Crime News: ইউটিউব দেখে বোমা বানানো! শ্রীঘরে ১৮-র যুবক, কেন এমন কাণ্ড, জানলে অবাক হবেন

জয়নগর: ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে ১৮-র যুবক। ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মশলা। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতেন তিনি। ঘর বন্ধ করে মোবাইল ঘাটতেন। কেউ ঘরে ঢুকলেই বিরক্ত হতেন প্রবীর। সম্প্রতি কিছু যুবকের সঙ্গে তাঁর ঝামেলা বাধে। তাঁদের শায়েস্তা করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেন তিনি। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করেন। তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটান। মাঝরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন: রান্না করতে গিয়ে আচমকা একটা শব্দ… উনুনের ভিতর ওটা কী! বাপরে… চোখ যেতেই সর্বনাশ

আরও পড়ুন: দক্ষিণ দিকে রশিতে টান, আট দিন পর মাসির বাড়ি থেকে ফিরলেন প্রভু জগন্নাথ

তবে এই ঘটনায় কেউ আহত হননি। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীর পুরীতে কাজ করতেন। মাঝেমধ্যে তিনি বাড়িতে আসতেন। সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটান তিনি। অভিযুক্ত যুবক জেরার সময় ইউটিউব দেখে বোমা বানানোর বিষয়টি শিখেছে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন কোথা থেকে মশলা এবং সরঞ্জাম জোগাড় করা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

অর্পণ মণ্ডল