Tag Archives: BDO office

Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে আগুন বিডিও অফিসের নির্বাচনী কার্যালয়ে, পুড়ে ছাই দরকারি নথি-ফাইল

হুগলি: বিডিও অফিসে আগুন! আগুনে পুড়ে ছাই বেশ কিছু নথি ও ফাইল। ঘটনাটি ঘটেছে হুগলির পলাবা দাদপুর ব্লকের বিডিও অফিসে। ঘটনাস্থলে দলকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে অনুমান দমকলের।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, পোলবা-দাদপুর ব্লক বিডিও অফিসের ব্লকের এমজিএনআরইজিএ সেলের ঘরে মাস খানেক ধরে কন্ট্রোল রুম খুলে নির্বাচনী কাজ চলছিল। সেই ঘরে শনিবার বেলা এগারোটা নাগাদ হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা অফিস। হুড়োহুড়ি লেগে যায় কর্মরত কর্মীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু ফাইল ও নথি পুরে গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এই বিষয়ে পোলবা-দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই বলেন, সকাল এগারোটা নাগাদ আগুন লাগে। ওই ঘরে আমাদের কন্ট্রোল রুম ছিল। ২৪ ঘণ্টা কম্পিউটার পাখা চলত। দেওয়াল পাখার নীচে কম্পিউটার ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে বেশ কিছু ক্ষতি হয়েছে।

এই বিষয়ে একজন দমকল আধিকারিক জানান, তাদের কাছে খবর আছে বিডিও অফিসে আগুন লেগেছে। তৎক্ষণাৎ তারা পৌঁছান ঘটনাস্থলে এসেই আগুন নেভাতে শুরু করেন। কিভাবে আগুন লেগেছে সেটা তদন্তের বিষয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সরকারি অফিসে পর্যাপ্ত আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা ছিল কিনা সেই দিকেও খতিয়ে দেখছে দমকল।

রাহী হালদার

BDO Office: বিডিও অফিস নাকি বাচ্চাদের পার্ক? গোঘাটে এলে গুলিয়ে যেতে পারে

হুগলি: গোঘাট রামকৃষ্ণদেবের ভূমি। আর সেই শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকে সামনে রেখেই এবার নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে গোঘাট-১ বিডিও অফিস। একদিকে মহাপুরুষদের মূর্তি, অন্যদিকে তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য চিল্ড্রেন পার্ক। যা এলাকার শিশুদের খুবই পছন্দের জায়গা হয়ে উঠেছে।

গোঘাট-১ বিডিও অফিসে প্রবেশ করলে এক মুহূর্তের জন্য যে কেউ ভুলে যেতে পারেন সেটি একটি প্রশাসনিক ভবন। গাছ গাছালি, পাখির কলতান, ফুলের সুবাস, সঙ্গে ঋষি মনীষীদের মূর্তি এখানেই কত কী আছে। এখানেই শেষ নয়। বাচ্চাদের জন্য তৈরি পার্কে খেলার জন্য রয়েছে ঢেঁকি, দোলনা, স্লিপ আরও কত কী! নাম দেওয়া হয়েছে মুক্তাঙ্গন। নামকরণের সার্থকতাও রয়েছে যথেষ্ঠ।

আর‌ও পড়ুন: মালদহের বাজারে দাপাচ্ছে দক্ষিণ ভারতের আম! বিক্রি হচ্ছে দেদার

প্রা ১২.৫০ লক্ষ্য টাকা ব্যায় করে তৈরি হয়েছে গোঘট-১ বিডিও অফিস চত্বর। এই সুন্দর করে সাজানো ব্লক অফিস চত্বরটি বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণের হয়ে দাঁড়িয়েছে। আপনি এখানে এলে সহজে বুঝতেই পারবেন না যে এটা একটি প্রশাসনিক ভবন। বরং মনে হবে বাচ্চাদের পার্কে এসে পড়েছেন!

রাহী হালদার