চলছে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ

South 24 Parganas News: ফের বিপত্তি! মাছ ধরা দেখতে গিয়ে কুমিরের পেটে পাথরপ্রতিমার যুবক

পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার জি প্লটের গোবর্ধনপুরে আবারও কুমিরের আক্রমণে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি‌‌। পুলিশ জানিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম আব্বাস উদ্দিন শেখ(৪০)। ওই ব্যক্তির বাড়ি সত্যদাসপুরে‌। কীভাবে ঘটল এই ঘটনা, স্থানীয়রা জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা নদীতে জাল ফেলে মাছ ধরার কাজ করছিল। সেইসময় আব্বাস সেই মাছ ধরা দেখতে নদীর পাড়ে যায়। আর সেখানেই ঘটে বিপত্তি। নিম্নচাপ ও আবহাওয়া খারাপ থাকায় নদীর জল এমনিতেই ফুলে উঠেছে। তার ফলে জল পাড়ের কাছে চলে আসছে। যার জেরে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ হাওড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে ১২ জন! 

নদীতে ওঁত পেতে থাকা কুমির আক্রমণ করে আব্বাসের উপর। কিছু বোঝার আগে টেনে নিয়ে যায় তাঁকে। ঠিক একই ভাবে মাসখানেক আগে মানিক ভক্তা(১৩) নামের এক কিশোরকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। এবার আবারও এই ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি জাহাঙ্গীর আলি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিজে উদ্ধারকারী দলের সঙ্গে বের হয়েছেন।

ছবি, ভিডিও করা হচ্ছে সমস্ত পক্রিয়ার। কিন্তু কোনওভাভেই এখনও খোঁজ মেলেনি ওই ব্যক্তির। ওই ব্যক্তির খোঁজে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন কখন আব্বাসের খোঁজ মেলে সেই ঘটনার।

নবাব মল্লিক