Tag Archives: BDO

Potato Price: আলুর দোকানদারি করছেন বিডিও! ফিরল স্বস্তি, দেখুন ভিডিও

বাঁকুড়া: সর্বসাধারণের জন্য ন্যায্য মূল্যে আলু বিক্রির ব্যবস্থা মেজিয়া ব্লক প্রশাসনের। এর জন্য ফুটপাতে বসল অস্থায়ী আলুর দোকান। আর সেই দোকানে বিডিও, যুগ্ম বিডিও সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা দোকানদারি করলেন! আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। সারা রাজ্যজুড়ে আলুর সঙ্কট। আর সেই আলুর সঙ্কট মোকাবিলায় এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়াল মেজিয়া ব্লক প্রশাসন।

এমনিতেই গত কয়েক মাস ধরে আলুর দাম উর্ধ্বমুখী। তার উপর আলু ব্যবসায়ীদের দিন কয়েকের ধর্মঘটের জেরে দোকানে দোকানে আলুর সঙ্কট, দাম আরও বেড়েছে। আর যে কটি দোকানে সামান্য পরিমাণ আলু মজুত রয়েছে সেই আলুতে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে। আলুর বাজারদর ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কেজি। এই পরিস্থিতিতে মেজিয়ার সাধারণ মানুষকে শাস্তি দিতে ব্লক প্রশাসনের উদ্যোগে মাত্র ২৮ টাকা প্রতি কেজি দরে বিক্রি হলো আলো। আলুর দাম কম দেখে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহযোগিতায় প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়া হল ৫ কেজি করে আলু। এর প্রভাবে খোলা বাজারেও আলুর দাম অনেকটা কমে গিয়েছে।

আর‌ও পড়ুন: সাতসকালে খাঁচাবন্দি বামনডাঙা চা বাগানের ত্রাস, সে কী তর্জন গর্জন!

যে আলু বিক্রি হচ্ছিল ৩৫ থেকে ৪০ টাকা দরে সেই আলুই আজ মেজিয়ার খোলা বাজারের কমে হয় কেজি প্রতি ৩০ টাকা। ব্লক প্রশাসনের হুঁশিয়ারি আলু মজুত রেখে কৃত্রিমভাবে আলুর দাম বাড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মেজিয়ার বিডিও শেখ আব্দুল্লাহ বলেন, কিছু অসাধু মানুষের জন্য আলু পাওয়া যাচ্ছে না। আলু পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হলেও এই কারণেই দাম এতটা বেড়ে গিয়েছে। ব্লক প্রশাসনের এই ভূমিকায় খুশি ক্রেতারা।

নীলাঞ্জন ব্যানার্জী

Vegetable Price Hike: বাজারে কেমন আছে আলু-পটল-ঝিঙেরা? খোঁজ নিতে সাতসকালে হাজির বিডিও

নদিয়া: বাজারদর নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে ফুলিয়ার বিডিও। বাজারদর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ-মাংস সমস্ত জিনিসপত্রের জোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা৷ তারপর‌ই এই পদক্ষেপ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর, মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। এই বৈঠকের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কি না তার মূল্যায়ন করা। সেখানে বিভিন্ন দফতর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজারদর সম্পর্কে জানতে চান মুখ্যসচিব। গত আট দিনে বাজারদরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়েও খবর নেন তিনি।

আর‌ও পড়ুন: এখনও সেভাবে হচ্ছে না বৃষ্টি, পুজোয় ক্ষতি এড়াতে আগেভাগে প্রতিমা তৈরির হিড়িক

সকাল থেকেই নদিয়া জেলার ফুলিয়ার একাধিক বাজার বিডিও এবং থানার পুলিশ অধিকারিকরা যৌথ পরিদর্শন করেন। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ, ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা এই অভিযান চালান। এই বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, বাজার পরিদর্শনে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন। পাইকারি বাজার থেকে কত দামে কিনছেন সেই খোঁজ‌ও নিয়েছেন। এই দামে জিনিস কিনতে গিয়ে ক্রেতাদের কী প্রতিক্রিয়া সেই সম্বন্ধেও খোঁজ নেন। পাশাপাশি এলাকায় সুফল বাংলার স্টলের মাধ্যমে কম দামে সবজি বিক্রি হতে পারে বলেও জানান তিনি।

মৈনাক দেবনাথ

WBCS Coaching: ভবিষ্যতের মহকুমাশাসকদের গড়বেন আজকের মহকুমাশাসক! কীভাবে সুযোগ পাবেন জানুন

