ট্যাঙ্ক বসানো হল উঁচু জায়গায়

150 Feet National Flag: পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্কের উপর উড়বে ১৫০ ফুটের তেরঙ্গা!

দক্ষিণ দিনাজপুর: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়ের প্রতীক হিসেবে রাখা ছিল যুদ্ধ ট্যাঙ্কটি। সেটাই এবার নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে সাজিয়ে তুলল বালুরঘাট পুরসভা। এই ঐতিহাসিক ট্যাঙ্কের উপর উড়বে ১৫০ ফুট উচ্চতার জাতীয় পতাকা।

সংস্কারের পর মুক্তিযুদ্ধের সাক্ষ্য বহনকারী এই ট্যাঙ্কে ভার্টিক্যাল গার্ডেন, গার্ড ওয়াল, অত্যাধুনিক আলো, সাউন্ড সিস্টেম সহ একাধিক ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, বালুরঘাট শহরে ঢুকতেই রঘুনাথপুর এলাকায় প্রথমেই চোখে পড়বে এই যুদ্ধ ট্যাঙ্কটি। যা দেখে মডেল মনে হলেও একটু নজর দিলেই বোঝা যাবে সেটি আদতে যুদ্ধের সত্যিকারের ট্যাঙ্ক। বাংলাদেশের মুক্তি যুদ্ধে সামিল ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল এই পাকিস্তানি ট্যাঙ্কটি। যা যুদ্ধ জয়ের প্রতীক হিসেবে বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যায় ভারতীয় সেনা।

আর‌ও পড়ুন: ‘সম্পর্ক’-এর বন্ধনে শিলিগুড়ি, জনসংযোগে নতুন প্রকল্প

পরবর্তীতে ওই ট্যাঙ্কটি বালুরঘাটের প্রবেশ দ্বার অর্থাৎ রঘুনাথপুরে রাখা হয়। এই বিষয়ে বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র জানান, বালুরঘাটের ঐতিহ্যকে জনসমক্ষে তুলে ধরতে ট্যাঙ্কটিকে উঁচু জায়গায় বসানো হয়েছে। প্রতিদিন জাতীয় পতাকার সঙ্গে দেশাত্মবোধক গান বাজানো হবে। এর ফলে শোভা বৃদ্ধি পাবে। শহরের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে এই জায়গাটি গড়ে তোলা হয়েছে।

সুস্মিতা গোস্বামী