ইন্টারন্যাশনাল ব্রেকিং চ্যাম্পিয়নশিপ

Purulia News: ইন্টারন্যাশনাল ব্রেকিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে পুরুলিয়ার ভূমিপুত্র

পুরুলিয়া: শুধু শিল্প সংস্কৃতি নয় ধীরে ধীরে খেলাধুলাতেও অনেকখানি এগিয়ে গিয়েছে জেলা পুরুলিয়া। এই জেলার মাটিতে এসেছে একের পর এক সম্মান। ‌ এবার এই জেলার ভূমিপুত্র বিদেশের মাটিতে জেলার নাম উজ্জ্বল করতে চলেছে।‌ ইন্টারন্যাশনাল ব্রেকিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে পুরুলিয়ার ভূমিপুত্র অভিজিৎ শীল।‌ আগামী ১আগস্ট ২০২৪-এ কাজাকিস্তানে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা তাতেই অংশ নেবেন পুরুলিয়ার ভূমিপুত্র তথা অ্যাডভান্স ক্যারাটে একাডেমি কর্ণধার অভিজিৎ শীল। ইতিপূর্বে তিনি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বহু কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন।

কিউকোসিন ক্যারাটেকে পুরুলিয়ার মানুষের কাছে অন্য মাত্রায় তুলে ধরেছেন। দেশে-বিদেশে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। আর এবার ব্রেকিং চ্যাম্পিয়নশিপে অনেকখানি আশা নিয়ে বিদেশের মাটিতে পুরুলিয়াকে বিশ্বের দরবারে তুলে ধরতে চলেছেন তিনি। দীর্ঘ ২৪ বছর ধরে তিনি কিউকেশন ক্যারাটে সঙ্গে যুক্ত। ২০০৪ সাল থেকে তার এই একাডেমির পথচলা শুরু। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে তার ৩০০-রও বেশি স্টুডেন্ট রয়েছে।

এ বিষয়ে তিনি বলেন,তিনি এর আগেও নানান কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। ‌ এই কম্পিটিশনেও তিনি অনেক আশা নিয়ে যাচ্ছেন। ‌ পুরুলিয়ার নাম বিশ্বের দরবারে তিনি তুলে ধরতে চান। ‌ তিনি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন।প্রত্যন্ত জেলা পুরুলিয়াতে কিউকোসিন ক্যারাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন পুরুলিয়ার এই ভূমিপুত্র অভিজিৎ শীল।

আরও পড়ুনঃ North 24 Parganas News: পাহাড়ের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল সুন্দরবন

তার বহু ছাত্র-ছাত্রী একের পর এক পুরস্কার অর্জন করছে। দেশি-বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়ছে তার নাম। আগামী দিনে তিনি এই প্রতিযোগিতায় কতখানি ছাপ ফেলে আসতে পারেন তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা পুরুলিয়া জেলা। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি