‘রুদ্রাক্ষ’ গাছ

North 24 Parganas News: হিমালয়ের দুর্লভ ‘রুদ্রাক্ষ’ গাছের দেখা মিলল সুন্দরবনে

বসিরহাট: হিমালয়ের দুর্লভ ‘রুদ্রাক্ষ’ গাছ এবার সুন্দরবন এলাকায়। আমরা অনেককে গলায় রুদ্রাক্ষের মালা পরতে অনেক দেখি। বিশেষ করে সাধু সন্ন্যাসীরা রুদ্রাক্ষ পরে থাকেন। তবে কী এই রুদ্রাক্ষ! রুদ্রাক্ষ হল গাছের বীজ। সাধারণত পাহাড়ি এলাকায় এই গাছ দেখা যায়। হিমালয়ের কোলের এই রুদ্রাক্ষ গাছ দেখা মিলল সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের মাটিতে।

আরও পড়ুন: পুলিশ ভ্যানেই প্রচার এলাকায়, সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ

রুদ্রাক্ষ গাছের এই নামের সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনি। দেবতা শিবের অপর এক নাম রুদ্র, এর সঙ্গে যুক্ত হয়েছে অক্ষ। যার অর্থ চোখ। শিব দীর্ঘদিন অপলক চোখে যুদ্ধ করার কারণে অবসাদগ্রস্ত চোখ থেকে এক ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে আর সেই অশ্রুবিন্দু থেকে জন্ম হয় গাছের, যার নাম হয় রুদ্রাক্ষ। সেই গাছের ফল আদতে অনেকেই মালা হিসাবে পরিধান করেন।

আরও পড়ুন: এবারের নির্বাচনে সাধারণ মানুষের নজর কোন দিকে? দেখুন কী বলছেন সর্বস্তরের মানুষ!

জ্যোতিষীদের কাছে বরাবরই এই রুদ্রাক্ষের কদর অপরিসীম। রুদ্রাক্ষের নানা রঙের সঙ্গে জ্যোতিষীরা গ্রহ ও নক্ষত্রের প্রভাব খুঁজে পান বলে মনে করা হয়। হিঙ্গলগঞ্জের বিশপুরের জ্যোতির্বিদ শ্রী অমল কৃষ্ণ শাস্ত্রী নিজ বাড়িতে দূর্লভ এই গাছ রোপন করেছেন। ইতিমধ্যে গাছটি বেশ বড় হয়ে উঠছে ফুল ও ফল এসেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাই বাণিজ্যিকভাবে সুন্দরবনের মাটিতে এই গাছ রোপন সম্ভব বলে মনে করছেন তিনি।

জুলফিকার মোল্যা