Tag Archives: Eyes

Knowledge Story: ছোট চোখ? টানা চোখ? চোখ দেখে বুঝে নিন উলটোদিকের মানুষটা কেমন, কীভাবে বুঝবেন? পড়ুন

কথায় বলে চোখ হল মনের আয়না। চোখ দেখে বোঝা যায় উলটোদিকের মানুষটার মনের মধ্যে কী চলছে। সামুদ্রিক শাস্ত্র বলছে, একজন মানুষের স্বভাব সম্পর্কে বলা যায় তাঁর চোখ দেখে। কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন? পড়ুন
কথায় বলে চোখ হল মনের আয়না। চোখ দেখে বোঝা যায় উলটোদিকের মানুষটার মনের মধ্যে কী চলছে। সামুদ্রিক শাস্ত্র বলছে, একজন মানুষের স্বভাব সম্পর্কে বলা যায় তাঁর চোখ দেখে। কীভাবে চোখ দেখে মানুষ চিনবেন
? পড়ুন
লালচে চোখ-- এঁরা খুব তাড়াতাড়ি রেগে যান। এঁদের মাথা খুব গরম হয়। ছোটচোখের মানুষরা ভাল নেতৃত্ব দিতে পারেন। যে কোনও পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এঁদের মধ্যে।
লালচে চোখ– এঁরা খুব তাড়াতাড়ি রেগে যান। এঁদের মাথা খুব গরম হয়। ছোটচোখের মানুষরা ভাল নেতৃত্ব দিতে পারেন। যে কোনও পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এঁদের মধ্যে।
ছোট ছোট চোখ-- এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠভাবে করতে পারেন।
ছোট ছোট চোখ– এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠভাবে করতে পারেন।
গভীর চোখ-- এরা খুব সাবধানী হন। যে কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে নেন। এরা  সন্দেহবাতিক হতে পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন।
গভীর চোখ– এরা খুব সাবধানী হন। যে কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে নেন। এরা সন্দেহবাতিক হতে পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন।
বাদামী রঙের চোখ-- এদের বিশ্বাস করলে ঠকতে হবে। এঁরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। এঁরা মিথ্যে বলতে পটু, চোখের পলকে প্রতারণা করতে পারেন, কথার খেলাপ করতে এদের বাঁধে না।
বাদামী রঙের চোখ– এদের বিশ্বাস করলে ঠকতে হবে। এঁরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। এঁরা মিথ্যে বলতে পটু, চোখের পলকে প্রতারণা করতে পারেন, কথার খেলাপ করতে এদের বাঁধে না।
সুন্দর ও কালো চোখ--যাঁদের চোখ সুন্দর ও কালো হয়, তাঁরা কেরিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন, সকলেই এঁদের প্রতি আকৃষ্ট হন।
সুন্দর ও কালো চোখ–যাঁদের চোখ সুন্দর ও কালো হয়, তাঁরা কেরিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন, সকলেই এঁদের প্রতি আকৃষ্ট হন।
বড় ও টানা চোখ-- যাঁদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাঁদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সকলের সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর।
