খুদেরাও মাতলো রং খেলায়! দোলের আগে রঙিন পড়ুয়ারা

Holi 2024: খুদেরাও মাতলো রং খেলায়! দোলের আগেই রঙিন পড়ুয়ারা

উত্তর ২৪ পরগনা: হলুদ শাড়ি, মাথায় ফুল গুঁজে কেজি স্কুলে বসন্ত উৎসব পালন করলো খুদে স্কুল পড়ুয়ারা। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে অবস্থিত দ্য আর্ট অফ লিভিং নামে আন্তর্জাতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা পরিচালিত শ্রী শ্রী জ্ঞান মন্দির কেজি স্কুলে এদিন বসন্ত উৎসব পালন করা হয়।

স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এদিনের অনুষ্ঠানে অংশ নেন। হেলেঞ্চা বাজার এলাকা ঘুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি এদিন বিভিন্ন নাচ গানের মধ্যে দিয়ে আনন্দে মেতে ওঠে খুদে ছাত্রছাত্রীরা।

কেজি স্কুলের ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠান দেখতে হাজির হন বাগদা থানার ওসি গণেশ বাইনও। রবীন্দ্র সংগীত থেকে শুরু করে আধুনিক নানা গানের তালে সন্তানদের সঙ্গে কোমর দোলালেন অভিভাবক অভিভাবিকা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। প্রতিদিনের নিয়মমাফিক জীবন ছেড়ে, এই দিনটি যেন অনেকটাই অন্যরকম ভাবে কাটাল খুদে পড়ুয়ারা।

Rudra Narayan Roy