চলছে ধান কাটা

Nadia News: ঘূর্ণিঝড় রিমল থেকে ফসল বাজাতে আগেভাগেই ব্যস্ত চাষিরা

নদিয়া: ঘূর্ণিঝড় রিমল থেকে সারা বছরের পরিশ্রমের সঞ্চয় হিসাবে প্রধান ফসল ধান ঘরে তোলার তাগিদে দিনরাত পরিশ্রম করে চলেছেন কৃষকরা।২৫ মে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল। হাতে মাত্র আর দুটো দিন মাঝে! সারা বছরের অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল ধান পেকে রয়েছে মাঠে তাই দুশ্চিন্তায় ঘুম উড়েছে চাষী ভাইদের। আবহাওয়া সূত্রে জানা গেছে ঝাড়খণ্ড থেকে একগুচ্ছ বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এর দরুন আগামী ৬ ঘন্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হবে। বজ্রপাত বেশ তীব্র হবে এবং ঝড়ের গড় গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমির আশেপাশে থাকবে। কোথাও কোথাও ক্ষণস্থায়ী ভারী বৃষ্টি ও কালবৈশাখী ধরনের ঝড় হতে পারে। বজ্রপাতের শব্দ শোনা মাত্রই সতর্ক হওয়ার এবং বজ্রপাত ও ঝড় চলাকালীন সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সাবধান! লাল করার জন্য তরমুজে মেশানো হচ্ছে রাসায়নিক রং, কীভাবে চিনবেন কোনটা আসল? রইল টিপস

কিন্তু সতর্কতা যতই থাকুক পরিবারের সদস্যদের মুখে দুবেলা দু মুঠো অন্ন তুলে দিতে প্রচন্ড গ্রীষ্মের দাবদহের মধ্যেও পড়ে থাকতে হচ্ছে মাঠে। কেউ কেউ অন্ধকার কাকভোর থাকতে মাঠের পৌঁছাচ্ছেন ধান কাটতে, যাতে প্রখর রোদে দুপুরটা অন্তত বিশ্রাম পাওয়া যায়। অনেকে আবার বিকালে ধান কেটে রাত জেগেই ধান ঝারার ব্যবস্থা করছেন মাঠেই। একই সঙ্গে গ্রামের প্রায় সকলেরই প্রধান ফসল ধান পেকেছে, তার ওপর কৃষি শ্রমিক হিসেবে উপযুক্ত মূল্য না পেয়ে অনেকেই বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছে কেউবা গেছে ভিন রাজ্যে অন্য কাজের সন্ধানে । তাই কৃষি শ্রমিক পাওয়া দুষ্কর বাধ্য হয়েই পরিবারের মহিলা থেকে বৃদ্ধ সকলেই হাতে হাত লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে বছরের একমাত্র সঞ্চয় ঘরে তোলার চেষ্টা করছেন। নদিয়ার শান্তিপুর সহ বিভিন্ন চাষের মাঠে সেই ব্যস্ততাই তুলে ধরলাম আমরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath