বিস্ময় বালক 

Purba Bardhaman News: বিস্ময় বালক! পূর্ব বর্ধমানের অনুরূপের কাণ্ড দেখলে অবাক হবেন আপনিও

পূর্ব বর্ধমান: ছোট্ট বালকটির নাম অনুরূপ মিত্র । অনুরূপের বয়স সবে মাত্র চার বছর। কিন্তু এই অল্প বয়সে সে যা কাণ্ড করছে, তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও । এই ছেলে যেন নিজেই আস্ত একটা কম্পিউটার। তার কাছে যা জানতে চাওয়া হচ্ছে প্রায় সবই তার দখলে । প্রায় সব বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে মাত্র চার বছরের অনুরূপ মিত্র। অনুরূপকে নিয়েই এখন চর্চা চলছে স্থানীয় এলাকায়। এই সকল কার্যকলাপের জন্য ইতিমধ্যেই, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে অ্যাপ্রিশিয়েশন পত্র এসেছে তার বাড়িতে। এই প্রসঙ্গে অনুরূপের বাবা জানান, ছোট থেকেই ৬ মাস বয়স থেকেই ওকে এই সমস্ত বিষয় শেখানো হচ্ছে ।

বিভিন্ন অক্ষর চিনে সেটা মনে রাখতে পারত অনুরুপ। ওর জন্ম হয়েছে হায়দ্রাবাদে। ওর বুদ্ধি আছে, এটা সত্যিই ঈশ্বরের কৃপা ।পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা অনুরূপ। তবে বয়স চার বছর হলে কি হবে ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি সহ সমস্ত বিষয়ে তার দারুণ জ্ঞান। সৌরজগতের ৮টি গ্রহের নাম, পর্যায় সারণির প্রথম 20টি উপাদান এবং বিজ্ঞান, সৌরজগৎ এবং মানবদেহ নিয়ে ৪৪ টি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেওয়ার কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে অ্যাপ্রিশিয়েশন পত্র এসেছে অনুরূপের বাড়িতে ।

আরও পড়ুন-একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি

ছোট্ট বালকের এই সাফল্যে খুশি হয়েছে তার পরিবারও। অনুরূপের বাবা এই প্রসঙ্গে বলেন, এই বয়সে ও যেটা অর্জন করেছে পুরোটাই নিজে। ক্লাস নাইন, টেনের পড়া মনে রেখেছে এটাই বিশাল ব্যাপার। অনুরুপের এই সাফল্যে আমারও গর্বিত হয়েছি।

বর্ধমানের অনুরূপ তার কীর্তিকলাপের জেরে রীতিমতো তাক লাগিয়ে দিল সকলকে। এই বয়সে তার এমন কাজ দেখে হতবাক সকলে। অনুরূপের বাবা জানিয়েছেন আগামী দিনে তাকে আরও বেশি শিক্ষিত করে তুলবেন ।আরও অন্যান্য প্রতিযোগিতার জন্য তাকে প্রস্তুত করবেন ।

বনোয়ারীলাল চৌধুরী