পরনে শাড়ি, মাথায় মুকুট, হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’! অভিনব কায়দায় ভোটের প্রচার হুগলিতে

Lok Sabha Election 2024: পরনে শাড়ি, মাথায় মুকুট, হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’! অভিনব কায়দায় ভোটের প্রচার হুগলিতে

হুগলি: হুগলি লোকসভার সুগন্ধা পঞ্চায়েতের এলেঙ্গা গ্রামে ভোটের প্রচারে প্রকাশ পেল অভিনবত্ব। ‘দেবী লক্ষ্মীর’ রূপে সেজে ভোটের প্রচার করলেন মহিলারা। পরনে শাড়ি, মাথায় মুকুট, এক হাতে আশীর্বাদের মুদ্রা ও অন্য হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। অবিকল লক্ষ্মী ঠাকুরের মতো সেজে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে চলছে তৃণমূলের ভোটের প্রচার।

হুগলি এই লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দোপাধ‍্যায়। রচনার হয়েই অভিনব উপায়ে প্রচার করল তৃণমূল। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রচারও করা হল এই নতুন উপায়ে।

আরও পড়ুন: ফ্লাইট মিস করেই বদলে গেল জীবন! ‘এক নামের’ ৮ সিনেমার নায়ক, বলিউডের সুপারস্টারকে চিনতে পারছেন?

এই বিষয়ে একজন উদ্যোক্তা তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য যে সমস্ত প্রকল্প করেছে তাদের মধ্যে অন্যতম ‘লক্ষ্মীর ভাণ্ডার’।

আরও পড়ুন: YouTube-ভিডিও থেকে কত টাকা আয় হয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? ৯৯% লোকজনই জানেন না

প্রথমে লক্ষীর ভান্ডার ৫০০ টাকা থাকলে পরবর্তীতে তা বর্ধিত করে হাজার টাকা করা হয়েছে। বিশেষ করে গ্রাম গঞ্জের মহিলারা এতে উপকৃত হয়েছেন। সেই কারণেই তাদের অভিনব এই প্রচার।

রাহী হালদার