Tag Archives: Vote

Lok Sabha Election 2024: ভোটের দিন একদম খালি হয়ে গিয়েছিল, নির্বাচন মিটতেই চেনা ছবি পানাগড়ে

ভোট গ্রহণের কদিন আগে থেকে যেন কিছুটা ঝিমিয়ে পড়েছিল পানাগড় শিল্পতালুক। কারণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাড়ি গিয়েছিলেন অনেক শ্রমিক-কর্মচারী।
ভোট গ্রহণের কদিন আগে থেকে যেন কিছুটা ঝিমিয়ে পড়েছিল পানাগড় শিল্পতালুক। কারণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাড়ি গিয়েছিলেন অনেক শ্রমিক-কর্মচারী।
খুব স্বাভাবিকভাবেই ব্যস্ততা কমেছিল পানাগড় শিল্পতালুকে। সকাল থেকে শ্রমিকদের আনাগোনা ছিল না। ছিল না ভারি ভারি ট্রাক, ডাম্পারের যাতায়াত।
খুব স্বাভাবিকভাবেই ব্যস্ততা কমেছিল পানাগড় শিল্পতালুকে। সকাল থেকে শ্রমিকদের আনাগোনা ছিল না। ছিল না ভারি ভারি ট্রাক, ডাম্পারের যাতায়াত।
কিন্তু জেলায় নির্বাচন পর্ব মিটে যেতেই আবার‌ও সেই পুরনো ছবি ধরা পড়ছে পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরে এসেছেন শ্রমিক, কর্মচারীরা। গত দু'দিন ধরেই সেই প্রাণচঞ্চল ছবিটা আবারও নজরে পড়ছে।
কিন্তু জেলায় নির্বাচন পর্ব মিটে যেতেই আবার‌ও সেই পুরনো ছবি ধরা পড়ছে পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরে এসেছেন শ্রমিক, কর্মচারীরা। গত দু’দিন ধরেই সেই প্রাণচঞ্চল ছবিটা আবারও নজরে পড়ছে।
এখানকার শ্রমিকরা বলছেন, কেউ মালদহ, আবার কেউ মুর্শিদাবাদের মত ভিন জেলা থেকে এখানে কাজ করতে আসেন। জেলারও অনেকে এখানে কাজ করেন। কিন্তু ভোটের সময় ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বলেই কাজে সাময়িক একটা ভাঁটা এসেছিল।
এখানকার শ্রমিকরা বলছেন, কেউ মালদহ, আবার কেউ মুর্শিদাবাদের মত ভিন জেলা থেকে এখানে কাজ করতে আসেন। জেলারও অনেকে এখানে কাজ করেন। কিন্তু ভোটের সময় ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বলেই কাজে সাময়িক একটা ভাঁটা এসেছিল।
সোমবার নির্বাচনের দিন একদম খালি ছিল শিল্পতালুক। কিন্তু বুধবার থেকে আবার শিল্পতালুকের কারখানাগুলিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার থেকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে পানাগড় শিল্প তালুক। কাজ শেষে শ্রমিকদের নিজেদের মধ্যে আড্ডা মারা, সময়ে কারখানায় ঢোকার মত চির পরিচিত ছবিগুলো আবার ফিরে এসেছে। এই ব্যস্ততা দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।
সোমবার নির্বাচনের দিন একদম খালি ছিল শিল্পতালুক। কিন্তু বুধবার থেকে আবার শিল্পতালুকের কারখানাগুলিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার থেকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে পানাগড় শিল্প তালুক। কাজ শেষে শ্রমিকদের নিজেদের মধ্যে আড্ডা মারা, সময়ে কারখানায় ঢোকার মত চির পরিচিত ছবিগুলো আবার ফিরে এসেছে। এই ব্যস্ততা দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।

Lok Sabha Election 2024: ইঞ্জিনিয়ারিং কলেজে বন্দি জনমত! চারিদিক থেকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

পশ্চিম বর্ধমান: চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার এই কেন্দ্রে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭০ শতাংশের কাছাকাছি। ভোটদানে ভোটারদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। নতুন ভোটারদের মধ্যে দেখা গিয়েছে উদ্দীপনা। একইসঙ্গে বয়স্ক ভোটারদেরও নানান প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোট দিতে আসতে দেখা গিয়েছে।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন। তার আগে এখনও রাজ্যে তিনটি দফার নির্বাচন বাকি রয়েছে। স্বাভাবিকভাবেই আসানসোল লোকসভা কেন্দ্রের জনমত এখন বন্দি রয়েছে স্ট্রংরুমে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম এলাকাটি। স্ট্রংরুমের নিরাপত্তায় যাতে কোন‌ও ফাঁকফোকর না থাকে সেদিকে নজর রয়েছে প্রশাসনের।

আরও পড়ুন: খোল-করতাল নিয়ে ভোট প্রচারে তৃণমূল

উল্লেখ্য, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে করা হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের স্ট্রংরুম। এখানেই আগামী ৪ জুন পর্যন্ত বন্দি থাকবে আসানসোলবাসীর জনমত। স্ট্রং রুমের নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম এলাকাটি। জনমত যাতে সুরক্ষিত থাকে তার জন্য নিরাপত্তার সবরকম ব্যবস্থা করা হয়েছে কমিশন এবং প্রশাসনের তরফ থেকে।

প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রে সোমবার নির্বাচন-পর্ব সম্পূর্ণ হয়েছে শান্তিপূর্ণভাবে। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে, তেমন অশান্তির খবর পাওয়া যায়নি। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। পাশাপাশি ভোটদানের হারও বেশ ভাল বলেই জানা গিয়েছে। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করেছেন শত্রুঘ্ন সিনহা। বিজেপির প্রার্থী ছিলেন এস এস আলুওয়ালিয়া এবং বাম প্রার্থী ছিলেন জাহানারা খান।

নয়ন ঘোষ

Lok Sabha Election 2024: অন্ধের যষ্টি! কিছু না পেয়েও গণতন্ত্রকে জিতিয়ে দিলেন ভগবতী ও গঙ্গাধর

পূর্ব বর্ধমান: দৃষ্টিহীন স্বামীকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভোট দেওয়ালেন ভগবতী সাহা। সোমবার কাটোয়ায় দেখা গেল এই দৃশ্য। যাবতীয় প্রতিবন্ধকতা অতিক্রম করে দৃষ্টিহীন স্বামী গঙ্গাধর সাহাকে ভোটদানের ব্যবস্থা করে দিলেন বৃদ্ধা ভগবতী। তাঁর হাত ধরে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাটোয়া শহরের একটি বুথে সোমবার এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। বৃদ্ধা ভগবতীদেবী জানান, তাঁর স্বামীর দৃষ্টিশক্তি নেই, শ্রবণ শক্তিও ক্ষীণ। তবে ভোট দেওয়ার ইচ্ছে ছিল। তাই তিনি সঙ্গে করে বুথে নিয়ে এসে ভোটদানের ব্যবস্থা করে দেন।

আরও পড়ুন: কোদালিয়া নদী যেন আজ ধু ধু মাঠ! প্রাণ ফেরানোর প্রতিশ্রুতি প্রার্থীর

এদিকে ভোটদান শেষে বাড়ি ফেরার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপের সুরে ভগবতী সাহা জানান, তাঁদের অবস্থা ভাল না হলেও সেভাবে কোনও সুযোগ-সুবিধা পান না। তবুও, স্বামীকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন। ভগবতীদেবীদের ঠিক এই মনোভাবের কাছেই জিতে যায় ভারতীয় গণতন্ত্র। তেমন কিছু না পেয়েও গণতন্ত্র, সংবিধানের প্রতি কী প্রবল আস্থা মানুষের! এগুলোই আসলে গণতন্ত্রের ভিত আরও মজবুত করে।

