প্রতিকী ছবি

South 24 Parganas News: রাস্তা তৈরির অজুহাতে কুলপীতে কাটা পড়ল ৯০টা গাছ! প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা

কুলপি: কুলপিতে রাস্তার পাশে অবৈধ ভাবে গাছ কাটা হল। গাছ কাটার অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে কুলপি বিডিও অফিসের পক্ষ থেকে।

কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা হালদার  এ প্রসঙ্গে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েত সমিতির রাস্তা তৈরি করা নিয়ে।

আরও পড়ুন: জনগণের সমস্যা সমাধানে ত্রিপুরায় শুরু ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচি, প্রশাসনকে চিকিৎসা ক্ষেত্রে জোর দেওয়ার পরামর্শ মানিক সাহার

রাস্তা তৈরি করার কথা থাকলেও রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার কথা কেউ বলেনি। কিন্তু অভিযোগ তারপরেও গাছ কাটা হয়েছে।

আরও পড়ুন: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করলেন আরতিও

অভিযোগের তীর কুলপির গাজীপুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর দিকে।প্রায় ৮০ থেকে ৯০ টি গাছ কাটা হয়েছে সেখানে। অথচ এই এলাকায় গাছ কাটা যায়না।

সুন্দরবন এলাকায় গাছ কাটা একেবারেই নিষিদ্ধ।কিন্তু রাস্তা তৈরির জন্য কেন গাছ কাটা হল? তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।

ইতিমধ্যেই বিডিও অফিসের পক্ষ থেকে বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে৷ এই গাছগুলি মূল্যবান সোনা ঝুরি গাছ ছিল। এদিকে ঠিক কি কারণে এই গাছ কাটা হল তা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর।  বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
নবাব মল্লিক