বড় ও টানা চোখ– যাঁদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাঁদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সকলের সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর।

Contact Lenses Wearing Tips: কনট্যাক্ট লেন্স পরছেন সঠিক পদ্ধতি না জেনে? চোখের জল শুকিয়ে যাবে, ফল হবে মারাত্মক

লেন্স পরার চল রয়েছে বহুদিন ধরে৷ অনেকে চশমা না পরে লেন্স পরতে পছন্দ করেন, কারণ তাতে মুখের কোনও পরিবর্তন ঘটে না৷ অন্যদিকে রঙিন লেন্স পরলে একেবারেই সৌন্দর্য্য বদলে যায়৷ যারা নিয়মিত লেন্স পরেন, তাদের খুব সতর্ক থাকতে হয় কারণ সঠিকভাবে লেন্স না পরলে চোখের বারোটা বাজতে পারে৷
লেন্স পরার চল রয়েছে বহুদিন ধরে৷ অনেকে চশমা না পরে লেন্স পরতে পছন্দ করেন, কারণ তাতে মুখের কোনও পরিবর্তন ঘটে না৷ অন্যদিকে রঙিন লেন্স পরলে একেবারেই সৌন্দর্য্য বদলে যায়৷ যারা নিয়মিত লেন্স পরেন, তাদের খুব সতর্ক থাকতে হয় কারণ সঠিকভাবে লেন্স না পরলে চোখের বারোটা বাজতে পারে৷
লেন্স পরার কিছু সাইড এফেক্সট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে৷ প্রতিদিন লেন্স ব্যবহার করতে সঠিক যত্ন জানতে হবে৷ জেনে নিন কীভাবে নেবেন খেয়াল৷
লেন্স পরার কিছু সাইড এফেক্সট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে৷ প্রতিদিন লেন্স ব্যবহার করতে সঠিক যত্ন জানতে হবে৷ জেনে নিন কীভাবে নেবেন খেয়াল৷
দীর্ঘক্ষণ কনট্যাক্ট লেন্স পরলে চোখের ক্ষতি হয়৷ তাই একটা লম্বা সময়ের পর কনট্যাক্ট লেন্স খুলে ফেলা উচিৎ৷ চোখে নির্দিষ্ট মাত্রায় অক্সিজেন প্রয়োজন৷ কনট্যাক্ট লেন্স থাকার ফলে সেই অক্সিজেন ঢুকতে পারে না৷ তাতে চোখের ক্ষতি হয়৷
দীর্ঘক্ষণ কনট্যাক্ট লেন্স পরলে চোখের ক্ষতি হয়৷ তাই একটা লম্বা সময়ের পর কনট্যাক্ট লেন্স খুলে ফেলা উচিৎ৷ চোখে নির্দিষ্ট মাত্রায় অক্সিজেন প্রয়োজন৷ কনট্যাক্ট লেন্স থাকার ফলে সেই অক্সিজেন ঢুকতে পারে না৷ তাতে চোখের ক্ষতি হয়৷
যদি কখনও কনট্যাক্ট লেন্স পরে সমস্যা হয়, বা চোখে জ্বালাভাব হয়, তাহবে সঙ্গে সঙ্গে লেন্স খুলে চোখে চিকিৎসকের প্রেসক্রাইব করা ড্রপ দিন বা চোখে জলের ঝাপটা দিন৷ রাতে কখনওই লেন্স পরে শুয়ে পরবেন না৷ লেন্স পরে ঘুমোনো একেবারে উচিৎ নয়৷ কারণ এতে চোখের সমস্যা হবে৷
যদি কখনও কনট্যাক্ট লেন্স পরে সমস্যা হয়, বা চোখে জ্বালাভাব হয়, তাহবে সঙ্গে সঙ্গে লেন্স খুলে চোখে চিকিৎসকের প্রেসক্রাইব করা ড্রপ দিন বা চোখে জলের ঝাপটা দিন৷ রাতে কখনওই লেন্স পরে শুয়ে পরবেন না৷ লেন্স পরে ঘুমোনো একেবারে উচিৎ নয়৷ কারণ এতে চোখের সমস্যা হবে৷
লেন্স পরা মাত্রই চোখে নিয়মিত ফ্লুইড দিতে হবে৷ কারণ লেন্স নরম রাখার জন্য কর্নিয়া চোখের জল শুষে নেয়৷ তাই লেন্সের কারণে কর্নিয়ার জল শুকিয়ে যেতে পারে। ফলে চোখের জল বা অশ্রু মাত্রা কমে যেতে পারে৷
লেন্স পরা মাত্রই চোখে নিয়মিত ফ্লুইড দিতে হবে৷ কারণ লেন্স নরম রাখার জন্য কর্নিয়া চোখের জল শুষে নেয়৷ তাই লেন্সের কারণে কর্নিয়ার জল শুকিয়ে যেতে পারে। ফলে চোখের জল বা অশ্রু মাত্রা কমে যেতে পারে৷
এর ফলে একটা সময়ের পর চোখ লাল হয়ে যেতে পারে৷ চুলকানি হতে পারে৷ এতে চোখের খুব ক্ষতি হবে৷
এর ফলে একটা সময়ের পর চোখ লাল হয়ে যেতে পারে৷ চুলকানি হতে পারে৷ এতে চোখের খুব ক্ষতি হবে৷
সাধারণত মেয়েরা চোখে কাজল বা মাস্কার পরেন৷ কিন্তু লেন্সে কোনওভাবে এগুলো লাগলে চোখ জ্বালা করবে৷ তাই লেন্স সেভাবেই পরুন, যাতে কোনও ভাবে কাজল বা অন্যান্য প্রসাধনী সামগ্রীর ছোঁয়া না লাগে৷
সাধারণত মেয়েরা চোখে কাজল বা মাস্কার পরেন৷ কিন্তু লেন্সে কোনওভাবে এগুলো লাগলে চোখ জ্বালা করবে৷ তাই লেন্স সেভাবেই পরুন, যাতে কোনও ভাবে কাজল বা অন্যান্য প্রসাধনী সামগ্রীর ছোঁয়া না লাগে৷
মেকআপ করার পরে লেন্স পরবেন না৷ যদি সাজতেই হয়, তাহলে লেন্স আগে পরে চোখে সয়ে যাওয়ার পর মেকআপ করুন৷
মেকআপ করার পরে লেন্স পরবেন না৷ যদি সাজতেই হয়, তাহলে লেন্স আগে পরে চোখে সয়ে যাওয়ার পর মেকআপ করুন৷

Knowledge Story: বলুন তো, চোখ বন্ধ করলে কোন রং দেখা যায়? উত্তর জালে চমকে যাবেন

সরকারি হোক বা বেসরকারি যে কোনও চাকরির পরীক্ষাতে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন এসে থাকে যা অনেককেই চিন্তায় ফেলে দেয়।  খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।
সরকারি হোক বা বেসরকারি যে কোনও চাকরির পরীক্ষাতে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন এসে থাকে যা অনেককেই চিন্তায় ফেলে দেয়। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।
এই প্রতিবেদনে তেমনই একটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। প্রশ্নটি হল আমরা চোখ বন্ধ করলে যে রঙ দেখি তার নাম কী? এর উত্তর কালো নয় তা আগেই জানিয়ে দেওয়া হল।
এই প্রতিবেদনে তেমনই একটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। প্রশ্নটি হল আমরা চোখ বন্ধ করলে যে রঙ দেখি তার নাম কী? এর উত্তর কালো নয় তা আগেই জানিয়ে দেওয়া হল।
এসএসসি, ব্যাঙ্কিং, রেলওয়ে ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি আসে। তবে শুধু চাকরির পরীক্ষার জন্য নয়, এমনতিও সাধারণ জ্ঞান হিসেবে এই প্রশ্ন গুলির উত্তর জেনে রাখা দরকার।
এসএসসি, ব্যাঙ্কিং, রেলওয়ে ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি আসে। তবে শুধু চাকরির পরীক্ষার জন্য নয়, এমনতিও সাধারণ জ্ঞান হিসেবে এই প্রশ্ন গুলির উত্তর জেনে রাখা দরকার।
এই প্রশ্নের উত্তরে বেশির ভাগ মানুষই বলে থাকে কালো। কিন্তু চোখ বন্ধ করলে আমরা যে রংটি অনুভব করতে পারি তা কিন্তু কালো নয়। এর সঠিক নাম কী এবং কেন তা আমরা দেখতে পাই এর উত্তর অনেকের কাছে অজানা।
