Tag Archives: News South 24 Parganas

South 24 Parganas News: রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিন! পাইলট প্রজেক্টের কাজ শুরু বিষ্ণুপুরে

ডায়মন্ডহারবার: রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিনের উপর পাইলট প্রজেক্টের কাজ হবে ডায়মন্ডে হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ নং ব্লকে। এই খবর নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ২ নং ব্লকের বিএমওএইচ অরিত্র পাল।

এই ভ্যাকসিন নিয়ে সমস্ত রকম প্রশ্ন দূর করতে এবং সমাজের সর্বস্তরের ব্যক্তিদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের পর প্রাথমিকভাবে জানা গিয়েছে এই পাইলট প্রজেক্টের মাধ্যমে ৩০ হাজার মানুষকে  ভ্যাকসিন দেওয়া হবে।

আরও পড়ুন: বানভাসি হুগলি জেলা! জলের তলায় একাধিক গ্রাম, ডিভিসির বিরুদ্ধে তোপ মন্ত্রীর

কলেরা একটি জলবাহিত রোগ, বর্ষাকালে জমা জল ও নোংরা জল থেকে এর প্রকোপ বাড়তে পারে। রাজ্যের মধ্যে প্রথম বিষ্ণুপুর ২ নম্বর ব্লকে দেওয়া হবে কলেরার ভ্যাকসিন। বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বাখরাহাট, নহাজারি এবং খাগড়ামুড়ি এই তিনটি পঞ্চায়েত এলাকায় দেওয়া হবে ভ্যাকসিন।

আরও পড়ুন: এবার চন্দ্রযান ৪, চাঁদের মাটি থেকে নমুনা নিয়ে ফিরে আসবে পৃথিবীতে, বরাদ্দ ২,১০৪ কোটি টাকা

এটি একটি ওরাল ভ্যাকসিন। সম্পূর্ণ মৃত জীবানু দিয়ে তৈরি এই ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভ্যাকসিন নিয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আইসিএমআর-এর প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ, বিএমওএইচ, সাতগাছিয়ার বিধায়ক মোহন চন্দ্র নস্কর-সহ আরও অন্যান্য ব্যক্তিরা। এই ভ্যাকসিন নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সকলের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নবাব মল্লিক

South 24 Parganas News: রাস্তা তৈরির অজুহাতে কুলপীতে কাটা পড়ল ৯০টা গাছ! প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা

কুলপি: কুলপিতে রাস্তার পাশে অবৈধ ভাবে গাছ কাটা হল। গাছ কাটার অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে কুলপি বিডিও অফিসের পক্ষ থেকে।

কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা হালদার  এ প্রসঙ্গে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত পঞ্চায়েত সমিতির রাস্তা তৈরি করা নিয়ে।

আরও পড়ুন: জনগণের সমস্যা সমাধানে ত্রিপুরায় শুরু ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচি, প্রশাসনকে চিকিৎসা ক্ষেত্রে জোর দেওয়ার পরামর্শ মানিক সাহার

রাস্তা তৈরি করার কথা থাকলেও রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার কথা কেউ বলেনি। কিন্তু অভিযোগ তারপরেও গাছ কাটা হয়েছে।

আরও পড়ুন: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করলেন আরতিও

অভিযোগের তীর কুলপির গাজীপুর পঞ্চায়েতের প্রধানের স্বামীর দিকে।প্রায় ৮০ থেকে ৯০ টি গাছ কাটা হয়েছে সেখানে। অথচ এই এলাকায় গাছ কাটা যায়না।

সুন্দরবন এলাকায় গাছ কাটা একেবারেই নিষিদ্ধ।কিন্তু রাস্তা তৈরির জন্য কেন গাছ কাটা হল? তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।

ইতিমধ্যেই বিডিও অফিসের পক্ষ থেকে বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে৷ এই গাছগুলি মূল্যবান সোনা ঝুরি গাছ ছিল। এদিকে ঠিক কি কারণে এই গাছ কাটা হল তা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর।  বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
নবাব মল্লিক

South 24 Parganas: কর্মজীবনে ৮৭টা বাঘ কাবু এই বনকর্মীর হাতে! শুনুন তাঁর অভিজ্ঞতার কথা

দক্ষিণ ২৪ পরগনা: কর্মজীবনে ৮৭টা সুন্দরবনের বাঘ ধরেছেন। সেই ৬০ বছরের আমিরচাঁদকে সন্মান দিল দক্ষিণ ২৪ পরগনা বনদফতর। ২৬ ফুট খেজুর গাছে উঠে পড়া সুন্দরবনের রাজাকে কাবু করেছিলেন। তেমনই তাল গাছ থেকেও বাঘকে নামিয়েছিলেন। সুন্দরবনের যে কোনও গ্রামে বাঘ ঢুকে পড়লেই ডাক পড়ত কুলতলির আমিরচাঁদের। বন দফতরের কর্মীরা তাঁকে ডাকেন ছোটবাবু বলে।

এই ছোটবাবু ওরফে আমিরচাঁদের বয়স ৬০ বছর। কিন্তু এই বয়স তাঁর কাছে কোনও বাধা নয়। সদ্য কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। তাঁর এই কর্মজীবনে ৮৭টা বাঘকে ধরে আবার জঙ্গলে পাঠিয়েছেন নিপুন দক্ষতায়। তাঁরই চেষ্টায় বন থেকে উদ্ধার হয়েছিল ১৪টি হরিণের চামড়া। এই আমিরচাঁদকে সোমবার আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে মঞ্চে তুলে সন্মান দিল দক্ষিণ ২৪ পরগনা বনদফতর। সন্মান নিয়ে চোখে জল তাঁর। তিনি বলেন, বনদফতর এখনও আমায় ডাকলে চলে যাব। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগ সূত্রে খবর, আমিরচাঁদের মেয়াদ বাড়িয়ে তাঁকে কাজে রেখে দেওয়ার চিন্তাভাবনা চলছে। কুলতলির দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা আমিরচাঁদ মণ্ডল।