জলপাইগুড়ি: খোদ মহকুমাশাসক প্রশিক্ষণ দিয়ে তৈরি করবেন তাঁর উত্তরসূরিদের! মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নের ভবিষ্যৎ গড়ায় এবার সুবর্ণ সুযোগ। বিনামূল্যে মিলবে প্রশাসনিক স্তরে চাকরি পাওয়ার প্রশিক্ষণ। মূলত, চা বাগান অধুষ্যিত এলাকা এবং জঙ্গল লাগোয়া, কৃষি বলয়ের পাশাপাশি শহরের বুকে যেসব মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে প্রশিক্ষণের সুযোগ পায় না তাদের কাছে এটা স্বপ্ন সফল হওয়ার মত সুযোগ।

অর্থের অভাবে অনেকেই ডব্লিউবিসিএস অফিসার হওয়ার চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারে না। তাদের জন্যই এই নয়া উদ্যোগ জলপাইগুড়ি সংলগ্ন ধুপগুড়ির মহকুমাশাসকের। উত্তরবঙ্গের এই মহকুমাশাসক এবং বিডিও যৌথভাবে পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে নিয়ে চালু করবেন চাকরির পরীক্ষার প্রশিক্ষণ। কীভাবে নিজেকে নিযুক্ত করবেন এই প্রশিক্ষণে?

আরও পড়ুন: বিল ছাড়ছে না ট্রেজারি! বেতন না পেয়ে কাজ বন্ধ ১১৬ অস্থায়ী কর্মীর, ব্যাহত হাসপাতালের পরিষেবা

চলতি মাসের ৮ থেকে ২২ জুলাই অনলাইনে আবেদন গ্রহণের পর ২৮ জুলাই একটি বাছাই পরীক্ষা নেওয়া হবে আবেদনকারি পড়ুয়াদের। এরপর বাছাই করা ৩০ জনকে নিয়ে ধূপগুড়ি মিলনী পাঠাগার স্টাডি রুমে শুরু হবে নিয়মিত প্রশিক্ষণ। সেখানে মহকুমা এলাকার অভিজ্ঞ শিক্ষকরা যেমন বিষয় ভিত্তিক পাঠদান করবেন, তেমনই বিভিন্ন পর্যায়ের বিসিএস এবং আইএএস আধিকারিকরা হাজির থাকবেন মেন্টর হিসেবে৷ বিনামূল্যেই এই কেন্দ্রে চলবে পঠন পাঠন। সিলেবাস অনুসারে প্রস্তুতির সাথে সরকারি আধিকারিক হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে কী ধরণের মানসিকতা এবং প্রশিক্ষণ দরকার তা নিয়েও বিস্তারিত গ্রুমিং করানো হবে।

ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে অগস্ট মাসের গোড়া থেকে ৩০ জনকে নিয়ে শুরু হতে চলেছে ডব্লিউবিসিএস কোচিং সেন্টার সঙ্কল্প। কোচিং সেন্টার সঙ্কল্প নিয়ে মহকুমাশাসক বলেন, চা বলয়, বনবস্তি, কৃষিবলয় এবং শহর এলাকার বৈচিত্র নিয়ে আমাদের মহকুমা। এখানকার নতুন প্রজন্মকে প্রশাসনিক আধিকারিক হিসেবে গড়ে তোলা গেলে তা আরও অনেকের কাছেই অনুপ্রেরণার কাজ করবে।

সুরজিৎ দে

Patta Distribution: পাট্টা বিলি নিয়ে বিলম্ব, নিশানায় ভূমি সংস্কার দফতর

দক্ষিণ ২৪ পরগনা: সরকারি নিয়মে থাকলেও মিলছে না জমির পাট্টা। ফলে এবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ঘটনা। গোটা বিষয়টিতে বেশ ক্ষুব্ধ স্থানীয়রা।

মথুরাপুর-২ ব্লক ভূমি সংস্কার অফিসে ঠিকভাবে কাজ হচ্ছে না বলে স্থানীয়দের দাবি। এখানের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে পাট্টা দেওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে। ফলে অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। পাট্টা না পাওয়ার ফলে জমির কাগজ হাতে পাচ্ছেন না গরিবরা।