এই প্রশ্নের উত্তরে বেশির ভাগ মানুষই বলে থাকে কালো। কিন্তু চোখ বন্ধ করলে আমরা যে রংটি অনুভব করতে পারি তা কিন্তু কালো নয়। এর সঠিক নাম কী এবং কেন তা আমরা দেখতে পাই এর উত্তর অনেকের কাছে অজানা।
সঠিক উত্তরটি হল চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই বা অনুভব করতে পারি সেটির নাম হল  আইগেনগ্রাও (Eigengrau, #16161D)। এটি একটি ইউনিক রং। যা কালো নয়।
সঠিক উত্তরটি হল চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই বা অনুভব করতে পারি সেটির নাম হল আইগেনগ্রাও (Eigengrau, #16161D)। এটি একটি ইউনিক রং। যা কালো নয়।
যখন আমাদের ব্রেন ভিজ্যুয়াল ইনফরমেশন তৈরি করে, তখন উজ্জ্বলতার চেয়ে কন্ট্রাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখছি অন্ধকার সেই উজ্জ্বল জিনিসের সাথে আপেক্ষিক। উদাহরনস্বরূপ, রাতের আকাশ আইগেনগ্রাও (Eigengrau)-এর থেকে বেশি কালো। কারণ তারা আলো কন্ট্রাস্টের কাজ করে। মজার বিষয় হল, হেক্স কালার চার্টে, যেখানে কালো #000000, EIGENGRAU #16161D।
যখন আমাদের ব্রেন ভিজ্যুয়াল ইনফরমেশন তৈরি করে, তখন উজ্জ্বলতার চেয়ে কন্ট্রাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখছি অন্ধকার সেই উজ্জ্বল জিনিসের সাথে আপেক্ষিক। উদাহরনস্বরূপ, রাতের আকাশ আইগেনগ্রাও (Eigengrau)-এর থেকে বেশি কালো। কারণ তারা আলো কন্ট্রাস্টের কাজ করে। মজার বিষয় হল, হেক্স কালার চার্টে, যেখানে কালো #000000, EIGENGRAU #16161D।
আরও একটি উদাহরণ দিয়ে আইগেনগ্রাও (EIGENGRAU) বোঝানো যায়। একটি কালো বস্তু নিন ও মনোযোগ সহকারে সেটিকে দেখুন। এরপর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে ফের চোখ খুলুন। দেখবেন আগের থেকে বস্তুটিকে বেশি কালো দেখাচ্ছে। কারণ লাইটের সঙ্গে কন্ট্রাস্ট। আর যে রংটি আপনি চোখ বন্ধ করে অনুভব করেছেন সেটি কালোর থেকে হাল্কা।
আরও একটি উদাহরণ দিয়ে আইগেনগ্রাও (EIGENGRAU) বোঝানো যায়। একটি কালো বস্তু নিন ও মনোযোগ সহকারে সেটিকে দেখুন। এরপর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে ফের চোখ খুলুন। দেখবেন আগের থেকে বস্তুটিকে বেশি কালো দেখাচ্ছে। কারণ লাইটের সঙ্গে কন্ট্রাস্ট। আর যে রংটি আপনি চোখ বন্ধ করে অনুভব করেছেন সেটি কালোর থেকে হাল্কা।
আইগেনগ্রাও (EIGENGRAU) হল অন্ধকার ধূসর ছায়া। আপনি দেখতে পাবেন যখন কোন আলো নেই। এটিকে অপটিক স্নায়ু থেকে ভিজ্যুয়াল সংকেতের ফলাফল বলা হয়। EIGENGRAU হল একটি জার্মান শব্দ। 'EIGEN' মানে 'নিজস্ব' এবং GRAU শব্দের অর্থ 'ধূসর'।
আইগেনগ্রাও (EIGENGRAU) হল অন্ধকার ধূসর ছায়া। আপনি দেখতে পাবেন যখন কোন আলো নেই। এটিকে অপটিক স্নায়ু থেকে ভিজ্যুয়াল সংকেতের ফলাফল বলা হয়। EIGENGRAU হল একটি জার্মান শব্দ। ‘EIGEN’ মানে ‘নিজস্ব’ এবং GRAU শব্দের অর্থ ‘ধূসর’।

চোখ দেখলেই বুঝতে পারবেন, মানুষটা কেমন! দেওয়া রইল টোটকা, আর ঠকবেন না!

