পশু স্বাস্থ্য কেন্দ্র

Locals Protest: দুপুর ২ টো বাজলেই ধাঁ হয়ে যায় চিকিৎসক, এসে ফিরে যেতে হয় অসহায় পশুদের

আলিপুরদুয়ার: বেলা দুটো বাজলেই বীরপাড়ায় পশু চিকিৎসা কেন্দ্রে আর চিকিৎসকের দেখা পাওয়া যায় না। নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় চিকিৎসা কেন্দ্র। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এলাকার বাসিন্দারা।

এলাকার একমাত্র পশু চিকিৎসা কেন্দ্রের পরিষেবা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বেলা দু’টোর পর চিকিৎসক বাড়ি চলে যান, ফলে প্রয়োজন থাকলেও বিকেলের দিকে পরিষেবা মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তখন অসুস্থ পশুদের কোথায় নিয়ে যাবেন বুঝে পান না তাঁরা। এলাকার বাসিন্দাদের মতে, এই এলাকায় অন্য কোনও প্রাণী চিকিৎসা কেন্দ্র না থাকায় মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হচ্ছে। বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, বিকেল চারটে অবধি খোলা থাকার কথা স্বাস্থ্য কেন্দ্রটির। সেখানে বেলা দুটোর পর প্রাণী চিকৎসা কেন্দ্রে এসে দেখা যায় তালা ঝুলছে।

আরও পড়ুন: একদা গনি গড়ের সব বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী

যদিও এলাকাবাসীদের অভিযোগের জবাবে বীরপাড়ার এই বিষয়ে প্রাণী চিকিৎসক সারাভানান ই জানান, দফতরের বিভিন্ন কাজের জন্য তাঁকে মাঝেমধ্যেই বাইরে যেতে হয়। এছাড়া দফতরের মিটিংয়ে উপস্থিত থাকতে হয়, এছড়া বিভিন্ন রিপোর্ট পাঠাতে হয়। তাই দুপুর দুটোর পর তিনি আর পোষ্যদের চিকিৎসা করতে পারেন না বলে জানান।

অনন্যা দে