বৃদ্ধা ভগবতী সাহা আরও বলেন, ভোট দিতে হয় তাই দিচ্ছি। স্বামী অন্ধ, মেয়েদের সাহায্যে কোনওরকমে দিন কাটে। আলু সিদ্ধ ভাত খেয়ে থাকি। ৪০ বছর ধরে এভাবেই একইসঙ্গে ভোট দিই আমরা।

জানা গিয়েছে, এই প্রবীণ দম্পতি কাটোয়া শহরের কাশীগঞ্জ পাড়ার বাসিন্দা। বিগত চার দশকেরও বেশি সময় ধরে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসছেন। এই বছরও সেই ধারা অব্যাহত রেখে ভোট দিতে এসেছেন স্বামী-স্ত্রী দুজনে। তবে কোনওদিন কোনও সুযোগ সুবিধা পাননি তাঁরা।

বনোয়ারীলাল চৌধুরী

Lok Sabha Election 2024: ভোট দেওয়ার অন‍্য ছবি! বাড়ি বসে ভোট দিতে মন চায় না, বিশেষভাবে সক্ষম হয়েও বুথে পৌঁছলেন অনিল

পশ্চিম বর্ধমান : চতুর্থ দফায় সকাল থেকে আসানসোলে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটদান পর্ব। সকাল ৭ টার আগে থেকেই ভোটারদের লাইনে অপেক্ষা করতে দেখা গিয়েছে।

আর এই ভোট পর্বে ধরা পড়েছে নানান ছবি। ভোট দিয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থীরা। কিন্তু তার মধ্যেই ধরা পড়েছে অন্য ছবি। যার কাছে ভোট যেন বড় উৎসব।

আরও পড়ুন: YouTube-ভিডিও থেকে কত টাকা আয় হয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? ৯৯% লোকজনই জানেন না

বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু বাড়িতে বসে ভোট দেওয়ার সেই মজা নেই, তাই বিশেষভাবে সক্ষম হয়েও তাই বুথে গিয়েই সোমবার সকাল সকাল ভোট দিলেন অনিল কুমার সিং। বিশেষ গাড়িতে চেপে তিনি পৌঁছে গিয়েছিলেন ভোটকেন্দ্রে। সেখানে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।

অনিল কুমার সিং বলছেন, এখন তিনি এই বিশেষ গাড়িটি পেয়েছেন ইসকো কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু আগে তিনি এই বিশেষ গাড়ি ছাড়া ভোট দিতে যেতেন। তার পায়ে সমস্যা রয়েছে। কিন্তু বয়স বেশি নয়। তাছাড়াও বাড়িতে বসে ভোট দেওয়ার মজা নেই বলেই মনে করেন তিনি। সে কারণেই তিনি ভোটের সময় ছুটে যান বুথে ভোট দিতে।

আরও পড়ুন: অনিয়মিত পিরিয়ড, ক্র‍্যাম্প, অসহ‍্য যন্ত্রণা? মহৌষধের মতো কাজ করবে এই ‘চা’! বাড়তি পাওনা-কমবে ওজন

তিনি আরও জানিয়েছেন, তার বাবার ৯০ বছরের বেশি বয়স হয়েছিল। তিনি বাড়িতে বসে ভোট দিতেন। দু’বছর আগে তিনি মারা যান। কিন্তু সে সময় যখন ভোট কর্মীরা বাড়িতে ভোটগ্রহণের জন্য যেতেন, তখনও তিনি বুথে এসেই ভোট দিতেন। ভোটের দিন সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন ভোট উৎসবে আনন্দের শামিল হতে। ভোট উৎসবের আমেজ গায়ে মেখে ভোট দেন তিনি। তারপর লক্ষ্য রাখেন এলাকায় কি হচ্ছে, না হচ্ছে সেইসব ঘটনার দিকে।