চোখ শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ। চোখ দেখে একজন মানুষের সম্পর্কে অনেক গোপন কথাও জানা যায়।
চোখ শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ। চোখ দেখে একজন মানুষের সম্পর্কে অনেক গোপন কথাও জানা যায়।
অনেকেই মজা করে বলেন, চোখের ভাষা পড়তে জানতে হয়! চোখের ভাষা বলে কি সত্যিই কিছু হয়! সেটা বলা মুশকিল। তবে চোখের ধরণ, রঙ দেখে অনেক কিছু আন্দাজ করে নিতেই পারেন।
অনেকেই মজা করে বলেন, চোখের ভাষা পড়তে জানতে হয়! চোখের ভাষা বলে কি সত্যিই কিছু হয়! সেটা বলা মুশকিল। তবে চোখের ধরণ, রঙ দেখে অনেক কিছু আন্দাজ করে নিতেই পারেন।
চোখের রঙ কালো ও সুন্দর হলে জীবনে সুখী হওয়ার সম্ভাবনা বাড়ে। এমনকী কেরিয়ারে সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকে বেশি।
চোখের রঙ কালো ও সুন্দর হলে জীবনে সুখী হওয়ার সম্ভাবনা বাড়ে। এমনকী কেরিয়ারে সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকে বেশি।
যাঁদের চোখ লাল, তাঁরা সাধারণত বদমেজাজি হন। তবে তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এমনকী চটজলদি কোনও সিদ্ধান্তও নিতে পারেন তাঁরা।
যাঁদের চোখ লাল, তাঁরা সাধারণত বদমেজাজি হন। তবে তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এমনকী চটজলদি কোনও সিদ্ধান্তও নিতে পারেন তাঁরা।
যাঁদের গোল গোল চোখ, তাঁরা নিজেদের স্বার্থের জন্য সব করতে পারেন। তাঁরা সাধারণত অন্যের ভাল-মন্দ নিয়ে ভাবেন না।
যাঁদের গোল গোল চোখ, তাঁরা নিজেদের স্বার্থের জন্য সব করতে পারেন। তাঁরা সাধারণত অন্যের ভাল-মন্দ নিয়ে ভাবেন না।
যাঁদের চোখ তুলনামূলক বড়. তাঁরা দয়ালু হন। জীবনের বেশিভাগ সময় তাঁদের আনন্দে কাটে। বন্ধুভাগ্য ভাল হয়।
যাঁদের চোখ তুলনামূলক বড়. তাঁরা দয়ালু হন। জীবনের বেশিভাগ সময় তাঁদের আনন্দে কাটে। বন্ধুভাগ্য ভাল হয়।
চোখের রঙ যাঁদের বাদামি, তাঁরা প্রতারণা করতে পারেন। তাঁরা মিথ্যে কথা বলতে দুবার ভাবেন না। এমনকী কথার খেলাপও করে থাকেন।
চোখের রঙ যাঁদের বাদামি, তাঁরা প্রতারণা করতে পারেন। তাঁরা মিথ্যে কথা বলতে দুবার ভাবেন না। এমনকী কথার খেলাপও করে থাকেন।
চোখ যাঁদের ছোট, তাঁরা প্রতিভাবান হন। তাঁরা মনটাকে কঠিন পরিস্থিতিতে শক্ত রাখতে পারেন। ফলে বাধা কাটিয়ে সাফল্য পান।
চোখ যাঁদের ছোট, তাঁরা প্রতিভাবান হন। তাঁরা মনটাকে কঠিন পরিস্থিতিতে শক্ত রাখতে পারেন। ফলে বাধা কাটিয়ে সাফল্য পান।
অনেকে চোখ বেশ গভীর হয়। তাঁরা চিন্তাশীল। তবে সন্দেপ্রবণ হয়ে থাকেন।
অনেকে চোখ বেশ গভীর হয়। তাঁরা চিন্তাশীল। তবে সন্দেপ্রবণ হয়ে থাকেন।