ফাইল ছবি

Malda News: মালদহের আমবাগানে পড়ে একের পর এক মৃতদেহ! দুপুরে ঘটল ভয়ঙ্কর ঘটনা, খুব সাবধানে থাকুন

মালদহ: মালদহে বজ্রপাতে মৃত চার। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ওই তিন জনের। মৃতদের চন্দন সাহানি(৪০), রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মণ্ডল(২১)।

অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। চারটি মৃতদেহই আনা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দু’জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে চারটি মৃত্যুর ঘটনা।