প্রতিকী ছবি

Farmer Death: নাতিরা দৌড়ে চলে এলেও পারল না দাদু, বজ্রপাতে ফের কৃষকের মৃত্যু

মুর্শিদাবাদ: ফের বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। সুতির মহিশাইল গ্রামের ঘটনা। ওই গ্রামেরই কৃষক তাজেল শেখ (৫১) চাষের জমিতে শসা তুলতে গিয়েছিলেন। সেই সময়ই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই বজ্রপাতে মৃত্যু হয় ওই কৃষকের।

মৃত কৃষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, এখন রোজ‌ সন্ধেতে ক্ষেত থেকে শসা তুলতে যান তিনি। দুই নাতিকে সঙ্গে নিয়ে মঙ্গলবারও একই কাজে গিয়েছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে দুই নাতিকে নিয়ে বাড়ির দিকে রওনাও দেন তাজেল। বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাননি। কিন্তু ছোট দুই নাতি ছুটে বাড়ি চলে গেলেও হঠাৎ বজ্রপাতে গুরুতর জখম হন ওই কৃষক।

আরও পড়ুন: ফ্রিজের জল ছাড়ুন, গরমে মাটির কলসির জল পানে এতগুলো উপকার পাবেন

সঙ্গে সঙ্গে পরিজন ও গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় তাজেল শেখ-কে মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ। ওই কৃষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিকে বজ্রপাতের জেরে একের পর এক মৃত্যুর ঘটনায় বেশ ভীত কৃষকরা।

কৌশিক অধিকারী