দিলীপ ঘোষ

Dilip Ghosh: ক্রিকেটের বাইশ গজ থেকে ভোট ময়দান কাঁপালেন দিলীপ ঘোষ! রবিবাসরীয় প্রচারে চার ছক্কার বন্যা! দেখুন…

বর্ধমান : রবিবাসরীয় প্রচারের শেষ বেলায় ফের ব্যাট হাতে চার-ছক্কা হাঁকালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গলসির রাকোনায় ক্রিকেট টুর্নামেন্টে বাইশ গজে দাপট দেখালেন তিনি। সঙ্গে একের পর এক ঝোড়ো কটাক্ষ ছুড়লেন বিরোধী শিবিরকে! নিজস্ব ভঙ্গির নিশানায় ছাড়লেন না তৃণমূল নেত্রীকেও।

তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি জিতলে রেশন বন্ধ করে দেবে। প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ সাফ বলেন, “বিজেপি সব দিচ্ছে। যাদের খাদ্যমন্ত্রী চুরির জন্য জেলে আছে তারা রেশন নিয়ে কথা কোন মুখে বলে।”

লক্ষীর ভাণ্ডারের টাকা এক তারিখে ঢুকে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন,মুখ্যমন্ত্রী খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সরকারই চলছে না। কী দেবেন। নির্বাচনের আগে এরকম বড় বড় প্রতিশ্রুতি দেন। তারপরে সব বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: তেড়েফুঁড়ে আসছে বৃষ্টি…! বজ্রপাত দমকা হাওয়ার সতর্কতা জেলায় জেলায়! কী হবে কলকাতায়? বড় আপডেট দিল আলিপুর

বিজেপি বাংলায় গোহারা হারবে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ জবাবে বলেন, সে তো গতবারও বলেছিলেন। কী হল রেজাল্ট? আমরা দুই থেকে আঠারো হলাম উনি ৩৪ থেকে ২২ হলেন। এরপর যদি আরও ১২ টা কমে যায়  তখন সরকারও পড়ে যাবে, সঙ্গে কোন নেতাকেও খুঁজে পাওয়া যাবে না।

‘সিএএ হলে এনআরসি হয়ে যাবে’ মুখ্যমন্ত্রীর এহেন বিস্ফোরক দাবি প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, উনি অনেকবার ভয় দেখিয়েছেন। মানুষ ওঁর কথায় আর বিশ্বাস করে না। লোক মোদির কথায় বিশ্বাস করে। কারণ মোদির গ্যারান্টি আছে।

আরও পড়ুন: এপ্রিল মাসে ‘এই’ দিনগুলি বন্ধ থাকবে স্কুল-কলেজ…! দেখুন তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা

মূর্তিতে মালা বিতর্ক প্রসঙ্গে তৃণমূলের কটাক্ষের ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, বন বিহারী কাপুর ওখানকার রাজা ছিলেন, সুশাসক ছিলেন। মহারাজ উদয়চাঁদ স্বনামধন্য ব্যক্তি ছিলেন আমরা তাই তাঁর নামে জয়ধ্বনি দিয়েছি। তৃণমূল আগে নিজের প্রার্থীকে সামলাক ছুটে গিয়ে তাঁকে মন্দিরে লোকাতে হচ্ছে। মারের চোটে। তৃণমূলকে কিছু করতে হবে না পাবলিকই সব বুঝিয়ে দেবে। এদিন সকালে বর্ধমানে জনসংযোগের পর বেশিরভাগ সময় গলসিতে কাটান বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর তিনি দুর্গাপুরের দিকে রওনা দেন। সোমবার দুর্গাপুরে তাঁর জন সংযোগ করার কথা।