ঝড়বৃষ্টির পূর্বাভাস।

Weather update: কলকাতা সংলগ্ন দুই জেলায় ধেয়ে আসছে ঝড়, দোসর মাঝারি বৃষ্টি, সতর্কতা আলিপুরের

কলকাতা: আগামী দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসতে চলেছে প্রবল বেগে ঝড়। সঙ্গে হতে পারে মাঝারি বৃষ্টিও। ঝড়ের জেরে বিপর্যস্ত হতে চলেছে কলকাতার পাশের দুই জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হাওড়া এবং হুগলি জেলায় আগামী দুই ঘণ্টার মধ্যে ঝড় আসতে চলেছে।

আরও খবর: ‘লোকসভায় ৩০টা আসন পেলে ছ’মাসের মধ্যেই নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে’, রানাঘাটের সভা থেকে দাবি সুকান্তের

শুধু ঝড় নয়, বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে হাওড়া এবং হুগলি জেলায়। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওড়া এবং হুগলি জেলার কিছু এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে কলকাতাতেও। এ বার কলকাতার পার্শ্ববর্তী দুই জেলাতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।

আরও খবর: আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ম্যাচ ভেস্তে গেলে কোথায় থাকবে কেকেআর?

আগেই হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি এলাকায়। এর মধ্যেই হাওড়া এবং হুগলি জেলার ঝড়বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানাল হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি হয়ে এই দুই জেলায়। যারা বাড়ির বাইরে আছেন তাদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।