মন্দিরে পুজো জুনের

Lok Sabha Elections 2024: ভরসা ঈশ্বর, মন্দির গির্জায় প্রার্থনা করে দিনভর নির্বাচনের কাজে জুন

পশ্চিম মেদিনীপুর: ভগবানের উপর ভরসা। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। শনিবার লোকসভা নির্বাচন এর ষষ্ঠ দফার ভোট। নির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকে। তবে সকাল সকাল তিনি মন্দিরে পুজো দিলেন, গেলেন চার্চেও। ভগবানের আশীর্বাদ নিয়ে তিনি ময়দানে নামলেন।

শনিবার রাজ্যজুড়ে ষষ্ঠ দফার নির্বাচন। এবার নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। এই কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে জোর টক্কর চলছে। একদিকে তৃণমূল প্রার্থী জুন মালিয়া অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল। শনিবার সকালে তিনি বড়তলা চক কালীমন্দিরে এসে পুজো দেন। ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করে তিনি ভরেন বিভিন্ন বুথে।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন : মেদিনীপুর তুমি কার? দুই নারীর লড়াইয়ে তুরুপের তাস আসলে কী! জল্পনা সর্বত্রই

এরপর তিনি যান মেদিনীপুরের একটি চার্চেও। সেখানেও প্রার্থনা করেন। নির্বাচনের গণদেবতাই আসল ভগবান। তাদের আশীর্বাদ অর্থাৎ ভোটে নির্বাচিত হয় জনপ্রতিনিধিরা। তবে সকাল থেকেই শান্ত মস্তিষ্কে কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন ভোট যুদ্ধ। এরপর লোকসভা কেন্দ্রের একাধিক বুথ পরিদর্শন করেন জুন মালিয়া।

আরও পড়ুন : হিরো কে, জিরোই বা কে? প্রহর গুনছে ঘাটাল! হিরণকে টেক্কা দিতে দেবের প্ল্যান আসলে কী?

স্বাভাবিকভাবে মাঝে মাত্র কয়েকটা দিন তারপর জানা যাবে কে যাবে দিল্লির সংসদে?

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দুই প্রার্থী জোর টক্কর দিতে প্রস্তুত।

রঞ্জন চন্দ