WTC Final: কোমরে কেন বাঁধা এত্ত বড় তোয়ালে! মহম্মদ শামিকে নিয়ে উত্তাল ট্যুইটার

#সাউদাম্পটন: মহম্মদ শামি নিজের কোমরের নিচের দিকটা মুড়ে রেখেছেন তোয়ালে দিয়ে! ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম দিনের খেলায় ভারতীয় এই স্পিডস্টার পান ২ টি উইকেট ৷ সাউদাম্পটন (Southampton)  নিউজিল্যান্ডের প্রথম ইনিংস চলাকালীন , ভারতীয় বোলারদের পারফরম্যান্স, কিউয়ি ব্যাটসম্যানদের ব্যাট চালানো, আর আবহাওয়ার মেজাজিপনার বাইরে যা নজর কাড়ল তা হল মহম্মদ শামির (Mohammed Shami) তোয়ালে পরা!

শামি-র প্যান্ট পরা অবস্থায় কোমর দিয়ে কেন জড়ানো তোয়ালে -এ নিয়ে বিস্তর জল্পনা চলল৷ বিশেষজ্ঞদের মতে মঙ্গলবার সাউদাম্পটনে অস্বাভাবিক ঠাণ্ডা ছিল৷ তাই নিজেকে উষ্ণ রাখতে কোমরে এভাবে তোয়ালে বেঁধেছেন বঙ্গপেসার এমনটাই মত৷ কিন্তু নেটিজেনদের কাছে এটা আলোচনার বড় খোরাক হয়ে রইল৷ রণবীর সিং আজব পোশাক পরেন আর তাই তাঁরই ওয়ার্ডোব থেকে এই পোশাক পরেছেন কিনা তাও ওঠে প্রশ্ন৷

কেউ আবার লেখেন সাউদাম্পটনের আবহাওয়ায় এই ধরণের পোশাকই পরা উচিত তাই এই নতুনত্ব পোশাক পরেছেন শামি এমনটাও বলেন৷

একাধিক মানুষ এটাকে বলিউডের (Bollywood films) সঙ্গেও তুলনা করেন৷

মহম্মদ শামি পঞ্চম দিনের প্রথম সেশনে বল হাতে আশাপ্রদ বোলিং করেছিলেন৷  রস টেলর ও বি জে ওয়াটলিংয়ের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি৷

টেলরের ক্যাচ দারুণ দক্ষতার সঙ্গে নেন শুভমান গিল৷ বিজে ওয়াটলিংয়ের উইকেটটি বোল্ড ছিল৷ বৃষ্টিবিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম ইনিংসে করা ২১৭-র পর নিউজিল্যান্ডের ইনিংস ২ উইকেটে ১০১ অবস্থায় আটকে ছিল৷ ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ নিউজিল্যান্ডের রানের মেশিনকে নিয়ন্ত্রণ করেন ম্যাচের পঞ্চম দিনে৷ এদিকে আইসিসি আগেই জানিয়েছিল এই টেস্ট চ্যাম্পিয়নশিপে রিজার্ভ ডে একটি রাখা হচ্ছে৷  আর বুধবারই সেই নির্ধারিত ষষ্ঠ দিন৷ যখন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৪৯ রানে অল আউটের জবাবে ব্যাট করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেটে ৬৪৷