দীর্ঘায়ু টমিকো

Oldest person: পৃথিবীর সবথেকে দীর্ঘায়ু তিনি, শতক পেরিয়েও কত বছর বেঁচেছিলেন জাপানের এই বাসিন্দা?

টোকিও: পৃথিবীর সবথেকে দীর্ঘায়ু তিনি। আমেরিকার সান ফ্রান্সিসকোতে বসবাসকারী এই মহিলার খোঁজ স্মপ্রতি পাওয়া গিয়েছে। যদিও যখন খোঁজ পাওয়া যায় সেই সপ্তাহেই তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর।

 

ইতিমধ্যেই তাঁর গিনেস বুকে নাম উঠেছে পৃথিবীর সবথেকে দীর্ঘজীবী মানুষ হিসাবে। টমিকো ইতিকোর জন্ম জাপানে, ২৩শে মে ১৯০৮ সালে। তাঁর এই বয়স জেরন্টোলজি রিসার্চ গ্রুপ দ্বারা নিশ্চিত করা হয়েছে। ২০১৯ থেকে তিনি একটি নার্সিং হোমেই ছিলেন। এর আগে ১১০ বছর পর্যন্ত তিনি তাঁর মেয়েদের সঙ্গেই থাকতেন। বছর কুড়িতে তাঁর বিয়ে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁর স্বামীর কাপড়ের কারখানা ফুলে ফেঁপে ওঠে। এরপর ১৯৭৯ সালে তিনি তাঁর স্বামীকে হারান। এরপরের ১০ বছর তিনি জাপানের নারা শহরেই জীবন কাটান।

আরও পড়ুন: বাড়ির পিছনে পড়ে মৃতদেহ, শুরু পুলিশি তদন্ত, খুনি কে জানলে চমকে উঠবেন!
জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ অনুযায়ী ২০২২ সালে ১১৫ সাল পর্যন্ত এক মহিলাকে শেষ দীর্ঘায়ু হিসাবে পাওয়া গিয়েছিল। কিন্তু সবথেকে দীর্ঘায়ু হিসাবে এখন জায়গা করে নিলেন জাপানের টমিকো।