এই সময় বাড়ির আশপাশে, ঝোপঝাড়ে কোথাও জল জমতে দেওয়া যাবে না। এর পাশাপাশি এই সময় বাইরে থাকলে হাত-পা ঢাকা পোশাক পরা উচিত। বাড়িতে মশার উপদ্রব থেকে বাঁচাতে ওডোমোস ব্যবহার করা যেতে পারে। বোঝাই যাচ্ছে যে. এই সময় নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখা আবশ্যক।

Dengue Fear: বর্ষা এলেই ডেঙ্গির চোখরাঙানি! আগে থেকেই জেনে রাখুন মশা থেকে বাঁচার উপায়

আলিপুরদুয়ার: ডেঙ্গি রুখতে সবার আগে প্রয়োজন পরিষ্কার থাকার। প্রতিবেশীদের সচেতন করতে হবে পরিচ্ছন্ন থাকার বিষয়। কালচিনি ব্লকের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি পরিদর্শন করতে এসে এ কথাই জানালেন রাজ্য স্বাস্থ্য দফতরের পরিদর্শক কাজল কৃষ্ণ বণিক।

আলিপুরদুয়ার জেলাজুড়ে অনবরত বৃষ্টি চলছে। এর মধ্যেই ক্রমাগত বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১০১ জন। যার মধ্যে কালচিনি ব্লক এই রয়েছে ৯০ জন। বিশেষ করে কালচিনি ব্লকের কালচিনি গ্রাম পঞ্চায়েতেই রয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত।

আরও পড়ুন: হাওড়া স্টেশনের কোন খাবার ভারত-বিখ্যাত জানেন? জানুন দেশের আরও ৭ স্টেশনের জনপ্রিয় পদের নাম

কালচিনি ব্লকে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে পরিদর্শনে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। কালচিনি ব্লকের মোদি লাইন, কালচিনি বাজার-সহ ডেঙ্গিপ্রবণ এলাকায় পরিদর্শন করছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে ডেঙ্গি নিয়ে সচেতন করছেন স্বাস্থ্য কর্মীরা।

.
.

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ১০ নারী কারা? একবার দেখলে চোখ সরাতে পারবেন না! তালিকায় ভারতের কে জানেন?

তবে শুধু সচেতন করলে হবে না, নিজেদের পরিষ্কার থাকতে হবে বলে জানিয়ে দিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ টিমের চিকিৎসকরা।জমা জলে ডেঙ্গি মশার জন্ম হয়। তাই জল জমতে দেওয়া চলবে না। বাড়ির নালা নিজেদের পরিষ্কার করতে হবে। নিম তেল, নিম পাতার ধুপ ব্যবহার করতে হবে।বিকেল গড়াতে দরজা,জানালা বন্ধ করতে হবে।

Annanya Dey