বেলি এবং জুঁই ফুল।

Sleeping Disorder-Flowers For Insomnia: রাতে ঘুম আসে না? ওষুধেও কাজ হয় না! এই দুই ফুলেই আসবে ঘুম, দূর হবে স্ট্রেস!

আপনার ঘরের বাগানে বর্ষার আগে লাগিয়ে ফেলুন এই দুই ফুলের গাছ। চোখে নেমে আসবে শান্তির ঘুম। রয়েছে আরও অনেক উপকার।
আপনার ঘরের বাগানে বর্ষার আগে লাগিয়ে ফেলুন এই দুই ফুলের গাছ। চোখে নেমে আসবে শান্তির ঘুম। রয়েছে আরও অনেক উপকার।
বর্ষার আগে বাগানে রাখতে পারেন বেলি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধ অনিদ্রা কাটাতে কার্যকরী বলে জানিয়েছেন উদ্ভিদ বিদ্যার শিক্ষিকা পিয়ালী দাস।
বর্ষার আগে বাগানে রাখতে পারেন বেলি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধ অনিদ্রা কাটাতে কার্যকরী বলে জানিয়েছেন উদ্ভিদ বিদ্যার শিক্ষিকা পিয়ালী দাস।
তিনি জানিয়েছেন, একইভাবে বর্ষাকালে বাগানে রাখা যেতে পারে জুঁই ফুলের গাছ। জুঁই ফুলের গন্ধ অনিদ্রা কাটানোর পাশাপাশি মানসিক শান্তি দিতে পারে।
তিনি জানিয়েছেন, একইভাবে বর্ষাকালে বাগানে রাখা যেতে পারে জুঁই ফুলের গাছ। জুঁই ফুলের গন্ধ অনিদ্রা কাটানোর পাশাপাশি মানসিক শান্তি দিতে পারে।
তিনি বলছেন, এই দুটি ফুলের গাছ বর্ষাকালে বাগানে থাকলে ফুলের অভাব হবে না। গাছের একটু যত্ন নিলে বর্ষাকাল বাগান বেলি আর জুঁই ফুলে ভরে উঠবে।
তিনি বলছেন, এই দুটি ফুলের গাছ বর্ষাকালে বাগানে থাকলে ফুলের অভাব হবে না। গাছের একটু যত্ন নিলে বর্ষাকাল বাগান বেলি আর জুঁই ফুলে ভরে উঠবে।
উদ্ভিদবিদ্যার এই শিক্ষিকা বলছেন, বর্ষাকালে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম দুর্গন্ধ দেখা যায়। কিন্তু এই দুটি ফুলের গাছ বাগানে থাকলে রুম ফ্রেশনারের প্রয়োজন হবে না। এমনিতেই সুগন্ধে মোহময় হয়ে উঠবে ঘর।
উদ্ভিদবিদ্যার এই শিক্ষিকা বলছেন, বর্ষাকালে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম দুর্গন্ধ দেখা যায়। কিন্তু এই দুটি ফুলের গাছ বাগানে থাকলে রুম ফ্রেশনারের প্রয়োজন হবে না। এমনিতেই সুগন্ধে মোহময় হয়ে উঠবে ঘর।