পরিবারে স্ত্রী ছাড়া আছে তিন ছেলে দুই মেয়ে। ১৯৮৪ সালে ধনচি ক্যাম্পে অস্থায়ী বনকর্মী হিসেবে কাজ শুরু হয় আমিরচাঁদের। এরপর ১৯৮৭ সালের ২২ জানুয়ারিতে সরকারিভাবে প্রথম বোটম্যান হিসেবে কুলতলি বিটে কাজে যোগ দেন তিনি। এই বোটম্যান থেকে বনরক্ষীতে পদোন্নতি হয় আমিরচাঁদের। শুধু বাঘ ধরা নয় সুন্দরবনের নদীতে জলদস্যু আক্রমণও ঠেকিয়েছিলেন তিনি। এই জলদস্যুদের কবল থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মনও পুরস্কৃত করেন আমিরচাঁদকে।
বাঘকে বন্দুক দিয়ে ঘুমপাড়ানো কাজে প্রশিক্ষণ ছিল তাঁর। এই দক্ষ বনকর্মীর ভূয়সী প্রশংসা করেন দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিকরা।

এক আধিকারিক বলেন, আমিরবাবুর কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়। আর আমিরচাঁদ বলেন, ধনচি ক্যাম্পে বোট থেকে রক্ষীদের বন্দুক ছিনতাই করেছিল জলদস্যুরা। সেই জলদস্যুকে ধরিয়ে দিয়েছিলেন আমির। আর তারঁ বাঘ ধরার অভিজ্ঞতা হাড় হিম করা।কয়েক বছর আগে চুপড়িঝাড়া এলাকায় সাতদিন ধরে বাঘের আতঙ্ক নেমেছিল। খাঁচা পেতেও ধরা পড়ছিল না। এরপর সেই বাঘকে ধরে ফেলি অনেক চেষ্টার পর। মৈপীঠের ৬ দিন পর বাঘ ধরা পড়েছিল। পরিস্থিতির চাপে নেটের মধ্যে ঢুকতে হয়েছিল আমাদের। বাঘ এক লাফ দিয়ে নেটে ঝাঁপালো। তবুও ভয় না পেয়ে সেই বাঘকে কাবু করা গিয়েছিল।

আরও পড়ুনঃ South 24 Parganas News: বর্ষায় বাগানে কাজ করতে গিয়ে সাপের কামড়, তারপর যা ঘটল কল্পনার বাইরে

আমিরচাঁদের কথায়, শক্তিশালী বাঘের আক্রমনে দুর্বল বাঘ লোকালয়ে চলে আসে। এদিন, মৈপীঠের বৈকুণ্ঠপুর হাই স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী সন্মানিত করেন অন্য বন কর্মীদের।

South 24 Parganas News: লাল চা থেকে লেবু চা…দিনভর চা ফেরি করেই চলে গরিবের সংসার! এমন পঞ্চায়েত সদস্য দেখেছেন কখনও?

ডায়মন্ড হারবার: ‘লাল চা, লেবু চা, চিনি ছাড়া চা, চা নেবেন চা’ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে এই ডাক শুনেই আপনার মনে হতেই পারে কোনও চা বিক্রেতা চা বিক্রি করছেন ঘুরে ঘুরে। কিন্তু এই চা বিক্রেতার চা বিক্রি ছাড়াও রয়েছে আরও একটি কাজ। তা হল জনগণের সেবা করা। তিনি একজন দায়িত্বশীল পঞ্চায়েত সদস্য৷

জনগণের সেবা করতে গিয়ে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে। সেবার জয়ীও হন শ্যামল হালদার নামের বছর চল্লিশের ওই ব্যক্তি। সহজ সরলভাবে জীবন যাপন করতে ভালবাসেন। আজও থাকেন টালির ঘরে। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে চা-ফেরি করে সংসার চালাচ্ছেন শ্যামলবাবু। সকাল সন্ধ্যা চা বিক্রি করার পরও শ্যামলবাবু রোজ নিয়ম করে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-২ নম্বর ব্লকের কামারপোল পঞ্চায়েতে যান।

আরও পড়ুন: নন্দীগ্রামে মহিলা খুন! ভোটের আগে জ্বলছে আগুন…দিকে দিকে বিক্ষোভ, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: প্রেস্টিজ ফাইট কাঁথি-তমলুক! আজ শেষ প্রচারে হোম গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী

ভূষণা গ্রামের বাসিন্দা শ্যামলবাবুর পরিবারে রয়েছে বয়স্ক বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন পঞ্চায়েত সদস্যদের দিকে দুর্নীতির আঙুল তোলে বিরোধীরা। তখন শ্যামলবাবুর মতো কিছু ব্যক্তি এখনও দেখিয়ে দেন সততার সঙ্গে কাজ করা কেউ এখনও রয়েছে পৃথিবীতে।

এ নিয়ে শ্যামল হালদার জানান, পঞ্চায়েত সদস্য হওয়ার অনেক আগে থেকেই তিনি চা বিক্রি করেন। সহজ সরল ভাবে থাকবেন এটাই তাঁর আশা। চা বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি জনগণের জন্যও কাজ করার সংকল্প নিয়েছেন তিনি। এখন সেটাও মন দিয়েই করেন।

নবাব মল্লিক