খুঁটি পুজো

East Medinipur News: পুজোয় তমলুক শহর হয়ে উঠবে এবার মায়া নগরী

পূর্ব মেদিনীপুর,  তমলুক : দুর্গাপুজোয় তমলুক শহর এবার মায়ানগরী। জেলা তথা তমলুক শহরের অন্যতম বিগ বাজেট পুজোর এ বছরের থিম মায়াবী। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সব থেকে বড় পার্বন বা উৎসবটি হলদুর্গাপুজো। আর মাত্র ৫৪ দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোশুরু হতে চলেছে। ইতিমধ্যেই বড় বড় পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমান সময়ে বড় শহর থেকে ছোট শহর ছোট শহর থেকে মফসল সর্বত্রই দুর্গা পুজোয় থিম পুজোর ছড়াছড়ি।

তমলুক শহরের অন্যতম বিগ বাজেট পুজোর এ বছরের থিম মায়াবী।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর কালীপুজোর জন্য বিখ্যাত হলেও, এই শহরে বেশ কয়েকটি বিগ বাজেটের দুর্গাপুজোহয়। যাদের মধ্যে অন্যতম তমলুক শহরের ইয়ুথ স্পোর্টিং ক্লাব। খুঁটি পুজোর মাধ্যমে শারদীয়া উৎসবের সূচনা করল তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব। এবারের থিম মায়াবেশ। এবার পুজোতে ঠাকুর, প্যান্ডেল, লাইট এর ওপর জোর দিয়েছে তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব। এবারেবাজেট ২০ লক্ষ টাকা।

আরও পড়ুন : চন্দনপুর ঐকতানের খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে পড়ল কাঠি

খুঁটি পুজোতে উৎসাহ দেখা গেল মহিলাদের মধ্যেও। পুজোর কটা দিন বাড়িতে রান্নাবান্না,খাওয়া দাওয়া আর আনন্দ উৎসবের মেতে ওঠাই তাদের কাছে বড় আনন্দের। বেশ কয়েক বছর ধরে তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্যোক্তারা আশাবাদী এবারেও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজোর উদ্বোধন হবে।

আরও পড়ুন : দণ্ডায়মান অবস্থায় দহকার্য হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামীর! শেষদিনেও মাথা নত করেননি

বিগত কয়েক বছর ধরে তমলুক শহরে বিগ বাজেটের পুজোর থিম তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে আসছে। এবারেও দর্শকদের আনন্দ দেওয়ার ব্যবস্থা রাখছে সংস্থা। পুরুষদের সঙ্গে মহিলা সদস্যরা হাতে হাত মিলিয়ে পুজোর আয়োজনে মেতে উঠেছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

খুঁটি পুজোর মাধ্যমে বিগ বাজেট পুজো কমিটির পুজো প্রস্তুতি শুরু হয়েছে।

সৈকত শী