নয়ন ঘোষ

Lok Sabha Election 2024: ব্যাপক উৎসাহ নতুন ভোটারদের, সোশ্যাল মিডিয়া ভরল প্রথমবার ভোট দানের ছবিতে

পশ্চিম বর্ধমান: সোমবার ছিল চতুর্থ দফার ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই ভোটারদের লাইন দেখা গিয়েছে আসানসোলের বিভিন্ন বুথে। ভোটদানের হারও বেশ ভাল বলে প্রশাসন সূত্রে খবর। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে আসানসোলে নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই হয়েছে। যদিও আসানসোল লোকসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে উত্তেজনা ছড়ায় তবে সবচেয়ে লক্ষণীয় ছিল নতুন ভোটারদের। তবে সবচেয়ে লক্ষ্যনীয় ছিল নতুন ভোটারদের প্রথমবারের ভোটদানের উৎসাহ।

এদিন সকাল থেকেই প্রথমবারের ভোটারদের ভিড় নজরে পড়েছে বিভিন্ন বুথে। এতদিন তারা ভোট সম্পর্কে শুনেছেন। কিন্তু এ বছর তারা প্রথমবার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে কিছুটা ভয় ছিল, ভীতি ছিল, সেই সঙ্গে ছিল প্রবল কৌতুহল। তবে ভোটদান শেষে ব্যাপক উৎসাহ নিয়ে তারা বুথ থেকে বেরিয়ে এসেছে। নতুন ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভোট কর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট, এমনকি ভিন রাজ্য থেকে আসা নিরাপত্তারক্ষীরাও।

আরও পড়ুন: বীরভূমের বুথে শিশুর মাতৃদুগ্ধ পানের পৃথক ব্যবস্থা, ভোটে সাবালক হল প্রশাসন

এই সহযোগিতার ফলে প্রথমবারের ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পেরেছেন। উল্লেখ্য, এবারে পশ্চিম বর্ধমান জেলায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নতুন ভোটের সংখ্যা। আর সেই ভোটারদের মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে অন্য ছবি ধরা পড়ল। ভোট দানের পর প্রথমবারের বহু ভোটারকে আঙুলে কালি লাগানো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়।

নয়ন ঘোষ

Lok Sabha Election 2024: বীরভূমের বুথে শিশুর মাতৃদুগ্ধ পানের পৃথক ব্যবস্থা, ভোটে সাবালক হল প্রশাসন

বীরভূম: অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সোমবার ভোটগ্রহণ হল বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রেই। সূর্যের আলো ফুটতে না ফুটতেই লম্বা লাইন দেখা গেল বিভিন্ন ভোটকেন্দ্রে। বিকেল ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা তবে বেশ কিছু বুথে তারপরেও ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। তারই মধ্যে নজর কাড়ল বুথের মধ্যে শিশুকে মায়ের দুগ্ধ পানের জন্য পৃথক ব্যবস্থা।

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। বীরভূম কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৪৩। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল ১৩১ কোম্পানি, রাজ্য পুলিশ ছিল ৬১৭২ জন। স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৭, ক্যামেরা এবং ওয়েব কাস্টিং হয়েছে ১৯৪৩ বুথে। মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ১৪ জন। মোট প্রার্থী ১২ জন।

আরও পড়ুন: ইভিএম ছিনতাইয়ের চেষ্টা বিজেপির এজেন্টের! হাতে নাতে গ্রেফতার

অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন। মোট প্রার্থী ৮ জন। মোট বুথ সংখ্যা ১৯৩৯ টি, মোট কেন্দ্রীয় বাহিনী ৬৫ কোম্পানি। মোট স্পর্শকাতর বুথ ৬৪০ টি। ক্যামেরা এবং ওয়েব কাস্টিং প্রায় সমস্ত বুথে ব্যবস্থা করা হয়েছে। ভোট দাতাদের সুবিধার কথা চিন্তা করে বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনকে গড়ে তোলা হয়েছে পিঙ্ক মডেল বুথ হিসাবে। সেখানে শিশুদের মাতৃদুগ্ধ পানির জন্য বিশেষ বন্দোবস্ত রাখা ছিল। এর ফলের সদ্যজাত শিশুদের নিয়ে মায়েরা সহজেই বুথে ভোট দিতে আসতে পেরেছেন।

সৌভিক রায়

Lok Sabha Election 2024: শান্তিপুরের শ্বশুরবাড়ি, অসমের মেয়ের প্রথম বাংলায় ভোট! চেনেন কি তাঁকে?

