রক পাইথন 

Alipurduar News: ক্ষেতের জালে জড়িয়ে রয়েছে ওটা কী? দেখেই আঁতকে উঠলেন কৃষকরা 

আলিপুরদুয়ার: আর পাঁচটা দিনের মতই সকালে গিয়েছিলেম চাষের জমিতে। কিন্তু জমির জাল ধরতেই আঁতকে উঠলেন মাদারিহাটের এক কৃষক। জালের মধ্যে জড়ানো অবস্থায় যা দেখলেন তিনি, জানলে চমকে উঠবেন আপনিও। ঘটনার খবর পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে।

আলিপুরদুয়ারের দক্ষিণ মাদারিহাট এলাকাটি কৃষি এলাকা নামে পরিচিত। বর্তমানে এই এলাকায় ধান গাছের চারা রোপন করা হয়েছে। এলাকার প্রতিটি কৃষক নিজেদের কৃষি জমি ঘিরেছেন নেট দিয়ে। এদিন সকালে এক কৃষক জমির নেটটি নড়তে দেখে এক কৃষক এগিয়ে গিয়ে দেখলেন বড় আকারের প্রাণীটি। তার চিৎকারে এলাকার বাসিন্দারা জড়ো হয় জমিতে।

আরও পড়ুনঃ ICC T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে বৃষ্টি হলে কী হবে? থাকছে রিজার্ভ ডে? এবার অদ্ভূত নিয়ম আইসিসির

স্থানীয়রা গিয়ে দেখতে পায় প্রায় ১৪ ফুট লম্বা পাইথন। স্থানীয়রা বন দফতরে খবর দিলে ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। এটি একটি রক পাইথন বলে জানা যায়। বৃষ্টির কারণে নদীতে জল হওয়ায় এরা নদীতে না থেকে লোকালয়ে চলে আসছে বলে বন বিভাগের তরফে জানা গিয়েছে।

Annanya Dey