সপরিবারে শান্তিপুরের বিধায়ক ভোট দিলেন

Lok Sabha Election 2024: শান্তিপুরের শ্বশুরবাড়ি, অসমের মেয়ের প্রথম বাংলায় ভোট! চেনেন কি তাঁকে?

মৈনাক দেবনাথ, শান্তিপুর: অসমের মেয়ের প্রথম বাংলায় ভোট শান্তিপুরের শ্বশুরবাড়িতে! কে তিনি চেনেন? এত দিন ভোট দিয়েছেন বাপের বাড়ি অসমে, বিয়ের পর এই প্রথম বাংলায় ভোট।

গণতন্ত্রের উৎসবে‌ যোগ দিয়ে বেজায় খুশি জয়শ্রী গোস্বামী। তিনি আর কেউ নন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর স্ত্রী এবার ভোট দিলেন বাংলায়। নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী গত পৌরসভা নির্বাচনের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিধায়কের স্ত্রীর পূর্বে বাড়ি ছিল অসম রাজ্যে। আগে ওখানে নির্বাচনের অংশগ্রহণ করলেও এবার প্রথম লোকসভা নির্বাচনে তিনি ভোট দিলেন নদিয়ার শান্তিপুরে তাঁর পরিবর্তিত ঠিকানায়। খুব শান্তিপূর্ণভাবেই তিনি ভোট দেন এবং গণতন্ত্রের এই প্রধান উৎসবে অংশগ্রহণ করতে পেরে তিনি খুব খুশি বলে জানালেন আমাদের।

আরও পড়ুনLok Sabha Election 2024: সাত সকালে ভোটের লাইনে পেরুর ফ্যানি তানতাভীলকা! বিদেশিনীকে দেখে অবাক সকলে

পাশাপাশি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীও জানান শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং অন্তত একটি ভোট তাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমনি অধিকারী বাড়ল বলে জানালেন তিনি।

Mainak Debnath