ করা হয়। গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময়ের মধ্যে ২১.৪২ মিলিয়ন যাত্রীর উপর সমীক্ষা চালিয়েই এই পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বের সেরা ১০টি এয়ারলাইন্সের র‍্যাঙ্ক তালিকা দেওয়া হল ৷
প্রসঙ্গত ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস-কে এয়ারলাইন ইন্ডাস্ট্রির অস্কার হিসেবেই বিবেচনা করা হয়। সেই ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। মূলত যাত্রীদের সন্তুষ্টির উপর সমীক্ষা করেই এই পুরস্কার নির্ধারণ করা হয়। গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময়ের মধ্যে ২১.৪২ মিলিয়ন যাত্রীর উপর সমীক্ষা চালিয়েই এই পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বের সেরা ১০টি এয়ারলাইন্সের র‍্যাঙ্ক তালিকা দেওয়া হল ৷
১. কাতার এয়ারওয়েজ
১. কাতার এয়ারওয়েজ
২. সিঙ্গাপুর এয়ারলাইন্স
২. সিঙ্গাপুর এয়ারলাইন্স
৩. এমিরেটস
৩. এমিরেটস
৪. অ্যানা অল নিপ্পন এয়ারওয়েজ
৪. অ্যানা অল নিপ্পন এয়ারওয়েজ
৫. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৫. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৬. জাপান এয়ারলাইন্স
৬. জাপান এয়ারলাইন্স
৭. টার্কিশ এয়ারলাইন্স
৭. টার্কিশ এয়ারলাইন্স
৮. ইভা এয়ার
৮. ইভা এয়ার
৯. এয়ার ফ্রান্স
৯. এয়ার ফ্রান্স
১০. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
১০. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
র‍্যাঙ্ক তালিকায় ১৬ নম্বরে রয়েছে ভিস্তারা
র‍্যাঙ্ক তালিকায় ১৬ নম্বরে রয়েছে ভিস্তারা
৫২ নম্বরে রয়েছে ইন্ডিগো
৫২ নম্বরে রয়েছে ইন্ডিগো
তালিকায় ৯০ নম্বরে রয়েছে এয়ার ইন্ডিয়া
তালিকায় ৯০ নম্বরে রয়েছে এয়ার ইন্ডিয়া