মুক্তাঙ্গনে খেলতে ব্যস্ত বাচ্চারা

BDO Office: বিডিও অফিস নাকি বাচ্চাদের পার্ক? গোঘাটে এলে গুলিয়ে যেতে পারে

হুগলি: গোঘাট রামকৃষ্ণদেবের ভূমি। আর সেই শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকে সামনে রেখেই এবার নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে গোঘাট-১ বিডিও অফিস। একদিকে মহাপুরুষদের মূর্তি, অন্যদিকে তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য চিল্ড্রেন পার্ক। যা এলাকার শিশুদের খুবই পছন্দের জায়গা হয়ে উঠেছে।

গোঘাট-১ বিডিও অফিসে প্রবেশ করলে এক মুহূর্তের জন্য যে কেউ ভুলে যেতে পারেন সেটি একটি প্রশাসনিক ভবন। গাছ গাছালি, পাখির কলতান, ফুলের সুবাস, সঙ্গে ঋষি মনীষীদের মূর্তি এখানেই কত কী আছে। এখানেই শেষ নয়। বাচ্চাদের জন্য তৈরি পার্কে খেলার জন্য রয়েছে ঢেঁকি, দোলনা, স্লিপ আরও কত কী! নাম দেওয়া হয়েছে মুক্তাঙ্গন। নামকরণের সার্থকতাও রয়েছে যথেষ্ঠ।

আর‌ও পড়ুন: মালদহের বাজারে দাপাচ্ছে দক্ষিণ ভারতের আম! বিক্রি হচ্ছে দেদার

প্রা ১২.৫০ লক্ষ্য টাকা ব্যায় করে তৈরি হয়েছে গোঘট-১ বিডিও অফিস চত্বর। এই সুন্দর করে সাজানো ব্লক অফিস চত্বরটি বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণের হয়ে দাঁড়িয়েছে। আপনি এখানে এলে সহজে বুঝতেই পারবেন না যে এটা একটি প্রশাসনিক ভবন। বরং মনে হবে বাচ্চাদের পার্কে এসে পড়েছেন!

রাহী হালদার