মৈনাক দেবনাথ, শান্তিপুর: অসমের মেয়ের প্রথম বাংলায় ভোট শান্তিপুরের শ্বশুরবাড়িতে! কে তিনি চেনেন? এত দিন ভোট দিয়েছেন বাপের বাড়ি অসমে, বিয়ের পর এই প্রথম বাংলায় ভোট।

গণতন্ত্রের উৎসবে‌ যোগ দিয়ে বেজায় খুশি জয়শ্রী গোস্বামী। তিনি আর কেউ নন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর স্ত্রী এবার ভোট দিলেন বাংলায়। নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী গত পৌরসভা নির্বাচনের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিধায়কের স্ত্রীর পূর্বে বাড়ি ছিল অসম রাজ্যে। আগে ওখানে নির্বাচনের অংশগ্রহণ করলেও এবার প্রথম লোকসভা নির্বাচনে তিনি ভোট দিলেন নদিয়ার শান্তিপুরে তাঁর পরিবর্তিত ঠিকানায়। খুব শান্তিপূর্ণভাবেই তিনি ভোট দেন এবং গণতন্ত্রের এই প্রধান উৎসবে অংশগ্রহণ করতে পেরে তিনি খুব খুশি বলে জানালেন আমাদের।

আরও পড়ুনLok Sabha Election 2024: সাত সকালে ভোটের লাইনে পেরুর ফ্যানি তানতাভীলকা! বিদেশিনীকে দেখে অবাক সকলে

পাশাপাশি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীও জানান শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং অন্তত একটি ভোট তাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমনি অধিকারী বাড়ল বলে জানালেন তিনি।

Mainak Debnath

Lok Sabha Election 2024: কোনও বুথে শুধুই গোলাপি রঙের ছড়াছড়ি, কোনও বুথে সবুজের থিম! দুর্গাপুরে ভোট যেন উৎসব

আজ চতুর্থ দফার নির্বাচন। ভোট হচ্ছে রাজ্যের ৮ টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র দুটি।
আজ চতুর্থ দফার নির্বাচন। ভোট হচ্ছে রাজ্যের ৮ টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র দুটি।
ভোটপর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে গোটা পশ্চিম বর্ধমান জেলা। ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
ভোটপর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে গোটা পশ্চিম বর্ধমান জেলা। ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
বর্ধমান-দুর্গাপুর লোকসভার অন্তর্গত দুর্গাপুরে রয়েছে ৯ টি মহিলা পরিচালিত বুথ। এই বুথগুলোর যাবতীয় দায়িত্বে আছেন মহিলা ভোট কর্মীরা। মহিলা পরিচালিত বুথগুলিকে সাজিয়ে তোলা হয়েছে গোলাপি রঙে।
বর্ধমান-দুর্গাপুর লোকসভার অন্তর্গত দুর্গাপুরে রয়েছে ৯ টি মহিলা পরিচালিত বুথ। এই বুথগুলোর যাবতীয় দায়িত্বে আছেন মহিলা ভোট কর্মীরা। মহিলা পরিচালিত বুথগুলিকে সাজিয়ে তোলা হয়েছে গোলাপি রঙে।
আবার, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় অথবা নবদিগন্ত কমিউনিটি হলের মত ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছে অন্যভাবে। সবলিমিয়ে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের মত সেজে উঠেছে জেলা।
আবার, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় অথবা নবদিগন্ত কমিউনিটি হলের মত ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হয়েছে অন্যভাবে। সবলিমিয়ে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের মত সেজে উঠেছে জেলা।
এছাড়াও দুর্গাপুর গার্লস হাইস্কুল অর্থাৎ ২৪৯, ২৫০,২৫১ নম্বর বুথ সাজানো হয়েছে অন্য ভাবনায়। এই বুথ সাজানোর ক্ষেত্রে রয়েছে সবুজের ছোঁয়া।
এছাড়াও দুর্গাপুর গার্লস হাইস্কুল অর্থাৎ ২৪৯, ২৫০,২৫১ নম্বর বুথ সাজানো হয়েছে অন্য ভাবনায়। এই বুথ সাজানোর ক্ষেত্রে রয়েছে সবুজের ছোঁয়া।