আর‌ও পড়ুন: বর্ষা আসতেই চাঁদা তুলে সেতু মেরামত করলেন গ্রামবাসীরা

সরকারি খাস জায়গা গরিবদের মধ্যে আইনানুগভাবে বিতরণ করাকে পাট্টা প্রদান বলে। জমির সাধারণ মালিকানার থেকে এটার ধরণ কিছুটা আলাদা। সরকার গরিবদের আর্থিক নিরাপত্তা দিতে মাঝেমধ্যেই পাট্টা বিলি করে থাকে। এরকম জায়গা মথুরাপুর-২ ব্লকে অনেক পড়ে রয়েছে। কিন্তু সেগুলি ব্যবহার করা যাচ্ছে না। সঠিক উপায়ে এখানে পাট্টা বিলির কাজ হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। ফলে এই জায়গা পতিত অবস্থায় পড়ে রয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত গরিবদের মধ্যে পাট্টা বিতরণের দাবি তুলেছে মথুরাপুরের মানুষ। এলাকাবাসীদের এই দাবি প্রসঙ্গে মথুরাপুর-২ ব্লকের বিএলআরও ঝিলমি পাল কুন্ডু জানান, আইন অনুযায়ী কিছু করার নেই। এখন সমস্তটাই অনলাইন সিস্টেমে কাজ হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সমস্ত কিছু পাঠানো আছে। পাট্টা দেওয়ার ক্ষেত্রে বিএলআরও অফিসের পুরোপুরি হাত থাকে না। এখানে শুধু আবেদনপত্র জমা হয়। এরপর অনেক প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ হয়। যদিও এই সমস্ত কথা শুনতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাঁরা গোটা দায় বিএলআরও-র উপর চাপিয়েছেন।

নবাব মল্লিক

Boatman BDO: নৌকার মাঝি হয়ে জলমগ্ন জলপাইগুড়িতে উদ্ধার কাজে বিডিও!

জলপাইগুড়ি: বর্ষার শুরুতেই তিস্তার বাঁধভাঙা জলে প্লাবিত হল জলপাইগুড়ি। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নৌকার মাঝি হয়ে হাল ধরতে হল খোদ বিডিও সাহেবকে! জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে একপ্রকার বাধ্য হয়ে নৌকার মাঝির ভূমিকা পালন করেন।

গত চার-পাঁচ দিন যাবত টানা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ি নদীগুলোর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। পাল্লা দিয়ে হু হু করে বেড়েছে তিস্তার জলস্তর। রীতিমতো ফুঁসছে নদী। ইতিমধ্যেই ধস নেমেছে সিকিম পাহাড়ে। জলের তীব্র স্রোতে তিস্তার বাঁধ ভেঙে ভেসে গিয়েছে তিস্তা পাড় সংলগ্ন বহু গ্রাম৷ ক্রান্তি ব্লকের অন্তর্গত গ্রামগুলিতে হাঁটুর উপরে জল জমে গিয়েছে। ভেসে গিয়েছে বাড়ি ঘর, কৃষি জমি। প্রশাসনের তরফে ত্রাণ বিলি করা হয়েছে অসহায় মানুষগুলোকে খানিক স্বস্তি দিতে।

আর‌ও পড়ুন: তীব্র গতির মাশুল, এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি

এর পাশাপাশি এদিন এনএইচ ৩১ জলঢাকার পর তিস্তায় মেখলিগঞ্জে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।জলপাইগুড়ির গজলডোবা ব্যরেজ থেকে সকাল ৯ টায় ১৬৩৮.৯৭ কিউসেক ও সকাল ১০ টায় ১৭৪৩.৪২ কিউসেক জল ছাড়া হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন সব রকমভাবে সচেতন। প্রশাসনের আধিকারিকরা তিস্তা সংলগ্ন বিভিন্ন এলাকায় পৌঁছে খোঁজখবর রাখছেন। এদিন বেলায় বৃষ্টি কিছুটা কমতেই দেখা যায়, জলপাইগুড়ি সদর মহকুমাশাসক তমজিত চক্রবর্তী এবং সদর ভিডিও মিহির কর্মকার সহ সরকারি আধিকারিক কর্মীরা জলের পরিস্থিতির উপর নজর রাখছেন নৌকায় চড়ে। নৌকো চালাচ্ছেন খোদ ভিডিও সাহেব।

জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার অন্যান্য সরকারি কর্মীদের সঙ্গে নিয়ে সদর ব্লকের বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন নাথুয়া চড় এলাকায় নৌকায় করে পৌঁছে বানভাসি মানুষের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। প্রশাসনিক আধিকারিকের এমন মানবিকতায় খুশি এলাকার বাসিন্দারা।

সুরজিৎ দে