ইউসুফ পাঠান৷

Yusuf Pathan: মারাত্মক অভিযোগ পাঠানের বিরুদ্ধে, কমিশনে ছুটল কংগ্রেস! প্রচারে কেন এই ছবি?

বহরমপুরঃ এবার, তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান। তাঁর বিরুদ্ধে Model Code of Conduct (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলল কংগ্রেস। সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এমন কিছু ছবি বা ব্যানার ব্যবহার করছেন, যা MCC বিরুদ্ধ কাজ। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল ভারত। সেই সংক্রান্ত ছবি প্রচারে ব্যবহারের অভিযোগ ইউসুফ পাঠানের বিরুদ্ধে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর এবং জাতীয় নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট অভিযোগপত্র পাঠানো হল কংগ্রেসের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ একটার পর একটা ছয় মারছেন তিনি! ভোটের লড়াইয়েও মাঠ কাঁপাচ্ছেন ইউসুফ পাঠান

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নেমে প্রচার করছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। তবে, রাজনৈতিক মঞ্চ ছেড়ে খুদেদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান।

চলতি বছর দোলের দিন বহরমপুরে লোকসভার অন্তর্গত কান্দিতে মোহনবাগান মাঠে গিয়ে খুদেদের সঙ্গে হাত মিলিয়ে ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করেন। অন্যদিকে, সদর বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র ব্যারাক স্কোয়ার ময়দানে সন্ধ্যায় ক্রিকেট খেলেন। ব্যাট হাতে পেতেই ইউসুফ পাঠানকে ছক্কা মারে। আর তার এক ঝলক খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।