রাস্তায় ওমলেট তৈরির চেষ্টা।

Paschim Bardhaman News: তীব্র গরমে এ কী কাণ্ড যুবকের! পিচের রাস্তায় ডিম ঢেলে অমলেট, শেষমেশ তৈরি হল কি

দুর্গাপুর: তীব্র গরমে কাহিল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই একই ছবি। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা যেন আরও করুণ। এমন অবস্থায় দুর্গাপুরের এক যুবক ঘটিয়ে বসলেন অবাক কাণ্ড। কতটা গরম শহরের মানুষকে সহ্য করতে হচ্ছে, কতটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে জেলায়, তা বোঝাতে অবাক পরীক্ষা-নিরীক্ষা চালালেন তিনি।

দুর্গাপুরের ওই যুবক এমন কাণ্ডকারখানা ঘটিয়েছেন, যা দেখে অবাক হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। শহরে হইচই শুরু হয়েছে এই কাণ্ড দেখে। কারণ এই গরমে শহরের কালো পিচের ঝাঁ চকচকে রাস্তায় অমলেট তৈরির চেষ্টা চালিয়েছেন। তিনি আর যা ফল পেয়েছেন, তা চমকে দেওয়ার মতো। নিছকই মজার ছলে এই পরীক্ষানিরীক্ষা তিনি চালিয়েছিলেন। কিন্তু তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, সূর্যের কতটা চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে।

দুর্গাপুরের বাসিন্দা বিবেকানন্দ মাকুর। তিনি বিবেক নামেই বেশি পরিচিত। সেই যুবকই নিজের বন্ধুকে নিয়ে চালিয়েছেন এমন মজার পরীক্ষা। তীব্র গরম সহ্য করতে করতে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। যদিও গরম রাস্তায় অমলেট তৈরি হয়নি। কারণ অমলেট তৈরির জন্য প্রয়োজন আরও বেশি তাপমাত্রা। তবে তিনি মজার ছলে যে কাজ করেছেন, তা একেবারে ফেলে দেওয়ারও নয়।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান! প্রচার শুরু করতেই বড় গোলমাল.. নেতা বললেন, ‘যব হাতি চলে বাজার..’

আরও পড়ুন: শিক্ষক ভাই দাদার সঙ্গে এমন কাজ করলেন! লুকিয়ে পালাতে গিয়ে পড়ল ধরা

প্রসঙ্গত, বিবেক বাবু যেমন মজার ছলে এই পরীক্ষা চালিয়েছেন, তেমনই দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে। তীব্র এই গরম উপেক্ষা করেও বহু মানুষকে পেটের তাগিদে রাস্তায় বেরতে হয়। দু’পয়সা উপার্জনের জন্য গরমে করতে হয় প্রচুর পরিশ্রম। তেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুরের এই যুবক। গরমে রাস্তায় যাঁরা কাজ করেন, তাদের হাতে তুলে দিয়েছেন ঠান্ডা জল, ঠান্ডা পানীয়। সব মিলিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, বৃষ্টিহীন বৈশাখে জেলার মানুষের নাজেহাল অবস্থা।

নয়ন ঘোষ