প্লেঅফের আগে নতুন ওপেনিং জুটি দেখে নেওয়ার জন্য যে একটি ম্যাচ ছিল কেকেআরের হাতে তাও বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে কোয়ালিফায়ারেই সরাসরি নামবে এই মরশুমে কেকেআরের নতুন ওপেনিং জুটি।

IPL 2024 Points Table, KKR News: এবার ‘বড় ক্ষতি’ হয়ে গেল কেকেআরের! সামনে কঠিন লড়াই

টানা চার ম্যাচ অপরাজিত থাকার টার্গেট নিয়ে চিপকে নেমেছিল কেকেআর। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে কেকেআরকে।
টানা চার ম্যাচ অপরাজিত থাকার টার্গেট নিয়ে চিপকে নেমেছিল কেকেআর। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে কেকেআরকে।
সিএসকের বিরুদ্ধে হারের ফলে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকার যে দৌড়ে ছিল কেকেআর তাতে বড় ধাক্কা খেতে হয়েছে। রাজস্থান রয়্যালস সাময়ীক সময়ের জন্য জাঁকিয়ে বসল এক নম্বরে।
সিএসকের বিরুদ্ধে হারের ফলে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকার যে দৌড়ে ছিল কেকেআর তাতে বড় ধাক্কা খেতে হয়েছে। রাজস্থান রয়্যালস সাময়ীক সময়ের জন্য জাঁকিয়ে বসল এক নম্বরে।
চেন্নাই বিরুদ্ধে জিততে পারলে রানরেটের বিচারে রাজস্থানকে পিছনে ফেলে ফের একনম্বর জায়গা দখল করত কেকেআর। এখন রাজস্থানের থেকে  ২ পয়েন্ট পিছিয়ে পড়ল কেকেআর।
চেন্নাই বিরুদ্ধে জিততে পারলে রানরেটের বিচারে রাজস্থানকে পিছনে ফেলে ফের একনম্বর জায়গা দখল করত কেকেআর। এখন রাজস্থানের থেকে ২ পয়েন্ট পিছিয়ে পড়ল কেকেআর।
বর্তমানে লিগ টেবিলে বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে জিততে পারলে আরও ব্যবধান বাড়াতে পারবে  সঞ্জু স্যামসনের দল।
বর্তমানে লিগ টেবিলে বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে জিততে পারলে আরও ব্যবধান বাড়াতে পারবে সঞ্জু স্যামসনের দল।
সেখানে কেকেআর ৪ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.৫২৮। দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। ১৪ এপ্রিল লখনউ ও ১৬ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলেও ফের একে ওঠার সুযোগ থাকবে নাইটদের।
সেখানে কেকেআর ৪ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.৫২৮। দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। ১৪ এপ্রিল লখনউ ও ১৬ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলেও ফের একে ওঠার সুযোগ থাকবে নাইটদের।
৪ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +০.৭৭৫ নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কেকেআরকে হারিয়ে ৫ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট,  +০.৬৬৬ রান রেট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিএসকে।
৪ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +০.৭৭৫ নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কেকেআরকে হারিয়ে ৫ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, +০.৬৬৬ রান রেট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিএসকে।
এরপরে ৪ পয়েন্টের 'ট্রাফিক জামে' রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, মুম্বইয়ের মত দল। ২ পয়েন্টে রয়েছে মুম্বই, আরসিবি ও দিল্লি। তবে প্রতিযোগিতার সবে শুরু। সাপ-লুডোর খেলায় অনেক ওঠা নামা দেখা যাবে আগামী কয়েক দিনে।
এরপরে ৪ পয়েন্টের ‘ট্রাফিক জামে’ রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, মুম্বইয়ের মত দল। ২ পয়েন্টে রয়েছে মুম্বই, আরসিবি ও দিল্লি। তবে প্রতিযোগিতার সবে শুরু। সাপ-লুডোর খেলায় অনেক ওঠা নামা দেখা যাবে আগামী কয়েক দিনে।