আইপিএল ২০২৪ প্লেঅফে জায়গা বাকি একটি, লড়াইয়ে ৪ দল, শনিতে ভাগ্য নির্ধারণ

IPL Playoffs Scenario: আইপিএল ২০২৪ প্লেঅফে জায়গা বাকি একটি, লড়াইয়ে ৪ দল, শনিতে ভাগ্য নির্ধারণ

শেষ ল্যাপে চলে এসেছে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছিল। অপেক্ষা ছিল বাকি কোন দুই দল পৌছবে শেষ চারে।
শেষ ল্যাপে চলে এসেছে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছিল। অপেক্ষা ছিল বাকি কোন দুই দল পৌছবে শেষ চারে।
বৃহস্পতিবার আইপিএলে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। আর তাতেই আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লেঅফে পৌছে গেল হায়দরাবাদ।
বৃহস্পতিবার আইপিএলে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। আর তাতেই আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লেঅফে পৌছে গেল হায়দরাবাদ।
প্যাট কামিন্সের দলের বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে ছাড়া আর কোনও দলের ১৫ বা তার বেশি পয়েন্ট অর্জন করার মত পরিস্থিতি নেই। সেই কারণেই প্লেঅফ পাকা হয়ে যায় এসআরএইচের। শেষ ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সুযোগও রয়েছে।
প্যাট কামিন্সের দলের বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে ছাড়া আর কোনও দলের ১৫ বা তার বেশি পয়েন্ট অর্জন করার মত পরিস্থিতি নেই। সেই কারণেই প্লেঅফ পাকা হয়ে যায় এসআরএইচের। শেষ ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সুযোগও রয়েছে।
এরপর চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল চতুর্থ হিসেবে প্লেঅফে পৌছবে।
এরপর চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল চতুর্থ হিসেবে প্লেঅফে পৌছবে।
দিল্লির ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট, লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। কিন্তু এই দুই দলের নেটরানরেট সিএসকে ও আরসিবির থেকে অনেকটা খারাপ। ফলে লখনউ শেষ ম্যাচ জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। দিল্লিরও একই অবস্থা। দুজনেকই তাকিয়ে থাকতে হবে সিএসকে বনাম আরসিবি ম্যাচের দিকে।
দিল্লির ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট, লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। কিন্তু এই দুই দলের নেটরানরেট সিএসকে ও আরসিবির থেকে অনেকটা খারাপ। ফলে লখনউ শেষ ম্যাচ জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। দিল্লিরও একই অবস্থা। দুজনেকই তাকিয়ে থাকতে হবে সিএসকে বনাম আরসিবি ম্যাচের দিকে।
সিএসকের নেট রানরেট +০.৫২৮ ও আরসিবির নেট রানরেট +০.৩৮৭। ফলে চেন্নাইয়ের এমনি জিতলেই প্লেঅফ পাকা হয়ে যাবে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে।
সিএসকের নেট রানরেট +০.৫২৮ ও আরসিবির নেট রানরেট +০.৩৮৭। ফলে চেন্নাইয়ের এমনি জিতলেই প্লেঅফ পাকা হয়ে যাবে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে।