বড় প্ল্যান ২১ জুলাই নিয়ে

21 July: ২১ জুলাইতে এবার বিরাট চমক! তোলপাড় ফেলে দিতে চায় তৃণমূল! কী এমন ঘটতে চলেছে?

কলকাতা: ২১ জুলাই, শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি, বিধায়ক ও সাংসদদের চিঠি। লোকসভা ভোটে ভাল ফলের প্রেক্ষিতে রেকর্ড জমায়েত করতে চায় তৃণমূল কংগ্রেস। ব্লক ধরে ধরে প্রস্তুতি বৈঠক করতে বলা হয়েছে। বিশেষ নজরে উত্তরের একাধিক জেলা। কোচবিহার জয়ের পরে এবার উত্তর দিয়ে বিশেষ জমায়েতের প্রস্তুতি।

এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল, ২১ জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নানাবিধ নাটকীয় উত্থান-পতন। বিগত দু’দশক ধরে এই দিনটিই তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এই দিনটির তাৎপর্য তৃণমূলে ঠিক কতটা তা একটা ঘটনার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়।

২০১১ সালের ১৩ মে (বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল) ৩৪ বছরের বাম শাসনে ধস নামিয়ে রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের পর আলাদা করে কোনও বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আরও পড়ুন: ‘কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমাদের নেই,’ হকার সমস্যা নিয়ে মুখ খুললেন মমতা, দিলেন কী নির্দেশ?

সেদিন বেলা গড়াতেই জনাদেশ স্পষ্ট হয়ে যায়, আর এরপরই দৃশ্যত আপ্লুত মমতা জানিয়ে দেন, জয়ের উদযাপন হবে ২১ জুলাই শহিদ তর্পণের দিন। তবে এই ২১ জুলাইয়ের ইতিহাস তৃণমূলের জন্মের আগেই ঘটে গিয়েছে। একুশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে দলের আগামী দিনের লক্ষ্যপূরণের বার্তা দিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিতে এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবই দেখে রাজনৈতিক মহল।