রণডিহা ব্যারেজ

West Bardhaman News: পুজোর ছুটিতে ডে-আউটের দারুণ ঠিকানা! দামোদরের অনন্য এক রূপ মুগ্ধ করবে আপনাকে

কাঁকসা, পশ্চিম বর্ধমান : পুজোর ছুটিতে অনেকেই বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। অনেকে আবার  বাড়িতে থেকে পুজো উপভোগ করতে চান। একদিনের জন্য ঘুরে আসতে পারেন রণডিহা ব্যারেজ থেকে। দামোদরের উপর তৈরি অন্য গঠনশৈলীর জলাধার এবং সংলগ্ন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।

পানাগড় থেকে খুব সহজেই রণডিহাব্যারেজে পৌঁছে যাওয়া যায়। বর্ষা ছাড়া অন্য সময় এই জায়গায় দামোদরকে শান্ত রূপেই দেখা যায়। আশপাশে সবুজে ঘেরা পরিবেশ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। তবে এখানে দামোদরে নামতে না যাওয়া ভাল। লকগেটের ওপর ওঠার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে আশপাশে এলাকা ঘুরে অনেকটা সময় খুব সহজে কাটিয়ে দেওয়া যায়।

যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গা উপহারের থেকে কম কিছু নয়। পুজোর আগে দামোদরের চড়ে থাকা কাশফুল রণডিহাব্যারেজের সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। আবার নদী থেকে ধরে আনা টাটকা মাছ গরম গরম ভেজে খাবার সুযোগ রয়েছে এখানে। কেজি প্রতি ১০০ টাকা খরচ করলেই নদীর পাড়ে বসে গরম গরম মাছ ভাজা খেতে পারবেন আপনি।

আরও পড়ুন:   সুগার, কোলেস্টেরল-সহ ২১ রোগের রামবাণ এই একটি মশলা… ‘মহৌষধি’! আপনার রান্নাঘরেই আছে

যদিও স্থানীয়রা বলছেন, এখানে সারা বছরই প্রচুর পর্যটক আসেন। পুজোর সময় এবং পিকনিকের মরশুমে ভিড় আরও অনেকটা বেড়ে যায়। কিন্তু এই জায়গা যদি প্রশাসনের উদ্যোগে আরও সাজিয়ে তোলা হয়, তাহলে পর্যটকদের কাছে রণডিহা ব্যারেজ আরও জনপ্রিয় হয়ে উঠবে। চাইলে আপনি একদিনেই এখান থেকে ঘুরে যেতে পারবেন। গ্রাম্য পরিবেশে পুরো একটা দিন কাটাতে চাইলে রাত্রিবাসেরও সুযোগ রয়েছে এখানে।