Lok Sabha Election 2024 Phase 4: কাল রাজ‍্যে চতুর্থ দফার ভোট! কোন কোন আসনে? হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা? দেখে নিন এক ঝলকে

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৩ মে) । এই দফায় দেশটির ১০ রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ হবে।
ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৩ মে) । এই দফায় দেশটির ১০ রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ হবে।
সাত দফার মধ্যে চতুর্থ দফায় ভোট হবে আগামীকাল। এ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি আসনে। এছাড়া বিহারের ৫টি আসনে, উড়িষ্যা ও ঝাড়খন্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে।
সাত দফার মধ্যে চতুর্থ দফায় ভোট হবে আগামীকাল। এ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি আসনে। এছাড়া বিহারের ৫টি আসনে, উড়িষ্যা ও ঝাড়খন্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে।
পশ্চিমবঙ্গের যে ৮ আসনে ভোট হবে সেগুলো হলো- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর।
পশ্চিমবঙ্গের যে ৮ আসনে ভোট হবে সেগুলো হলো- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর।
এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল চারটি আসনে ও তিনটিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল একটি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
লোকসভা নির্বাচনের তিন দফার ভোটে মোট ২৮৩টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।
লোকসভা নির্বাচনের তিন দফার ভোটে মোট ২৮৩টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।

Lok Sabha Election 2024: বাড়িতেই বুথ! ঘরে বসে দিব্যি ভোট দিলেন এই জেলার ভোটাররা

নদিয়া: আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে নদিয়ার দুই লোকসভা কেন্দ্রে। তারই প্রাক্কালে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন।

নদিয়ার বিভিন্ন এলাকার প্রবীণ নাগরিকেরা নিজের বাড়িতে বসে এভাবে ভোট দিতে পেরে খুশি। পোলিং অফিসার, সেক্টর ইন্সপেক্টর কেন্দ্রীয় বাহিনী, স্থানীয় বিএলও এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের নিয়ে বাড়ি বাড়ি ভোট সংগ্রহ করা হয়।তবে সাধারণ মানুষের ক্ষেত্রে তা আগ্রহের বিষয় হলেও এলাকায় ঘুরে ঘুরে এই ভোট গ্রহণ ছিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাববিহীন ভোট দান করতে পেরেছেন বলেই জানিয়েছেন ভোটাররা।

আরও পড়ুন: আগে এসেছিলেন শুভেন্দু, সভা শুরুর আগে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করল তৃণমূল

নির্বাচন কমিশন সূত্রে খবর, চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এক বা দুজন রাজ্য পুলিশের কর্মীকে নিয়ে প্রতি টিম এ থাকছেন দু’জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজার্ভার, একজন ভিডিওগ্রাফার এবং গোটা প্রক্রিয়া সুপারভাইস করার জন্য সেক্টর অফিসার। সকাল আটটা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু করা হয় সেন্টার থেকে। একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন এই সেন্টারে। যদিও এই প্রক্রিয়াকে কেন্দ্র করে আঁটোসাঁটো করা ছিল নিরাপত্তা ব্যবস্থা। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

মৈনাক দেবনাথ